কন্টেস্টঃ- আমার এলাকার একটি বিখ্যাত ফল || ১০ আগষ্ট-২০২৩steemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে দেওয়া প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চলেছি। আমি আজকে আমার এলাকার একটি ফল নিয়ে লিখবো যা আমাদের এলাকাকে বিখ্যাত করে তুলেছে। এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রথমেই আমি @toufiq777 ভাইয়াকে ধন্যবাদ জানাই।


কভার ফটো



ক্যানভা দ্বারা তৈরি


কাঁঠাল আমাদের এলাকার একটি জনপ্রিয় ফল যা আমাদের এলাকাকে বিখ্যাত করেছে। কাঁঠাল একটি জাতীয় ফল। কাঁঠাল কমবেশি সকলে খেতে অনেক ভালোবাসে।কাঁঠাল একধারে একটি সবজি এবং ফল। কাঁঠাল আমাদের দেশের একটি সহজলভ্য ফল। যেখানে সেখানে কাঁঠাল গাছ দেখতে পাওয়া যায়। ফল জাতীয় করনের জন্য প্রথমেই দেখা হয় এই ফল আমাদের দেশে সচারচর পাওয়া যায় কি-না। সেই অনুপাতে আমাদের এলাকায় একটু এই ফল বেশি পাওয়া যায়। সরকারি ভাবে আমাদের এলাকার রাস্তার পাশ দিয়ে সারি সারি লাগানো হয়েছে প্রায় ২০০ এর মতো কাঁঠাল গাছ যা আমাদের এলাকায় কাঁঠাল ফলের চাহিদা পূরন করে থাকে।



তাছাড়াও আমাদের এলাকায় বেশ কয়েকটি বড় বড় বাগান রয়েছে এখানে। সজীব মামার একজন মামার প্রায় ৩০ শতক মাটিতে রয়েছে কাঁঠাল বাগান যা এলাকায় বেশ পরিচিত। কাঁঠাল গাছকে গৌরবময় গাছ বলা হয়ে থাকে। সব এলাকায় কাঁঠাল গাছ হয় না। তবে আমাদের এলাকায় প্রচুর পরিমানে কাঁঠাল গাছ হয়ে থাকে। আমাদের এলাকার কাঁঠাল গাছের ফলগুলো অনেক বেশি বড় হয়ে থাকে। বর্তমানে কাঁঠাল বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে। কাঁঠাল শুধু একটি ফল নয় ছোট অবস্থায় ব্যবহার হয় সবজি হিসাবে যা আমাদের এলাকায় কান্দা নামে পরিচিতি লাভ করেছে। বর্তমানে আবার অনেকেই এই কাঁঠাল দিয়ে বার্গার বানানো কাজ করতেছে যা নাকি খেতে আরো বেশি মজার হয়।



কাঁঠাল আমাদের এলাকায় বিখ্যাত হওয়ার কিছু কারনঃ-


  • কাঁঠাল আমাদের এলাকায় অনেক কম দামে পাওয়া যায়।যা আমাদের এলাকায় সব মানুষ কিনতে পারে।

  • বিভিন্ন শহর থেকে আমাদের এলাকায় কাঁঠাল কেনার জন্য আসে যা শহরে বিক্রি করে লাভ করতে পারে ব্যবসায়ীরা। তাই গতকাল সোহান ভাই এবং তৌফিক ভাই কাঁঠাল কেনার জন্য এসেছিলো।

  • আমাদের এলাকায় ফুলেরঘাট বাজারে কাঁঠালের বার্গার বানানো হয় যা ট্রোল হিসেবে নিলেও অনেক বেশি পরিচিতি বাড়িয়েছে।

  • আমাদের এলাকায় প্রায় ৮- ১০ টি বড় কাঁঠাল বাগান রয়েছে এবং সরকারি প্রায় ২০০ গাছ ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে।




এবার জানবো কাঁঠালে কি কি পুষ্টি উপাদান পাওয়া যায়ঃ-


  • কাঁঠাল ভিটামিন-এ এর প্রদান উৎস। তাই কাঁঠাল খেলে রাত কানা রোগ হবার সম্ভবনা অনেক কমে যায়।

  • কাচা কাঁঠাল আমাদের এলাকায় সবজি হিসাবে খাওয়া হয় যা "ভিটামি-সি" সহ আয়রন সরবরাহ করে থাকে।

  • কাঁঠালের বীজ আমাদের এলাকায় সবজি হিসাবে খাওয়া হয় যা আমাদের শরীরের ক্যালসিয়াম সরবরাহ করে।



