গ্রামীন হাট-বাজারের সবজি খরচের দৃশ্যপট।

in Steem For Traditionlast year (edited)

বৃহস্পতিবার,
তারিখঃ ৮ জুন ২০২৩ ইং

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে গ্রামীন হাট-বাজারে সবজি খরচের দৃশ্যপট নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

20230608_223857_0000.png
গ্রামীন হাট-বাজারের দৃশ্যপটের চিত্র ধারণ।
mine.PNGগ্রামীন হাট ও বাজার কিঃmine.PNG
  • গ্রামীন হাটঃ গ্রামের জনজীবনে হাটের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের প্রায় সব গ্রাম- গঞ্জে হাট না থাকলে কিছু কিছু বড় অঞ্চলে বা গ্রাম হাট লক্ষ্য করা যায়। গ্রামের বড় স্থানে যেখানে ক্রেতা-বিক্রেতার দর কষাকষির সমন্বয়ে পন্য ক্রয় বিক্রয় করা হয় সপ্তাহে ২ দিন।
  • গ্রামীন বাজারঃ যেসব স্থানে প্রতিনিয়ত দোকানপাট বসে ও কেনাবেচার জন্য অনেক লোকের আনাগোনার সৃষ্টি হয় সেসব স্থানকে বাজার বলে। বাজার আমাদের দেশে প্রতিদিন বসে।
IMG_20230605_221231.jpgIMG_20230605_221225.jpg
mine.PNGগ্রামীন হাট-বাজার ভ্রমনঃmine.PNG

গতকাল আমি আমাদের যশাই হাট ও বাজারের কাঁচা বাজারের খরচ হাঁটিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রতিটি দোকানপাট ঘুরে ঘুরে পরিদর্শন করেছি। আমাদের গ্রামের এই হাট ও বাজারটি বেশ বড়। এখানে সপ্তাহে ২ দিন হাট বসে। বাহিরের বিভিন্ন ধরনের দোকানপাট বসে সপ্তাহে ২ দিন। তারা হাটের দিন করে দোকান নিয়ে আসে আবার হাট শেষ হলে তারা দোকান উঠায় নিয়ে বাড়িতে যায়। এছাড়াও এখানকার স্থানীয় দোকানপাট গুলো তারা প্রতিদিন সকাল, বিকাল ও রাত ১২ টা পর্যন্ত থাকে। বাজার শেষে তারা দোকান বন্ধ করে বাড়িতে যায়।

IMG_20230605_221214.jpgIMG_20230605_221144.jpg

আমাদের এই হাটে সবজির দোকানগুলোতে সব সময় টাটকা ও সতেজ জাতীয় সবজি কিনতে পাওয়া যায়। আমাদের হাটে কোন ফরমালিন জাতীয় খাবার নেই। তাছাড়া রান্না তৈরি উপকরণ সমুহের দোকানে ও সব ভালো জাতীয় মসলা পাওয়া যায়। আমি সব দোকান পরিদর্শন করে খাবারের গুনগত মান টা দেখলাম অন্যান্য বাজারের থেকে ভালো। আমাদের এই বাজারটি অনেক আগের পুরাতন একটি হাট ও বাজার।

IMG_20230605_221120.jpg

IMG_20230605_221104.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণহাট-বাজারের দৃশপট।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
Loading...
 last year 

আপনি আপনাদের হাট নিয়ে বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।যশাই হাট অনেক বড় একটি হাট। এখানে অনেক কিছু পাওয়া যায়। ভাই এত গুলো শব্দ লিখতে গেলে দুই একটা ভুল হতে পারে এটা খুবই স্বাভাবিক। আপনার দুইটা ভুল হয়েছে পুরাতন আর আনাগোনা হবে।ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ভাই আমিও মানুষ আমার ও ভুল হতে পারে। আর ভুলের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে ও জানতে পারে। আমার ভুল ধরেছেন এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি এতে লজ্জিত নই। আমি ভুলের মাধ্যমে আরো অনেক কিছু জানতে চাই। ধন্যবাদ ভাই ❤️❤️

 last year 

ভুল সবার হয় ভাই এতগুলো শব্দ লিখতে গেলে দুই একটা ভুল হবে।ধন্যবাদ ভাই।

 last year 

গ্রামীণ জনজীবনে হাট-বাজার বিশেষ ভুমিকা পালন করে। আমাদের যশাই হাট অনেক আগের পুরনো হাট।যশাই হাটে সবজি বাজারে সস্তা দামে অনেক কাঁচামাল পাওয়া যায়।হাট-বাজার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ।

 last year 

গ্রামীণ হাট বাজার সম্পর্কে অনেক সুন্দর লিখছেন ভাই। এসব গ্রামের হাট বাজার টাটকা সবজির সমাহার । ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ।

গ্রামীন হাট-বাজারের সবজি খরচের দৃশ্যপট নিয়ে, খুব সুন্দর লিখেছেন ভাই।ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

গ্রামীণ হাট বাজারের সবজি খরচের দৃশ্যপট নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন।যশাইহাট আমার পরিচিত একটি বাজার।এখানে সব ধরনের টাটকা সবজি পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গ্রামীণ হাট বাজারের দৃশ্য নিয়ে এতো সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

হাট বাজার নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। হাট ও বাজারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

যাশাই হাট অনেক পুরাতন একটি বাজার। সেখানে সবসময় টাটকা সবজি পাওয়া যায়। যশাই হাট সবজি ভিত্তিক এলাকা হওয়ায় অনেক বেশি সবজির সমাহার দেখতে পাওয়া যায়। শুনে ভালো লাগল ফরমালিন ব্যবহার করা সবজি নাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

গ্রামীন হাট বাজারের দৃশ্য নিয়ে সুন্দর লেখছেন ভাই।গ্রামের হাট বাজারের দৃশ্য গুলো দেখে খুব ভালো লাগলো।গ্রামের হাট বাজার হলো আমাদের পুরনো দিনের ঐতিহ্য।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

গ্রামীন হাট বাজারে ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত শাকসবজি পাওয়া যায়। আপনি গ্রামীণ হাট বাজার নিয়ে সুন্দর আলোচনা করেছেন, যা আমাকে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67