কিছু ঐতিহাসিক দৃশ্য যা তুলে ধরা হয়েছে দেয়াল চিত্রে || ২৭ জুলাই ২০২৩

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে দেয়ালে সোভা পাওয়া কিছু ঐতিহাসিক চিত্র তুলে ধরব।


কভার ফটো


made by canva


আপনারা হেড লাইন দেখে অনেকেই বুজতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আমি আজকে মূলত ঐতিহাসিক চিত্র নিয়ে কথা বলব যা আমাদের ঐতিহ্যের একটি বিবরণ তুলে ধরে। এই চিত্র গুলো বিভিন্ন রঙের তুলিতে সোভা পেয়েছে দেয়ালে। আমরা দেয়ালের নকশা বলতে পারি। মূলত এটি কোনো পোড়া মাটির ফলক না কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে। চিত্র আসলে কথা বলে। এতো নিখত ভাবে তারা এই দৃশ্য গুলো তুলে ধরেছে তা আমি ছবি না তুলে পারিনাই। আপনাদেরকে আমি এখন বলে দিব তারা আসলে কোন ছবি দিয়ে কি বুজাতে চেয়েছেন।তবে শিল্পকর্ম গুলোর প্রশংসা করতে হয়।


ঘানিতে তেল ভাঙ্গার দৃশ্যঃ



বলা হয়ে থাকে আমাদের দেশে সোনার ফসল ফলে। তার ব্যতিক্রম কিছু দেখা যায়নি সরিষা চাষে। প্রাচীনকাল থেকে আমাদের দেশ কৃষির উপর নির্ভর করে আসছে। আমাদের দেশের প্রায় ৬৬% মানুষ এখন কৃষির সাথে জড়িত। আগেকার দিনে সরিষা অনেক বেশি চাষাবাদ করা হতো আর সেই সরিষা থেকে তেল পাওয়ার একমাত্র মাধ্যম ছিলো ঘানিতে ভাঙ্গা। ঘানিতে তেল ভাঙ্গার জন্য প্রয়োজন পড়ত একটি ষাড় গরু যা দিয়ে টানতে দিতো ঘানি। ঘানিতে তেল ভাঙ্গার দৃশ্য আর তেমন দেখতে পাওয়া যায় না। প্রযুক্তির উন্নতির কারনে বিলুপ্ত হয়েছে এই আদিম প্রযুক্তি। ঘানিতে তেল ভাঙ্গা আমাদের একটি প্রাচীনতম ঐতিহ্য। এই চিত্র আমাদের একটি একটি প্রাচীনতম ঐতিহ্যকে তুলে ধরে।


প্রাচীনকালের যুদ্ধের দৃশ্যঃ



প্রাচীনকালে মানুষের সাহস ছিলো অসীম। তারা কোনো রকমের মনমালিন্য হলেই হাতে বিশাল তরবারী নিয়ে লাফিয়ে পড়ত যুদ্ধের মাঠে।এই দৃশ্য মূলিত তাদের সাহসিকতার প্রকাশ ঘটিয়ে থাকে। প্রাচীনকালের যুদ্ধের মধ্যে এখনকার সময়ের মত আধুনিক বোমা ছিলোনা,তাদের ছিলো বিভিন্ন রকমের লোহার তৈরি হাতিয়ার এবং বাহন ছিলো তেজিয়ান ঘোড়া। এমন যুদ্ধ গুলো মূলত ১৭০০ সালের দিকে বেশি হয়েছে বলে উল্লেখ আছে। এই চিত্র কর্মের মাধ্যমেই মানুষ এতো প্রাচীন একটি বিষয় নিয়ে ভাবতে বাধ্য হবে।


হালচাষ এবং ঘোড়ার দৌড় প্রতিযোগিতার চিত্রঃ



  • হালচাষঃ প্রাচীনকালে জমি চাষাবাদ করার একমাত্র অবলম্বন ছিলো হালচাষ। সময়ের পরিবর্তনের ধারাবাহিকতায় কৃষিতে এসেছে আধুনিক প্রযুক্তি এবং সেইসাথে বিলুপ্ত হয়েছে হালচাষ পদ্ধতি। তবে এখনো কিছু গ্রাম অঞ্চলে এই হালচাষ পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করা হয়।