কাঁঠাল একটি পুষ্টিকর খাবার তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কাঁঠাল মানুষের খাবার ছাড়াও গবাদিপশুর খাবার হিসেবেও ব্যবহার করা হয়। কাঁঠালের অবশিষ্ট অংশ ব্যবহার হয় গরু বা ছাগলের খাবার হিসেবে যা পশুর শরীর ভালো রাখতে সাহায্য করে।নিয়মিত পশুকে কাঁঠাল খাওয়ানোর মাধ্যমে অল্প টাকা ব্যয় করে মোটা তাজা করা সম্ভব হয়ে উঠে।বহুগুণ সম্পন্ন এই ফলটি আমাদের এলাকার পরিচিতি বাড়িয়ে দিয়েছে অনেক বেশি। আমাদের এলাকায় নতুন জামাই আসলে কাঁঠাল পিঠা ছাড়া যেন জামাই আদর সম্পুর্ণ হয় না।



আপনারা আমার এই কন্টেস্টে আমন্তিতঃ @simaroy @sanjanashukla @farjana123



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনHWHR+X4Q ভবানীপুর


Sort:  
 last year 
কাঁঠাল আমাদের জাতীয় ফল হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই কাঁঠাল খায় না। তবে আমি এটা জেনে আবার খেলাম যে,ফুলেরঘাট বাজারে কাঁঠালের বার্গার বানানো হয়। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী কাঁঠালের কাবাব বানানোর কথা বলেছিলেন। দুনিয়া বদলে গেছে।সবকিছুই এখন স্মার্ট। তবে কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে। অনেকেই কাঁঠাল খেতে চায় না। কাঁঠালের ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। আমিও খুব শীঘ্রই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আপনার জন্য শুভকামনা রইল।
 last year 

ধন্যবাদ।

 last year 

জাতীয় ফল কাঁঠাল নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া, এটাও ঠিক বলেছেন কাঁঠাল আমাদের দেশে সব জায়গাতে পাওয়া যায়, এবং কাঁঠালে অনেক পরিমাণ পুষ্টি রয়েছে, তবে ভাইয়া এখন পর্যন্ত কাঁঠালের বার্গার খাওয়া হয়নি, পোস্টির সাথে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আমাদের এলাকায় আসিয়েন খাওয়াবো। ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Heyyy..... Jackfruit is my favourite because my mumma makes a very delicious dish.
Jackfruit's tree at my home also.😜😜

Thankyou for your mention.

Posted using SteemPro Mobile

 last year 

Ma'am sent some jackfruit to our country.❤️
Thanks for your comment.

Haha....that all are mine only....
😜😜
My pleasure 💗

Posted using SteemPro Mobile

 last year 

You eat more😃.

Yes ! Offcourse 😁

Posted using SteemPro Mobile

 last year 

😃😃.Participate in the contest

Yeah ! Sure

Posted using SteemPro Mobile

 last year 

কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল প্রায় সব অঞ্চলেই পাওয়া যায়। আপনি খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই। কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না তবে কাঁঠালের রস দিয়ে পিঠা খেতে আমার কাছে দারুন লাগে। আপনি কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে শেয়ার করেছেন। সেগুলো জেনে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 last year 

কাঁঠাল আমাদের জাতীয় ফল, কাঁঠাল আকারে যেমন বড় ঠিক তেমনি সুস্বাদু এবং মজাদার, জাতীয় ফল কাঁঠাল নিয়ে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, এবং এটা সত্যিই কাঁঠালে অনেক পরিমান পুষ্টি রয়েছে, এবং কাঁঠাল সব জায়গাতে পাওয়া যায়, কাঁঠালের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

আপনার এলাকায় তাহলে ভালই কাঁঠাল পাওয়া যায়। যাওয়া দরকার একদিন।কাঁঠাল আমাদের জাতীয় ফল আমাদের দেশের প্রায় সব জেলাতেই কাঁঠাল পাওয়া যায়।কাঁঠাল খেতে অনেক সুস্বাদু ও মজাদার এতে অনেক ভিটামিন রয়েছে। যাই হোক এই কন্টেস্ট অংশগ্রহণ করার চেষ্টা করব।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

তুমিও আবার কাঁঠাল নিয়ে মারি দিও না। বেগুন নিয়ে লেখিও 🙂।

 last year 

বর্তমানে কাঁঠালের মৌসুম এখন প্রায় সব এলাকায় কমবেশি কাঁঠাল পাওয়া যায় এবং কাঁঠাল অনেক মানুষেরই একটি প্রিয় ফল। এবং আপনাদের এলাকায় এত কম দামে কাঁঠাল বিক্রি করে এটা আগে বলবেন না ভাইয়া আমরা গিয়ে কিনে আনতাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 last year 

আসিয়েন ভাই। বাগান আছে এইখানে।

ভাইয়া কাঁঠাল খুবই জনপ্রিয় ফল। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্যে আমি অংশগ্রহণ করলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67317.89
ETH 2666.70
USDT 1.00
SBD 2.70