দর্শনীয় স্থান- ক্যানেল যার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সবাইকে বিমোহিত করে।

in Steem For Traditionlast year

শনিবার,
তারিখঃ ১৯ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি পার্বতীপুর শহরের একটি দর্শনীয় স্থান ক্যানেলের পাড় নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

GridArt_20230819_063022010.jpg
দর্শনীয় স্থান ক্যানেলের কিছু চিত্র ধারণ।
mine.PNGআমাদের বাসা থেকে দর্শনীয় স্থানের দূরত্বঃmine.PNG

আমাদের উপজেলা পার্বতীপুর শহরের একটি সুন্দর দর্শনীয় স্থান অবস্থিত। যা গ্রাম অঞ্চল ও শহরের ছোট-বড় সকল মানুষের কাছে অতিপরিচিত একটি দর্শনীয় স্থানটি অবস্থিত। যা আমাদের বাসা থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার দুরে অবস্থিত। এই দর্শনীয় স্থানে যেতে হলে অনেক যানবাহনের মাধ্যমে যাওয়া সম্ভব। আমরা মোটরসাইকেলে করে এই দর্শনীয় স্থানে গিয়েছিলাম। এই স্থানটি খোলাহাটি রোডে অবস্থিত।

IMG_20230818_164130.jpg

mine.PNGদর্শনীয় স্থান ক্যানেলঃmine.PNG

এই দর্শনীয় স্থান টি আমাদের পার্বতীপুর শহরের পূর্ব পার্শ্বে খোলাহাটি রোডে। এটি মুলত একটি ক্যানেল। এই ক্যানেলটি আমার দেখা মতে, সৈয়দপুর শহর থেকে খনন কাজ শুরু করে পার্বতীপুর শহর পর্যন্ত এসে খনন কাজ শেষ করেন। এই ক্যানেলটি করা হয়েছে বর্ষার নিষ্কাশনের জন্য। বর্ষায় যেন বৃষ্টি হয়ে জমি তলিয়ে না যায়। এই ক্যানেলের দুই পাশের পাহাড়গুলোতে সারিবদ্ধ ভাবে গাছ লাগানো হয়েছে। গাছগুলো দুই পাশের পাহাড়গুলোকে শক্ত করে ধরে রেখেছে। তবে গাছগুলো লাগানোর ফলে ক্যানেলের ২ পাশে সব সময় ছায়া থাকে। আমরা গত কাল পার্বতীপুর শহরের ক্যানেলে কমিউনিটির পক্ষ থেকে মিট-আপ করতে গিয়েছিলাম। সকল মডারেটর ও কিছু মেম্বার সেখানে উপস্থিত হোন। এই দর্শনীয় স্থানটি পার্বতীপুর শহরের মানুষের পরিচিত একটি জায়গা। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেকে দেখার জন্য আসে। মুলত এটি মেইন রোড সংলগ্ন হওয়ায় ও ব্রীজের সাথে সম্পৃক্ত হওয়ায় ছেলে,মেয়ে,পুরুষ ও মহিলা সহ সকল প্রজাতির মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

IMG_20230818_164946.jpg

IMG_20230818_164916.jpg

IMG_20230818_164337.jpg

mine.PNGশহরের মানুষদের কাছে ক্যানেল দর্শনীয় স্থান হিসেবে কেমনঃmine.PNG

ক্যানেলের স্থানটি মুলত ছায়া-নিবিড় পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের সাথে জড়িত আছে। মানুষ জন এখানে প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব,পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে। এই দর্শনীয় স্থানে অনেকেই আসে ফটোগ্রাফি তুলতে। আবার অনেকে আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে। এই স্থানটি জন সাধারণের জন্য উন্মুক্ত। এখানে প্রতিদিন বিকালবেলা করে অনেক লোকজন ঘুরতে আসে। বিশেষ করে সরকারি ছুটির দিন ও ২ ঈদের দিনে অনেক লোকের সমাগম ঘঠে থাকে। আমার কাছে স্থানটি অনেক সুন্দর ও চমৎকার লেগেছে।

IMG_20230818_175605.jpg

IMG_20230818_175525.jpg

IMG_20230818_175434.jpg

IMG_20230818_170352.jpg

IMG_20230818_185145.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণদর্শনীয় স্থান ক্যানেল।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

অসাধারণ একটি জায়গা। মনোরম পরিবেশ যে কাউকে আকৃষ্ট করবে। কালকে আমরা এই ক্যানেল এর পাড়ে গিয়েছিলাম ভাই। আমাদের কমিউনিটির মিডআপ ছিলো। সুন্দর সময় কাটিয়েছি। মাঝে মাঝে এরকম নিরিবিলি স্থানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ ভাই কালকে সুন্দর সময় আমাদের সাথে কাটানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই এতোো। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

জ্বি ভাইয়া ঠিক বলেছেন এই ক্যানেলের পরিবেশটি অনেক সুন্দর এবং জায়গাটি অনেক নিরিবিলি। এবং কালকে আমাদের কমিউনিটি থেকে ওই জায়গায় মিডআপ এর আয়োজন করা হয়েছিল অনেক সুন্দর কিছু সময় কেটেছে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

পার্বতীপুরের ক্যানেল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনারা কাল মিট আপ এ সেখানে অনেক আনন্দ করেছেন শুনলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই মনে হচ্ছে জায়গাটি আসলেই অনেক সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 

পার্বাতীপুরের দর্শনীয় স্থান ক্যানেল আমার অনেক ভালো লেগেছে। সেখানে একটি নিরিবিলি পরিবেশ থাকে তাই অনেকেই পরিবারের সাথে ঘুরতে যায়। আবার অনেকেই সেই জায়গাতে ছবি তুলতে যায়। অবশ্য এই স্থানে শুক্রবারের দিন গেলে সবথেকে বেশি মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। ছবি গুলো অনেক সুন্দর তুলেছেন আপনি।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

আপনি অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। দর্ষনীয় স্থান ক্যানেল কম বেশি সবার কাছে পরিচিত।আমি কিছু দিন আগে রংপুরে গেছিলাম।যাওয়ার পথে এই সুন্দর পরিবেশটি দেখতে পাই। তবে সব থেকে আমার কাছে ভালো লাগছে।চারদিকে গাছ পালা।গাছ গুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। প্রতি শুক্রবার করে এখানে বিভিন্ন ধরনের মানুষ ঘুরতে আসে। আপনি ক্যানেল নিয়ে সুন্দর আলোচনা করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65718.58
ETH 2677.48
USDT 1.00
SBD 2.91