গ্রাম- অঞ্চলের কৃষিজাত পণ্য ও দ্রব্যাদি পরিষ্কার করার কাজে ব্যবহার করা হতো - ঐতিহ্যবাহী কুলা।

in Steem For Traditionlast year

বুধবার,
তারিখঃ ১০ ই মে ২০২৩ ইং

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটি কমিউনিটিতে ঐতিহ্যবাহী কুলা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230323_093311.jpg
কুলার মাধ্যমে ধান পরিষ্কার করার চিত্র ধারণ।
mine.PNGকুলাঃmine.PNG

কুলা বা কুলো হলো বড় সমতল তলা বিশিষ্ট চ্যাপ্টা আকৃতির পাত্র যার একদিকে কানা খোলা। কুলার আকৃতিটা দেখতে ইংরেজি অক্ষর D এর মতো দেখতে। কুলা হলো আমাদের দেশের গ্রাম-বাংলার একটি ঐতিহ্য। কুলার উপরে ধান মিশ্রিত চাল পাছড়ানো হয় আমাদের গ্রামের অঞ্চল গুলোতে। এছাড়াও কুলা আমাদের আরো অনেক ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ময়লা আর্বজনা মাটি থেকে সংগ্রহ করে তা ফেলার কাজে লাগে। বাঁশ দিয়ে হস্তশিল্পরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন তারা তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মনের মাধুরি দিয়ে সুন্দর করে এই কুলা তৈরি করে থাকেন। তাছাড়া আমাদের গ্রামের হাট-বাজারে হস্তশিল্পরা তারা বাঁশের তৈরি কুলা বিক্রি করে বানিজ্যিক ভাবে লাভবান করতেছে।

IMG_20230323_093521.jpg

mine.PNGকুলার ব্যবহারবিধিঃmine.PNG

কুলা আমাদের দেশের গ্রাম পর্যায়ে এর ব্যবহার ব্যাপক রয়েছে। কুলা আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমনঃ গ্রাম অঞ্চলে যখন ধান মাড়াইকরন করা হয় তখন ধূলাযুক্ত ধান গুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। ধান মিশ্রিত চাল বাছাইকরণের কাজেও কুলার গুরুত্ব অপরিসীম। এছাড়াও ভাঙ্গা কুলায় করে ময়লা আর্বজনা মাটি তুলে তা ফেলানোর কাজে কুলার ব্যবহার লক্ষ্য করা যায়। তাছাড়া বিয়ে অনুষ্ঠানের সময় বাঙ্গালী রীতি অনুসারে বর ও কণের বাড়ীতে গায়ে হলুদে এই কুলা দেখা পাওয়া যায়।

IMG_20230323_093631.jpgIMG_20230323_093454.jpg
mine.PNGবিলুপ্তর পথে কুলাঃmine.PNG

আগেরকার যুগে গ্রামে বাড়ীতে বাড়ীতে ঐতিহ্যবাহী কুলার ব্যবহার দেখা মিলতো। এর ব্যবহার ছিল তখনকার যুগে ব্যাপক। এখন ঐতিহ্যবাহী কুলার দেখা পাওয়া যায় কিন্তু খুবই কম। সময় ও কালের বিবর্তনে আধুনিক যুগ হিসেবে বর্তমানে বিজ্ঞানীরা নানান যন্ত্রপাতি আবিষ্কার করার ফলে কুলার ব্যবহার অনেক হারে কমে গেছে। এখন আর ধান ও চাল ঝাড়ার কাজে কুলার প্রয়োজন হয় না। আধুনিক মেশিনের মাধ্যমে এখন কুলার কাজ মেশিনে করে দিচ্ছে।

IMG_20230323_093314.jpg

কুলা একসময়ে গ্রাম অঞ্চলের মানুষের অনেক উপকার করেছে। এই কুলা এখন আমাদের বাসায় রয়েছে। এই কুলা দিয়ে আমাদের বাসায় আমার মা ও কাজের লোক এখনও ময়লা ধান পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকেন। এছাড়াও এই কুলা দিয়ে আমাদের চাল পরিষ্কার করার কাজেও মাঝে মাঝে ব্যবহার করা হয়।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
ধরণঐতিহ্যবাহী কুলা
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

বাঁশের তৈরি কুলা একটি নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম। ধান,চাল,গম,সরিষা ইত্যাদি পরিষ্কার করার জন্য কুলা ব্যবহার করা হয়। তবে শহরাঞ্চলের থেকে গ্রামে কুলা বেশি ব্যবহৃত হয়।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ঐতিহ্যবাহী বাঁশের তৈরি কুলা। কুলা দিয়ে অনেক কিছু পরিষ্কার করা হয়।যেমন,গম,ধান,শরিষা ইত্যাদি। তবে ধান পরিষ্কার করার কাজে বেশি ব্যবহার হয়।আপনি ঐতিহ্যবাহী কুলা নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। ধন্যবাদ

Loading...
 last year 

কুলা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই কুলা আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য। কুলা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

কুলা দিয়ে গৃহস্থলীর বিভিন্ন কাজ করা হয়। কুলার ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসতেছে। বর্তমানে বাঁশের তৈরি কুলার পাশাপাশি প্লাস্টিকের তৈরি কুলাও পাওয়া যায়।

বিয়ে অনুষ্ঠানের সময় বাঙ্গালী রীতি অনুসারে বর ও কণের বাড়ীতে গায়ে হলুদে এই কুলা দেখা পাওয়া যায়।

ঠিক বলেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

বাঁশের তৈরি ঐতিহ্যবাহী কুলা নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। কুল নিত্যপ্রয়োজনী একটি আসবাবপত্র, ধান গম চাল সরিষা পরিষ্কার করার জন্য কুলা ব্যবহার করা হয়। সুন্দর লিখছেন অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঐতিহ্যবাহী কুলা নিয়ে দারুণ লেখছেন ভাই, এখন আমাদের গ্রাম অঞ্চলে এই কুলার বেশি ব্যবহার হয়তেছে,এটা হলো বাঁশের তৈরি কুলা,এই কুলার মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস ঝারাঝাড়ি করি,আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাঁশের তৈরি কুলা ঐতিহ্য বহন করে।কুলা সাধারণত ধান,গম, চাল,ইত্যাদি দ্রব্যদী ঝাড়া হয়।কুলা প্রাচীন কাল থেকেই এখন পর্যন্ত প্রচলিত আছে। কুলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

কুলা আমাদের দেশের ঐতিহ্যবাহী। বহুকাল ধরেই কুলা দিয়ে ধান, চাল ঝাড়াই করা হয়।কুলা বাঁশের তৈরি একটি পন্য বটে।

 last year 

কুলা আমাদের দেশে একটি ঐতিহ্য এবং হস্তশিল্পের অন্তর্ভুক্ত। আর এই কুলা দিয়ে বিভিন্ন ধরনের অপরিষ্কার জিনিস পরিষ্কার করতে সাহায্য করে। দারুণ ফটোগ্রাফি করেছেন মিয়া ভাও। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাও।😁

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62