আমাদের রংপুর বিভাগের গ্রাম্য হাটের মধ্যে গরু ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বিখ্যাত হাট হলো-আমবাড়ী হাট।

in Steem For Traditionlast year

সোমবার,
তারিখঃ ২৯ মে ২০২৩ ইং

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ গরু ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বড় হাট নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

GridArt_20230529_220728880.jpg
আমবাড়ী হাটের গরু ক্রয়-বিক্রয়ের কিছু চিত্র ধারণ।
mine.PNGআমাদের বাসা থেকে আমবাড়ী হাটের দূরত্বঃmine.PNG

আমাদের বাসা থেকে দক্ষিণে প্রায় ৭ কিলোমিটার দুরে আমবাড়ী হাটটি অবস্থিত। এই আমবাড়ী হাটটি অনেক আগের পূরানো একটি হাট। আমবাড়ী হাটটি সপ্তাহে ২ বার অনুষ্ঠিত হয়। সোমবার ও শুক্রবার। এই হাটে যাওয়ার জন্য অটো,অটো-ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে যাওয়া যায়। আমবাড়ী হাটের জন্য অনেক ধরনের যানবাহন চলমান রয়েছে। তাছাড়া এই হাটটি ফুলবাড়ি ও দিনাজপুর হাইওয়ে রোডে অবস্থিত। এই হাইওয়ে রোডে অবস্থিত হওয়ায় বাংলাদেশের অন্য বিভাগের খামারেরা আসে গরু ক্রয় করতে।

IMG_20230529_122451.jpg

mine.PNGআমবাড়ী হাটের গরু ক্রয়-বিক্রয়ের জন্য কেন বিখ্যাতঃmine.PNG

আমবাড়ী হাটটি মুলত যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এটি বিখ্যত। এই হাটে পাইকার বা বিক্রেতারা তারা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভালো মান সম্পন্ন গরু গুলো বাজারে নিয়ে। এছাড়াও গ্রাম্য দালাল গুলো তারাও ভিন্ন ভিন্ন গ্রাম ঘুরে এই হাটে দেশি,বিদেশী সকল প্রজাতির গরু বাজারে বিক্রি করতে আসে। আর এই সব ভালো মানের গরু গুলো ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ আরো অনেক বিভাগ ও জেলার খামারেরা আসে ক্রয় করতে। তারা এই আমবাড়ী হাট থেকে গরু ক্রয় করে খামারে নিয়ে যায়।

IMG_20230529_122449.jpg

IMG_20230529_114833.jpg

তাছাড়াও বিভিন্ন গ্রাম এবং এলাকার লোকজন এই আমবাড়ী হাটে গরু ক্রয়- বিক্রয় করে নিয়ে যায়। আমাদের এই হাটে হাজার হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমবাড়ী হাটটি মূলত গরু ক্রয়- বিক্রয়ের দিক থেকে বিখ্যাত।

mine.PNGগরুর ধরন বা প্রকারভেদঃmine.PNG

গরুর ধরণ ও প্রকারভেদে এই আমবাড়ী হাট অনেক জনপ্রিয়। এই হাটে বিশেষ করে দেশি ও বিদেশি গরুর মধ্যে শাহিওয়াল,গিরি,ফ্রিজিয়ান,ক্রজ প্রভূতি আরো অনেক ধরনের জাতে গরু পাওয়া যায়। এছাড়াও গাভ ধরা গরু,বাচ্চা হওয়া গরু, বড় ষাড়সহ অনেক জাতের গরু ক্রয় -বিক্রয় করা হয়ে থাকে। কুরবানির করার গরু গুলো এখান থেকে ক্রয় করে খামারেরা তারা খামারে নিয়ে গিয়ে তা মোটাতাজা করে পরবর্তীতে বিভিন্ন হাটে বিক্রি করে থাকে।

IMG_20230529_122409.jpg

IMG_20230529_114138.jpg

IMG_20230529_114035.jpg

IMG_20230529_122446.jpg

IMG_20230529_114018.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণআমবাড়ী হাটের চিত্রসমুহ।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

আমবাড়ি গরুর হাট নিয়ে সুন্দর আলোচনা করছেন ভাই। আমার বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার হতে পারে।এই হাটে বিভিন্ন ধরনের গরু মানুষ নিয়ে আসে,হাট টি অনেক জমজমাট লাগে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

 last year 

আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ীতে বড় ধরনের গরুর হাট লাগে। বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে আমবাড়ী হাট এসে গরু কিনে নিয়ে যায়।আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

 last year 

ঈদের গরু কি আগোতে কিনি ফেললেন নাকি৷ আমি শুনছি আমবাড়ি গরুর হাটের কথা৷ তবে কখনও যাওয়া হয়ে উঠে নাই৷ ইনশাআল্লাহ একবার আমবাড়ি গরুর হাটে যাবো।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আসো একদিন সময়,করে।😁 শামীম ভাইকে আনি ও কায়ুমের কাছে নিয়ে যাওয়া যাবে।

 last year 

আমবাড়ির গরুর হাট। এই গরুর হাটটি জনপ্রিয় একটি হাট। অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে বিক্রি করবার জন্য। দেশি বিদেশি সব ধরনের গরু পাওয়া যায় এই আমবাড়ি হাটে। আপনি আমবাড়ি হাট নিয়ে দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ।

 last year 

আমবাড়ি হাট অনেক বড় একটি হাট।প্রতিবছর কুরবানীর সময় এ হাট থেকে আমরা গরু কিনি।আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন। আমবাড়ি হাট আমাদের বাসা থেকে অনেক দূরে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

গরুর হাট এখনও তেমন একটা জমজমাট হয়ে উঠে নি৷ ঈদের আগে হয়তো জমজমাট হয়ে উঠবে৷

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
Feedback / Observation

আমবাড়ির হাট সম্পর্কে অনেক শুনেছি। এই হাটে অনেক গবাদিপশু পাওয়া যায়। এই হাট থেকে কোরবানির জন্য গরু, ছাগল ক্রয় করা হয়ে থাকে। সুন্দর ফটোগ্রাফি করেছেন।

কোন দিন বা আপনাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেও 😆😆😆

IMG-20230413-WA0003.jpg
 last year 

আমবাড়ী হাট নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। আমাদের রংপুর বিভাগের গ্রাম্য হাটের মধ্যে গরু ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বিখ্যাত হাট হলো-আমবাড়ী হাট।এখানে বিভিন্ন জায়গার মানুষ এসে গরু ক্রয় - বিক্রয় করে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68952.44
ETH 2439.38
USDT 1.00
SBD 2.33