বাঁশের তৈরি ঐতিহ্যবাহী মাছ ধরার পলাই।

in Steem For Traditionlast year

শনিবার,
তারিখঃ ০৫ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি বাঁশের তৈরি ঐতিহ্যবাহী মাছ ধরার পলাইনিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230704_114038.jpg
ঐতিহ্যবাহী মাছ ধরার পলাইয়ের চিত্র ধারণ।
mine.PNGঐতিহ্যবাহী মাছ ধরার পলাইঃmine.PNG

আমাদের এই দেশ নদী মাতৃক দেশ। আমাদের দেশে নদ-নদী ছাড়াও অসংখ্য খাল-বিল, পুকুর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দেশের জেলেরা বিভিন্ন পদ্ধতিতে তারা মাছ ধরে থাকে। নদ-নদী, খাল-বিল, পুকুর ছাড়াও গ্রামের লোকেরা জমি ক্ষেতে জাল ও পলাই দিয়ে মাছ ধরে থাকে। তেমনি আজ আমি পলাই দিয়ে মাছ ধরার পদ্ধতি সবার সাথে শেয়ার করব।

IMG_20230704_113907.jpg

IMG_20230704_113739.jpg

আদিমকাল থেকে এখন পর্যন্ত বর্ষার সময় পলাই ব্যবহার করে মাছ ধরা হয়। পলাই বা পলো সবার কাছে পরিচিত যারা গ্রামে বসবাস করেন। এই পলাই আমাদের হস্তশিল্পরা তারা নিখুঁতভাবে বাঁশ ও সুতা দিয়ে তৈরি করে থাকে। এই হস্তশিল্পরা তারা বর্ষার আগে হাটে বা বাজার বিক্রি করে থাকে। তারা এক একটি পলাই ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে।

IMG_20230704_113708.jpg

IMG_20230704_113644.jpg

IMG_20230704_113545.jpg

এই পলাই গ্রামের লোকেরা সাধারণত রাতের বেলা মাছ ধরার কাজে ব্যবহার করে থাকে। আবার কেউ দিনের বেলায় গ্রামের পুকুরে পলাই দিয়ে মাছ শিকার করে থাকে। আমি অনেক কয়েকবার পলাই দিয়ে জমি ক্ষেতে রাতের বেলায় মাছ ধরেছি। পলাই দিয়ে মাছ ধরার নিয়ম হলো রাতে জমি ক্ষেতে নেমে পানিতে লাইট মারতে হয়। লাইট পানিতে মারার ফলে কোথাও কোন মাছ দেখলে সেই মাছের গা বরাবর পলাই বসিয়ে দিতে হয়। এরপর সেই পলাইয়ের ভিতরে হাত ঢুকিয়ে মাছ ধরতে হয়। তবে রাতের বেলায় পলাই দিয়ে মাছ ধরার মজাই আলাদা রকম। পলাই দিয়ে মাছ ধরার ফলে কোন মাছের ক্ষতি হয় না ফলে সেই ধরার পর বাসায় এনে পানি দিয়ে জীবিত রাখা যায়। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতে পলাই আছে।

IMG_20230704_113530.jpg

IMG_20230704_113504.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণঐতিহ্যবাহী মাছ ধরার পলাই।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

বাঁশের তৈরি মাছ ধরার পলাই ঐতিহ্য বহন করে। পলাই দিয়ে সাধারণত মাছ ধরা হয়। এই পলাই দিয়ে মাছ ধরা হয় রাতের বেলা লাইট জ্বালিয়ে মাছ ধরা হয়। পলাই নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

মাছ ধরার পলাই নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পলো বলা হয়। রাতের বেলায় টস লাইট এর সাহায্যে পলো দ্বারা মাছ মারা হয়। আমি অনেক মাছ ধরেছি পলোর সাহায্যে। আপনার পোস্ট এর মাধ্যমে সেই স্মৃতি মনে পরে গেলো। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

পলাই দিয়ে শখের বসে একদিন মাছ ধরতে গিয়েছিলাম, একটা সাপ দেখে পালিয়ে আচ্ছি অনেক বিষাক্ত সাপ দেখছিলাম, পলাই দিয়ে মাছ ধরার কিন্তু মজাই আলাদা, পলাই দিয়ে মাছ ধরার পদ্ধতি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই বলে দিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাঁশের তৈরি পলাই দিয়ে মাছ ধরার মজাই আলাদা, আমি অনেক দিন রাতে পলাই দিয়ে মাছ ধরেছি, অনেক গুলো করে মাছ পেয়েছিলাম, পলাই দিয়ে মাছ ধরার ফুল প্রসেসটা আপনি বলে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বিশেষ করে বর্ষাকাল আসলে এই জিনিসটি চাহিদা অনেক বেড়ে যায়।পুকুরে খালে বিলে মাছ ধরার জন্য এই পলাই ব্যবহার করা হয়।মাছধরা অনেক সহজ এটি দিয়ে দারুন লিখেছেন আপনি ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাংলাদেশকে বলা হয় মাছে ভাতে বাঙালি। মাছ ধরার অনেক কৌশলের মধ্যে পলাই একটি গুরুত্বপূর্ণ উপদান। আমি এই পলাই দিয়ে অনেক মাছ ধরেছি।কিন্তু বেশির ভাগ দিনেই সাপের হাতে পড়েছি মামা। মাছ তো পাই অল্প কিন্তু সাপের দৌড়ানি বেশি খেতে হয়। তাই আর কোনো দিন রাতে মাছ ধরতে যাই নাই।

 last year 

ধন্যবাদ মামু সুন্দর মন্তব্য করার জন্য। মুই অবশ্য কোন দিন সাপের দৌড়ানি খাও নাই। 😁😁

 last year 

😄😄

 last year 

বাশের তৈরি ঐতিহ্যবাহী মাছ ধরার পলাই নিচে চমৎকার একটি পোস্ট করেছেন ভাই। একটা সময় ছিলো যখন গ্রামের মানুষরা এই বাশের তৈরি পলাই দিয়ে মাছ ধরতো। কিন্তু এখন রাসায়নিক সার ও কীটনাশকের কারনে মাছের পরিমান অনেক কমে গেছে যার ফলে মানুষের মাছ ধরাও কমে গেছে।

 last year 

বাঁশের তৈরি পলাই আমাদের বাসায় একটা আছে।আমার ভাতিজা পলাই দিয়ে মাছ ধরে।কি আর বলবো আফসোসের কথা এবার খাল বিলে পানি না থাকায় মাছ ধরা হয়নি।পলাই দিয়ে বর্ষাকালে খুব মাছ ধরা দেখতে পাওয়া যায়।আপনি সুন্দর ভাবে পলাইর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

জেলেরা মাছ ধরার জন্য বিভিন্ন জালের পাশাপাশি এই পলাই ও ব্যবহার করে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এই পলাই গুলো দেখতে পাওয়া যায়। আমাদের বাড়িতেও একটি পলাই আছে। মাছ মারার এই জিনিসটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67059.35
ETH 2672.35
USDT 1.00
SBD 2.72