আদিমকালের মানুষের কিছু নমুনা এবং কাজ যা আমাদের মধ্যে নেই || ২৯ জুলাই ২০২৩

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে কিছু আদিম মানুষের নমুনা তুলে ধরব। আশা করি এই নমুনা গুলো থেকে আপনারা আগেকার দিনের মানুষ সম্পর্কে জানতে পারেন।


কভার ফটো



বাংলাদেশে বিভিন্ন সময়ে পৃথিবীর অনেক দেশ থেকে ব্যবসায়ীর আগমন ঘটেছে। তারা এদেশে প্রবেশ করেই দেখেছে আমাদের দেশের মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের উপমহাদেশের মানুষের যেমন অর্থ সম্পদের পাহাড় ছিলো তেমনি ছিলো অতুলনীয় সাহস এবং শক্তি। আমরা বয়ের মধ্যে পড়েছি আমাদের দেশের মাটিতে প্রথম এসেছিলো ভেড্ডা প্রজাতির মানুষ আর তাদের হাত ধরেই বাঙালি জাতির উদ্ভব ঘটেছিলো। আমরা আমাদের পূর্ব পুরুষের বিভিন্ন রকমের নমুনা গুলো সাধারণত জাদুঘর বা কোনো সংগ্রহ শালার মধ্যে দেখতে পাই। বেশ কিছু আগে আমি এবং শামিম ভাই স্বপ্নপুরীতে ঘুরতে যাই আর সেখানে একটি জাদু ঘরের মতো জায়গাতে ৩০ টাকা টিকেট কেটে প্রবেশ করি আদিম কালের মানুষের কিছু বৈশিষ্ট্য দেখার জন্য।



আমাদের এখনকার সময়ে একটা ট্রেন্ড উঠে এসেছে সিক্স প্যাকের কিন্তু আগেকার দিনে কমবেশি সকলের এই সিক্স প্যাক ছিলো। এই চিত্র থেকে আমরা সহজেই বুজতে পারি তারা অনেক বেশি পরিশ্রমী মানুষ ছিলো। তারা পশু শিকার করে খেতো এবং বিভিন্ন প্রকার খাবার খেতো যা অবশ্যই স্বাস্থ্যর জন্য ভালো ছিলো। তারা অনেক বেশি পরিশ্রম করত তাই দীর্ঘদিন বেচে থাকত।শামিম ভাইয়ের কাছে একটি মানুষের নমুনা দেখানো হয়েছে যেখানে একটি মানুষ পাথর মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারা এতো বেশি ওজনের জিনিস উঠানো কিছুই মনে করত না। প্রাচীনকালের মানুষ হাতে তীর ধনুক নিয়ে শিকার করতে বাহির হতো। তারা হরিণ, খরগোশ সহ অনেক প্রানী শিকার করে কাবাব বানিয়ে খেতো।



এই চিত্র দুটি থেকে আমরা বুজতে পারি আদিমকালের মানুষের মধ্যে দলবদ্ধ হয়ে কাজ করার প্রতি অনেক বেশি আগ্রহ ছিলো। তাদের মধ্যে এমন আজকের দিনের মতো ঘরওয়ালির সাথে ঝগড়া লাগতো না। ভালোবাসা ছিলো অপরিসীম কিন্তু সম্পদ এবং খাবার ছিলো কম। তারা একত্রে দলবদ্ধ হয়ে পশু শিকার করত রান্না করত এবং চাষাবাদ করত। তাদের এই চিত্র থেকে আমরা বলতে পারি এখনকার সময়ের চিত্র সম্পূর্ণ ভিন্নতা প্রকাশ পায়। এখন ছেলেদের একটু টাকা কম হলেই মেয়েদের ছেড়ে যাওয়ার প্রবনতাটাই বেশি। সংবন্ধভাবে কাজ করার শিক্ষাটা আমরা আদিমকালের মানুষের থেকে নিতে পারি।



