ঈদ উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে জনপ্রিয় খেলা ফুটবল অনুষ্ঠিতি।

in Steem For Traditionlast year

বৃহস্পতিবার,
তারিখঃ ১৩ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিতি নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230702_181142.jpg
বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলার কিছু চিত্র ধারণ।
mine.PNGবিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলাঃmine.PNG

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের ২য় দিন বিকাল ৫ ঘটিকায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল আয়োজন করা হয়। তবে দুঃখজনক বিষয় হলো আমাদের গ্রামে খেলার কোন মাঠ নেই। এজন্য আমরা ভুট্টা ক্ষেতকে খেলার মাঠ হিসেবে চিহ্নিত করি। মাঠ ঠিক করা হয়। মাঠের ২ সাইটে বাঁশ দিয়ে গোলবার তৈরি করা হয়। এরপর বিবাহিত ও অবিবাহিত খেলোয়াড়দের মাঠে নামতে বলা হয়।

IMG_20230702_181141.jpg

এরপর বিবাহিত এগারো একাদশের খেলোয়াড় ও অবিবাহিত খেলোয়াড়রা মাঠে নামলো। এরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একের অপরের সাথে সালাম বিনিময় করলো। তারপর টস করা হল। টসে বিজয় হলো বিবাহিত। এরপর খেলা শুরু হয়ে গেলো। খেলাটি দেখতে বেশ ভালোই লাগছিল। মাঠটি সমান না থাকায় কেউ কাটাকাটি করে বল নিয়ে যেতে পারছিল না। খেলায় মধ্যে একটা জগাখিচুরি সৃষ্টি শুরু হয়ে গেলো। খেলা দেখে হাসতে হাসতে জীবন এক একজনের শেষ।

IMG_20230702_181148.jpg

IMG_20230702_181144.jpg

IMG_20230702_181140.jpg

এভাবে খেলা চলতে থাকে। তবে মাঝে মাঝে বিবাহিত হোক আর অবিবাহিত হোক বল তারা প্রতিপক্ষদের জালে বল জরানোর চেষ্টার কোন ঘাঠতি ছিল না। তবে অবিবাহিতদের চেয়ে বিবাহিতরা এক পর্যায়ে প্রতিপক্ষের জালে গোল দেওয়ার চেষ্টা বেশি করেছিল। এভাবে খেলতে খেলতে খেলা বিরতি সময়ে গড়ালো। বিরতি শেষ করে আবারও খেলা শুরু হয়ে গেল।

IMG_20230702_181118.jpg

IMG_20230702_181116.jpg

IMG_20230702_181109.jpg

বিরতির পর খেলা আবার আগের মতোই চলতে থাকে। কেউ কাউকে ছেড়ে খেলছিল না। মাঠ খারাপ হওয়া সত্বেও তাদের খেলার কোন কমতি ছিল না। পক্ষ ও প্রতিপক্ষ সবাই সবার ভালো খেলাটা দেওয়ার চেষ্টা করছিল। এভাবে খেলতে খেলতে এক পর্যায়ে বিবাহিতরা একটি গোল দিয়ে দিলো। মাঠের চারপাশে অনেক দর্শক ছিল। তারা সকলে খেলা উপভোপ করছিল। গোল করার কয়েক মিনিট পর খেলা শেষ হয়ে গেল। বিবাহিতরা এক গোল করে জয়ী ঘোষিত হলো।

IMG_20230702_181108.jpg

IMG_20230702_181106.jpg

IMG_20230702_181102.jpg

IMG_20230702_181037.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণজনপ্রিয় ফুটবল খেলা
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

ফুটবল আমার পছন্দের একটি খেলা।ঈদ উপলক্ষে আমাদের গ্রামে ও এই রকম ফুটবল খেলার আয়োজন করা হয়।অনেক মজা করে আমরা এইসব খেলা উপভোগ করি।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাই এটা কিন্তু গ্রামীণ ঐতিহ্যের ভেতর পড়ে। যুগ যুগ ধরে এরকম ফুটবল খেলার আয়োজন করে আসতেছে গ্রামের মানুষেরা।বিবাহিতরা জিতেছে মনটা খুব খারাপ হয়ে গেল।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

বিবাহিতরা জিতবে এটাই স্বাভাবিক। 🙂

 last year 

এই খেলা প্রতি বছর আমাদের এলাকায় হয় বিবাহিত বনাম অবিবাহিত। বিশেষ করে কুরবানী ঈদে বেশি হয়। কুরবানী ঈদে বাড়িতে সবাই আসে সেই জন্য আরো জমকালো আয়োজন থাকে। এবারো আমাদের এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত খেলা হয়েছে। বিবাহিত ৬ অবিবাহিত ২
বিবাহিত ৪ গোলে বিজয়ী হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য। বিবাহিতরা সব সময় এগিয়ে থাকবে। 🙂

 last year 

খেলায় তো অনেক চিটিং করেছেন ঐ জন্য তো বিজয়ী হয়েছেন। তবে ফুটবল খেলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সুন্দর লিখেছেন বাহে। ধন্যবাদ

 last year 

বিবাহিতরা কখনো চিটিং করে না বুঝছেন মিয়া।😁

 last year 

ঈদের সময় প্রায় প্রতিটা গ্রামেই বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা হয়ে থাকে। এটি একটি পরম্পরায় পরিনত হয়ে গেছে। তবে এই বছর আমাদের গ্রামে এই খেলাটি হয় নি। তবে আপনাদের খেলার বিবাহিতরা জিতেছে দেখে অনেকটা অবাক হলাম। আমাদের গ্রামের বিবাহিতরা ভয়ে আমাদের সাথে খেলে না।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

এরকম ফুটবল ম্যাচের কথা আগেও শুনেছি। গ্রামে প্রায় এরকম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে অবিবাহিতরা হেরে গেছে এটা একটু অবাক করা বিষয়। কারণ বিবাহিতরা মাঠে বেশি খেলাধূলা করেনা অন্যদিকে অবিবাহিতরা মাঠে প্রায় এক্টিভ থাকে। তাই তাদের বিজয়ী হওয়ায় কথা ছিল।

 last year 

কথায় আছে না ভাই পূরানা চাল ভাতে বাড়ে। ঠিক তেমনি ভাবে বিবাহিতরা একবারে দিছে ভরে।😁😁 সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

আমাদের গ্রামে ঈদ উপলক্ষে বিবাহিত এবং অবিবাহিত ফুটবল খেলা প্রতি বছরই হয়। এই ফুটবল খেলা দেখতে বেশ ভালই লাগে। ফুটবল খেলাটি জনপ্রিয় একটি খেলা। এই খেলা সকলের কাছে বেশ জনপ্রিয়।

 last year 

ধন্যবাদ।

 last year 

প্রত্যেক এলাকায় ঈদের পর এমন খেলা দেখা যায়। আমাদের এলাকায়ও এমন ক্রিকেট ও ফুটবল খেলা হয়। যেগুলো দেখতে অনেক দর্শক আসেন। অনেকেই আবার অনেক আগ্রহ সহকারে এই খেলা গুলো দেখেন। ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44