গ্রাম-বাংলার সুপরিচিত ও জনপ্রিয় খাবার হলো সিঙ্গারা।

in Steem For Traditionlast year

রবিবার,
তারিখঃ ১৬ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি জনপ্রিয় খাবার সিঙ্গারা নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG_20230527_143355__01.jpg
জনপ্রিয় খাবার সিঙ্গারার চিত্র ধারণ।
mine.PNGজনপ্রিয় খাবার সিঙ্গারাঃmine.PNG

দক্ষিণ এশিয়া মহাদেশের জনপ্রিয় খাবার হলো সিঙ্গারা। ত্রিকোণ বিশিষ্ট খাবার সিঙ্গারা যা আমরা বিকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি। সিঙ্গারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশে পাওয়া যায়। সিঙ্গারা খেতে অনেক সুস্বাদু ও মজাদার। এই সিঙ্গারা আমাদের গ্রামে ও শহরে প্রচুর পরিমানে পাওয়া যায়। এই সিঙ্গারা খাবারের প্রতি মানুষের চাহিদ অনেক। তবে গ্রামের হাটে কিংবা বাজারে যে সিঙ্গারা বিক্রি করেন তা বাজার মুল্য ৫ টাকা করে। আবার একই সিঙ্গারা শহরের দোকানগুলোতে ১০টাকা করে বিক্রি করে থাকেন।

IMG_20230527_143324__01.jpg

mine.PNGজনপ্রিয় খাবার সিঙ্গারা তৈরির পদ্ধতিঃmine.PNG
  • উপকরণঃ
    ১.ময়দা ১/২ কাপ
    ২. সয়াবিন তেল পরিমাণ মতো
    ৩. লবন পরিমাণ মতো
    ৪. পানি পরিমাণ মতো
    ৫.আলু কুচি
    ৬. মরিচ কুচি
    ৭. পেঁয়াজ কুচি
    ৮. জিরা
    ৯. আদা-রসুন বাঁটা

  • সর্বপ্রথম আমরা পরিমাণ মতো ময়দা নিব। এর সাথে অল্প পরিমানে তেল ও সামান্য পরিমাণ কালোজিরা দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে খামির শক্ত করে তৈরি করে তা ১-২ ঘন্টা রেখে দিব।

  • এরপর আমরা প্যান বা কড়াইয়ে তেল দিয়ে তা গরম হলে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এবং অন্যান্য উপকরনগুলো এক সাথে দিয়ে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ কুচি গুলো বাদামী বর্ণের হয়ে আসলে তারপর আলু কুঁচি গুলো দিয়ে নাড়তে থাকব। আলু কচি গুলো ভাজা ভাজা হয়ে আসলে তা নামিয়ে নিব।

  • তারপর মেখে রাখা খামিরগুলো কেটে কয়েক অংশে ভাগ করে নিব। কেটে রাখা খামিরগুলো বেলন দিয়ে ডিম্বাকৃতি বা লম্বাকৃতি গোল করে নিয়ে তা আড়াআড়িভাবে কেটে ২ টি ভাগে ভাগ করতে হবে৷ এর ১ টি ভাগ ২ হাতে ধরে কাটা অংশটি পানের খিলির মতো ভাজ করে ভিতরে আলুর পুর চেপে ঢুকিয়ে নিন। এরপর খোলামুখে পানি লাগিয়ে ২ ভাজ ভালোভাবে এটে দিতে হবে।

  • এরপর পরিমান মতো তেল দিয়ে তা গরম করে নিতে হবে। মনে রাখতে হবে তেল যেন বেশি গরম বা অল্প গরম হওয়া চলবে না। মাঝারি আকৃতিতে তেল গরম করে সিঙ্গারা গুলো ভেজে নিতে হবে। ভাজা শেষে তা সুন্দর করে পরিবেশন করতে হবে।

IMG_20230527_143028__01.jpg

IMG_20230527_143226.jpg

IMG_20230527_142944.jpg

IMG_20230527_142901.jpg

পরিবেশনঃ বাড়িতে বানানো শেষ হলে তা একটি ভালো পাত্রে নিতে হবে। এরপর পরিবার পরিজন নিয়ে মিলে মিশে একসাথে সিঙ্গারা খাবারটি নাস্তা হিসেবে অ্যাপায়ন করতে হবে। সিঙ্গারা কম বেশিবআ

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণজনপ্রিয় খাবার সিঙ্গারা
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 last year 

সিঙ্গারা খুবই জনপ্রিয় একটি মুখরোচক খাবার। সিঙ্গারা খেতে আমারো ভালো লাগে। তবে বেশী খেলে গ্যাসট্রিক এর সমস্যা হয়। খুবই সুন্দরভাবে সিঙ্গারা বানানোর রেসিপিটি শেয়ার করেছেন।

 last year (edited)

আপনি ঠিক হয়ে বলেছেন দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় খাবার হল সিংড়া। সিংরা খেতে ভালো লাগে আমাকে অনেক।বাজারে গেলে প্রাই খাওয়া হয়। সিংড়ার ভিতরে আলু আমাকে অনেক ভালো লাগে।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে

 last year 

সিঙ্গারা একটি জনপ্রিয় খাবার। তবে গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ

 last year 

সিঙ্গারা আমার সব থেকে প্রিয় একটি খাবার।সিঙ্গারা রেসিপিটি খুব সুন্দর ভাবে লিখেছেন। এর ভিতরের পুরগুলো অনেক মজা।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সিংড়াএকটা ঐতিহ্যবাহী খাবার। গ্রাম গঞ্জে এবং বাজারের সবথেকে জনপ্রিয় খাবার হলো সিংড়া। আমাদের এলাকায় সিংড়া ৫ টাকা করে নেয়। আপনার এলাকায় কত করে নেয় জানাবেন। আর মামা আপনি কি সিংড়া বানাতে পারেন?

 last year 

সিঙ্গারা আমার পছন্দের একটি খাবার।গরম গরম সিঙ্গারা খেতে আমার খুব ভালো লাগে।সিঙ্গারা রেসিপিটি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া

 last year 

সিঙ্গারা আমার খুবই পছন্দের কি খাবার। গরম গরম সিঙ্গারা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি সিঙ্গারা তৈরির প্রক্রিয়া সুন্দর ভাবে উপস্থাপন করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

গ্রাম-বাংলার সুপরিচিত ও জনপ্রিয় একটি খাবার হলো সিঙ্গরা। সিঙ্গরা আমার পছন্দের একটি খাবার। আমি বাজারে গেলে সিঙ্গরা খাবই। তবে গরম গরম সিঙ্গরা অনেক স্বাদ ও মজাদার।

 last year 

সিঙ্গারা আমার অনেক পছন্দের একটা খাবার।বাজারে কম বেশি গেলে এই সিঙ্গারা খাই।সিঙ্গারা খেতে খুব ভালো লাগে।বিশেষ করে ওর ভিতরের আলুটা ভালো লাগে আমার।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63768.98
ETH 3410.21
USDT 1.00
SBD 2.49