আগেকার দিনে শিক্ষার হার ছিলো অনেক কম কিন্তু তাদের মধ্যে গবেষণা করার ক্ষমতা ছিলো অনেক বেশি। তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না কিন্তু আদের আগ্রহ অনেক বেশি ছিলো বলে জানা যায়। কারন আগেকার দিনেই বেশির ভাগ বিজ্ঞানীরা জম্ম গ্রহন করেছিলো। তবে সেই সময়ে মেয়েদের তেমন শিক্ষার হার ছিলো না।কারন মেয়েদের সেই সময়ে বাসার কাজেই বেশি ব্যস্ত থাকতে হতো এবং কৃষি কাজ করত আর ছেলেরা শিকার করত। আমাদের আসলে অনেক শিক্ষানীয় বিষয় তাদের থেকে অর্জন করা উচিত বলে আমি মনে করি।



আদিম কালের মানুষ শুধু কাজ আর শিকার করত না তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করত। কাজের সাথে আমাদের যেমন বিনোদন প্রয়োজন পড়ে তেমনি তাদের ও দরকার পড়তো বিনোদনের। তারা টোটেম নামক এক ধরনের অনুষ্ঠানের আয়োজন করত তাছাড়া দৌড় প্রতিযোগিতা এবং আরো অনেক খেলাধুলা করত। সবশেষে এটা বলতে পারি আদিমকালের মানুষের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনG348+646 Barabala

Sort:  
 last year 

আদিম যুগে মানুষেরা দলবদ্ধ হয়ে বসবাস করত। আপনি ঠিক বলেছেন তারা অনেক পরিশ্রমী ছিল এবং তাদের মধ্যে হিংসা কম ছিল। তারা বন জঙ্গলে স্বীকার করতো দলবদ্ধ হয়ে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফির ব্যাখ্যা গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

সুন্দর নমুনা চিত্র তুলে ধরেছেন ভাই, আগের দিনে মানুষ অনেক পরিশ্রমী ছিল। ভাই তাদের জিম বা ব্যায়াম করার প্রয়োজন হয়নি। প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য অনেকের আগ্রহ ছিলো, তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আদিম কালের মানুষ দলবদ্ধ হয়ে কাজ করতো। সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন ভাই অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই।

 last year 

সুন্দর একটি বিষয়ে আমাদের সামনে আলোচনা করেছেন। আদিম যুগের মানুষেরা প্রচুর পরিমাণে কষ্ট করতে তাই তাদের সিক্স প্যাক। আর এখন এই জেনারেশনের লোকজনের চেহারা মহিষের মত আর বয়লারের মত। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

আপনার পোস্টে চিত্রের সঙ্গে চিত্রের বর্ণনাগুলো খুব সুন্দর দিয়েছেন।আদিম কালের মানুষ কেমন করে জীবন যাপন করত তা আপনার পোষ্টের চিত্রে প্রতিফলিত হয়েছে।তারা বিভিন্ন খেলাধুলা করতে এটা জানে অনেক ভালো লাগলো।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

Loading...
 last year 

বাহ্ এখানে আদিম কালের অনেক কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। স্বপ্নপুরীতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তার মধ্যে এটি অন্যতম। আদিমকালে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতেন। তারা পশু শিকার করে খেতেন। আর তারা অনেক পরিশ্রমী ছিলেন। আপনি আপনার পোষ্টের সবগুলো বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আপনি আপনার পোস্টে আদিম কালের অনেক চিত্র ফুটে তুলেছেন। আদিম কালের মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতো। তারা অনেক কষ্ট করে জীবন যাপন করতো।এই চিএগুলোই আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন। আমি এই চিএগুলো স্বপ্নপুরীতে দেখেছিলাম।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। এবং আপনি চিএগুলোর খুব সুন্দর বর্ননা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু।

 last year 

আগের যুগের চিত্র নিয়ে দারুণ লেখছেন ভাই।চিত্র গুলো দেখেই বুঝা যাচ্ছে তারা অনেক সাহসী।আমি আমার চাচার কাছে শুনতাম আগের যুগের মানুষের অনেক সাহস।চিত্র গুলোর সাথে দারুণ বর্ণনা দিয়েছেন আপনি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43