কিছু পুরাতন স্থান ঘুরে দেখা || ২৪ মে ২০২৩steemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

★আসসালামু আলাইকুম★


🎀 হ্যালো ব্লগার 🎀

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে কিছু ভ্রমন স্থান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।


কভার ফটো



ক্যানভা দ্বারা তৈরি


আমরা বেশ কয়েকদিন আগে তিনজন মিলে কয়েকটি পুরাতন স্থান ঘুরতে গেছিলাম যাই। যেগুলাকে মোটামুটি ভ্রমণ স্থান বলা চলে। আমরা ছিলাম @toufiq777 ভাই এবং @sohanurrahman ভাই। আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়াই যা বেশ পুরানো ও ভ্রমনের স্থান বলা চলে।প্রথমেই আমরা প্রায় ১৫০ বছরে পুরাতন মন্ডমের মেলায় ঘুরতে যাই সেখানে বেশ কিছু সময় আমরা ঘুরাঘুরি করি।মেলায় বিভিন্ন প্রকার দোকান ও পরিবেশ অনেক ভালো লাগে।



মেলায় বেশ মনোযোগ দিয়ে সোহান ভাই অনেক ছবি তোলে। দুঃখের বিষয় মেলায় সোহান ভাই আমাদের কিছু খাওয়ায় নাই। যাই হোক মেলা থেকে সেই দুঃখ নিয়ে আমি আর তৌফিক ভাই মন ভার করে চলে আসি। মেলা থেকে আসার পরে আমরা একটি বিলের ছবি তোলার জন্য যাই। বিলটির নাম সকিনার বিল। ৪০ বছর আগে এই বিলটি খনন করা হয়েছিলো।বিলে অনেক প্রকার পাখির দেখা মেলে। এই পাখির ছবি তোলার জন্যেই সোহান ভাই এই বিলে যায়। সোহান ভাইয়ের ছবি তোলার ধৈর্য আছে বটে।


সোহান ভাই অনেক কষ্টে জুম করে অনেক সময় নিয়ে পানকৌড়ির ছবি তোলে সকিনার বিলে। সাথে সোহান ভাইয়ের ফটোগ্রাফি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তৌফিক ভাই। সেখানে থেকে আমরা খাওয়ার জন্য চলে যাই। খাওয়ার সময় অবশ্য বরাবরেই তৌফিক ভাই অনেক কম খেয়ে থাকে। খাওয়ার পর্ব শেষ করে আমরা একটি জঙ্গলের ফুলের গাছ দেখত পাই সেই ফুল সোহান ভাই নিয়ে বাসায় আসবে এই নিয়ে তৌফিক ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করে। অবশেষে আমি দুইজনের ছবি তুলি সেই ফুল হাতে ধরাই দিয়ে।



শেষ পর্যন্ত সেই ফুল তৌফিক ভাই নিয়ে চলে যায়। ফুল নিয়ে অনেক কাহিনি করার পরেই সোহান ভাই সিন্ধান্ত নেয় বড়পুকুরিয়ার ডুবে যাওয়া এলাকায় নৌকায় ঘুরাঘুরি করার জন্য যাবে। আমরা সেটাই মেনে নিয়ে যাই বড়পুকুরিয়াতে।সেখানে আমরা তিনজন মিলে নৌকায় উঠে পড়ি। আমরা নৌকায় অবস্থান করলেও তৌফিক ভাইয়ের মন ছিলো পাশের নৌকার সুন্দরী মেয়েদের দিকে। সোহান ভাইকে বারবারই বলতেছিলো ভাতিস এমন বউ লাগবে। যাই হোক এইদিকে আজকে যাব না। নৌকা ভ্রমণের মজা অন্যরকম।



সবমিলিয়ে আমাদের দিনটি অনেক সুন্দর কেটেছে। সোহান ভাইয়ের অনেক দিনের ঘোরাঘুরি করার আশা পূরন হয়েছে। আমরা আশা করি তৌফিক ভাই আমাদের মাঝেমধ্যে এমন ঘোরাঘুরি করার বাজেট দিবে।


ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনGXW6+W7F. Barapukuria

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Sort:  
 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation

ফাঁকে ফাঁকে এই ছবি গুলো কেমন করে তুলছো 🤔।

Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 last year 

চুরি করি ভাই 😄 অভ্যাস হয়ে গেছে।

 last year 

ভাই এই সকিনার বিলটা আবার কোথায়? তৌফিক ভাই আপনি ও সোহানুর ভাই বেশ ভালোই ঘোরাফেরা করেছেন পোস্টটি দেখে বোঝা যাচ্ছে।আমাদেরকে মাঝে মাঝে নিয়ে যাবেন শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আবতাবগঞ্জ এর এইদিকে এই বিল ভাই। তুমিও আইসো একদিন একসাথে ঘুরতে জাবো।

 last year 

কিছু পুরাতন স্থান ঘুরে দেখা ছবি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই।আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম ভাই। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

 last year 

তিনজনে মিলে তো খুব ঘুরাঘুরি করেছেন। গুরাগুরি শেষে যখন এসে পড়েন তখন তৌফিক ভাই সেই ফুল মাথায় দিয়ে মোটরসাইকেলের মাঝখানে বসে থাকে। তৌফিক ভাই এবং সোহানুর ভাই দুইজনেরই তাড়াতাড়ি বিয়ে হোক সবার জন্য শুভকামনা রইল 😁

 last year 

দুইজনে মাইয়া দেখার জন্য গেছিলো 😁

 last year 
Feedback / Observation

বাহ সেই লেভেল এর ঘোরাঘুরি হচ্ছে। হামার ও ইনভাইট করো ঘুরে আসি। দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। ছবিগুলো সুন্দর ভাবে ক্যামেরা বন্দী করেছেন। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg
 last year 

আপনার কোট টা সুন্দর ভাই।ধন্যবাদ।

 last year 

তিনজন মিলে সেই ঘুরাঘুরি করছেন। মেলায় অনেক জায়গায় ঘুরছেন। তবে মজার বিষয় হলো ছবি তোলার দৃশ্য গুলো আসলে মজা দিয়েছে বটে। একজন সখিনা বিলে পাখির ছবি তোলার জন্য ধৈর্য সহকারে বসে ছবি তুলছে। আরেকজন পিছনে থেকে সোহানুরের ছবি তুলছে এর ফাঁকেই আপনি মজা নিচ্ছেন। যা হোক ভাল সময় পার করিয়েছেন। আপনার পোস্ট বানান ভূল আছে। ফলু দেখতে যাই হবে। সকিনা হবে না সখিনার বিল। দাঁড়ি কমা গুলো নজর রাখবেন।

IMG_20230524_191727.jpgIMG_20230524_191706.jpg
 last year 

আপনি কথা দিয়ে কথা রাখেন না। একটি ভুল করছি। ধন্যবাদ মামু অনেক কষ্ট করি বানান ভুল ধরেন।

 last year 

আপনার পোস্ট পড়ে ভাল লাগল। আপনার তিনজন মিলে অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। সখিনার বিলের পাশে বসে সোহানুর আর তৌফিক ভাইয়ের ছবি তোলার দৃশ্যটি অনেক ভাল লেগেছে।

 last year 

যা দেখে তারেই ছবি তোলে সোহানুর ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35