চায়না দুয়ারী জাল বা রিং-জাল দিয়ে মাছ শিকার করার দৃশ্য।

in Steem For Traditionlast year

সোমবার,
তারিখঃ ২১ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি চায়না দূয়ারী জাল বা রিং-জাল দিয়ে মাছ ধরার দৃশ্য নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230812_091846.jpg
চায়না দুয়ারী জাল বা রিং-জালের কিছু চিত্র ধারণ।
mine.PNGচায়না দুয়ারী-জাল বা রিং-জালের উৎপত্তিঃmine.PNG

চায়না দুয়ারী জাল বা রিং জাল মুলত এটি চীনে সর্বপ্রথম তৈরি করা হয়। চীনেরা এটির অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনের মাধ্যমে তৈরি করেছেন। চীনেরা কীটপতঙ্গ ও ব্যাঙ্গ ধরার জন্য এই জাল ব্যবহার করেন। কিন্তু পরবর্তীতে তারা এটি মাছ ধরার কাছে ব্যাপক হারে ব্যবহার করেন। বর্তমানে আমাদের দেশের কিছু জেলায় যেমনঃ পাবনা,মাগুরা, রাজশাহী, নাটোর ও ফরিদপুরে তৈরি করা হচ্ছে।

IMG_20230812_092026.jpgIMG_20230812_092006.jpg
mine.PNGচায়না দুয়ারী বা রিং জালের আকৃতি ও দামঃmine.PNG

চায়না দুয়ারী বা রিং-জালের আকার নির্ধারণ হয় এর মান ও দৈর্ঘ্য উপর। এই জাল সাধারণত ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। এই জাল লোহার চারকোনা বিশিষ্ট রড দিয়ে ফ্রেম তৈরি করা হয় জালে দেওয়ার জন্য। আবার রডের ফ্রেমের সংখ্যা নির্ধারিত হয় জালের দৈর্ঘ্য অনুযায়ী। এই জাল ৩০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত কিনতে পাওয়া যায়।

IMG_20230812_091940.jpgIMG_20230812_091822.jpg
mine.PNGচায়না দুয়ারী বা রিং-জালের ব্যবহারঃmine.PNG

চায়না দুয়ারী বা রিং-জাল এখন জেলেদের জনপ্রিয় উঠেছে। এই জালে সকল ধরনের মাছ ধরা পড়ে। এই রিং জাল নদীতে ফেলে মাছ শিকার করতে। চায়না দুয়ারী জাল নদী ছাড়াও আমাদের গ্রাম অঞ্চলের ফসল ক্ষেতে দেখলাম একজন জেলে এই জাল বসিয়েছেন। চায়নী দুয়ারী জালে মাছ ধরা সহজ। তেমন পরিশ্রম করতে হয় না জেলেদের। এই জালে চিংড়ি, পুঁটিমাছ, শোল মাছ,টাকি মাছ,বোয়াল মাছ,টেংরা মাছ,মাগুর, শিং প্রভূতি দেশি সকল প্রকার মাছ ধরা পড়ে। বর্তমানে এই রিং জালের ব্যবহার ব্যাপক হারে সারা দেশে সারা ফেলেছে। বর্তমানে জেলেরা প্রচুর পরিমানে মাছ ধরে তা বাজারজাত করেছে। এ থেকে তারা যে লভ্যাংশ পায় তা দিয়ে তাদের সংসার চলে। আমাদের দেশে কারেন্ট জাতীয় জাল দিয়ে মাছ ধরা নিষেধ। তবে এই জাল দিয়ে মাছ না ধরার কোন নিষেধাজ্ঞা নেই আইনে।