  • ঘোড়ার দৌড় প্রতিযোগিতাঃ আগেকার দিনে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হতো অনেক অঞ্চলে যা ছিলো বিনোদনের একটি বড় মাধ্যম। কিন্তু বর্তমানে মোটরসাইকেল প্রতিযোগিতা দেখা গেলেও আর এমন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় না। তবে কিছু এলাকায় প্রতিযোগিতার আয়োজন করে কিন্তু এমন জাকজমক হয় না। আমাদের এলাকায় এমন একটি আয়োজন করে এলাকাবাসী কিন্তু সেখানে অনেক মানুষের ভিড় হয়। আবার অনেক এলাকায় ঘোড়ার গাড়ির দৌড় দেখতে পাওয়া যায়।



প্রাচীনকালের মানুষের বাঘ শিকার এবং সাপ ধরার দৃশ্যঃ



বাঘ শিকারঃবিভিন্ন জায়গাতে শিল্পকর্ম দেখে আমরা বুজতে পারি প্রাচীনকালের মানুষ অনেক বেশি শক্তিশালী ছিলো এবং তাঁরা অনেক বেশি লম্ব ও সুটাম দেহের ছিলো। আমাদের দাদার মুখে গল্প শুনেছি আমার দাদার দাদা নাকি কুঠার দিয়ে বাঘ মেরেছিলেন।এমন একটি নমুনা চিত্র হলো এই বাঘের ছবিটি যেখানে মানুষ বাঘকে তাড়া করতেছে।

সাপ ধরার দৃশ্যঃ আগেকার দিনে সাপ ধরার দৃশ্য গুলো ঠিক এমন ছিলো যা এখন দেখতে পাওয়া যায় না। এখন সাপ ধরতে গেলেই প্রানী সসম্পদ অধিদপ্তর থেকে মানা করে দেয়। আগেকার দিনের প্রবল সাহসী মানুষ এই সাপ ধরার কাজ করত।



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনG338+F26 Barabala


Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন।চিত্র গুলো আমার কাছে অসাধারণ লাগছে।বিশেষ করে যুদ্ধের চিত্র দেখে মনে হচ্ছে যুদ্ধ দেখলাম।সব চিত্র গুলোর দারুন বর্ননা দিছেন।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

চমৎকার লেগেছে আপনার পোস্টটি অনেক ভালো লিখেছেন। প্রাচীনকালের এই জিনিসগুলো যেমন বাঘ শিকার ঘোড়া দৌড় হালচাষ এ জিনিসগুলো খুব সুন্দর দেয়ালে ফুটিয়ে তুলেছেন শিল্পী।এই ছবিগুলো আপনি কোথায় তুলেছেন? দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

স্বপ্নপুরিতে তুলেছি। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেয়াল চিত্রগুলো প্রতিটি আমাদের ঐতিহ্য প্রকাশ করে।আর যিনি এই চিত্রকর্মগুলো করেছেন তার কাজের প্রশংসা করতে হয়। ভিন্নধর্মী একটি বিষয় তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আমাদের দেশের ঐতিহ্য গুলো বেশ কিছু দর্শনীয় স্থানের বিভিন্ন জায়গায় এভাবে তুলে ধরা আছে। আপনি প্রত্যেকটা চিত্রকর্মের ব্যাখ্যা গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

বাহ দেওয়াল চিত্র দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ভাই। মনে হচ্ছে এ যেন এক জীবন্ত চিত্র ফুলে ওঠেছে। এগুলো আমাদের ঐতিহ্যের সাক্ষী। স্বপ্নপুরীতে আমিও দেখেছিলাম কিন্তু সংরক্ষণ করা হয়নি। বিষয়টি আমার কাছে অনেক ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you.

 last year 

আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। ঐতিহাসিক অনেক কিছুই এই দেয়ালে তুলে ধরা হয়েছে। এই ছবিগুলো দেখলে মনে হয় সত্যি সত্যি আমরা ইতিহাসে ফিরে গিয়েছি।অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58603.60
ETH 2628.30
USDT 1.00
SBD 2.45