IMG_20230812_091910.jpg

আমি প্রায় ৩-৪ সপ্তাহ আগে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া রেলব্রীজে সন্ধ্যা নামার একটু আগে সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি নদীর পানি বেড়ে যাওয়ায় নদী এলাকার কিছু জেলে তারা নৌকায় করে এই চায়না দুয়ারী ব রিংজাল বসিয়ে বেড়াচ্ছে। আমি প্রথমে এই জাল দেখে অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এটা আবার কি জাল। পরে আমার ফুফাতো ভাইকে বললাম এটা কি জাল রে?? এই জালের আবার নাম কি?? উত্তরে সে বললো এটা রিং জাল। আমি সেদিন আলোর জন্য ফটোগ্রাফি করতে পারিনি।

IMG_20230812_091801__01.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণচায়না দুয়ারী বা রিং-জাল।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

এই চায়না দুয়ারী বার রিং জাল এর আগে কখনো দেখিনি ভাইয়া। এসব জাল আমাদের এদিকে ব্যবহার করা হয় না তাই কখনো চোখে পড়েনি। তবে আপনার পোস্টটি পরে বুঝতে পারলাম এই জাল দিয়ে মাছ ধরা খুবই সহজ বেশি পরিশ্রম করতে হয় না। চায়না দুয়ারী বা রিং জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

ধন্যবাদ।

 last year 

চায়না বা রিং- জাল নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। এ জালে অনেক মাছ আটকা পরে, এবং কাঁকড়া পযন্ত বাদ যায় না এই ফাঁদ থেকে। জেলেরা এ জাল থেকে অনেক মাছ পেলেও এই জালের কারণে মা মাছ আজ ধ্বংসের পথে। সাম্প্রতিক সময়ে সরকার এই জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জালের বিরুদ্ধে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চলছে। আপনি এ জাল নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাই। সত্যিই এ জাল জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ জালে সব ধরনের মাছ ধরা পরে সেই জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

এই চায়না দুয়ারী বার রিং জাল আমাদের এইদিক কখনো আমি দেখিনি। কারন আমাদের এদিক এরকম জাল কেউ ব্যবহার করে না সবাই অন্যান্য জালগুলো ব্যবহার করে তাবে আজকে প্রথম দেখলাম আপনার পোস্টে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য

 last year 

ধন্যবাদ।

 last year 

রিং জাল দিয়ে মাছ শিকার করা আজকে আমি প্রথম দেখলাম। আপনার পোস্টে জাল গুলো বেশ ভালোভাবেই সাজিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এটি দিয়ে হয়তো অনেক মাছ পাওয়া যায় আপনার পোষ্টের কথাগুলো পড়ে বোঝা যাচ্ছে। জালটি সম্পর্কে বেশ ভাল তথ্য দিয়েছেন আমাদের মাঝে।দারুন লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ।

 last year 

চায়না রিং জাল নিয়ে সুন্দর লেখছেন ভাই। আমাদের এইদিকে এখনো রিং জাল আসে নাই। আমাদের এইদিকে অন্য ধরনের জাল ব্যবহার করে।আধুনিক প্রযুক্তি আরো কত যে কি বের হবে।আসলে এগুলো জাল দিয়ে মাছ ধরলে তেমন একটা জেলেদের কষ্ট হবে না। আপনি রিং জাল নিয়ে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

রিং জাল এর আগে আমি কখনো দেখিনি ভাই। এর মাছ ধরার প্রক্রিয়াটা আমার একদিন দেখা লাগবে। ৫০-১০০ ফুট লম্বা জাল হলে এর ভিতরে মাছ প্রবেশ করে কিভাবে? এই জাল কি নদীর গভীরতা অনুযায়ী তৈরি হয়? শুনে ভালো লাগল এই জাল দিয়ে তিনি যে মাছ ধরে তা বিক্রি করে সংসার চলে। অসংখ্য ধন্যবাদ মাছ ধরার একটি নতুন প্রযুক্তি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমাদের এদিকে রিং জাল দিয়ে নদীতে মাছ ধরা হয়। অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। রিং জল দিয়ে মাছ ধরার পদ্ধতিটা আপনি আমাদের সাথে অনেক সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70