মানব সেবায় চক্ষু শিবির || ১৮ আগষ্ট-২০২৩steemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সকলে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে একটি চক্ষু শিবির নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


কভার ফটো



চোখ আমাদের একটি অমূল্য সম্পদ। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু চোখের গুরুত্ব সবথেকে বেশি। যার চোখ নেই সেই বুঝতে পারে দুনিয়া তার জন্য কতটা কঠিন। তাই চোখের সেবা দেওয়ার জন্যেই আমরা প্রায় প্রতি দুই মাস পরপর একটি চক্ষু শিবিরের আয়োজন করে থাকি। আমাদের একটি ননপ্রোফিট অর্গানাইজেশন রয়েছে যেখানে থেকে মানুষের সেবামূলক কাজ করে যাই আমরা। National Rehabilitation Counseling Association(Bangladesh Chapter) এটি একটি ইউনিসেফের মতো সেবাদানকারী সংস্থা যা বিশ্বের ৩২ টি দেশে সেবামূলক কাজ করে। বর্তমানে এই সংস্থাটির সহযোগিতায় বাংলাদেশের দুইটি জায়গায় কাজ চলতেছে ১।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২। আমাদের এলাকায়।



চক্ষু সেবা ছাড়াও আরো অনেক সেবামূলক কাজ করি এই সংস্থাটির সহযোগিতায়। আমাদের চক্ষু শিবির করার কারণ হলো বাংলাদেশের চোখের সমস্যা হলে কতরকম সমস্যা হতে পারে তা নিয়ে গবেষণা করা। আমি বেশ কয়েকটি চক্ষু শিবিরের সাথে আছি এবং চোখের সমস্যার কারনে সামাজিক,পারিবারিক বা কর্মক্ষেত্রে কেমন বাধা আসে সেটা নিয়ে ছক তৈরি করি। আমার থেকে সবগুলো রিপোর্ট আবার চলে যায় আমেরিকায়। আমার মামার সহযোগিতায় এলাকায় একটা সেবামূলক কাজ করতে পারতেছি এটাই অনেক কিছু।



দীপ আই কেয়ার হসপিটাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। তাই আমরা তাদের থেকে সেই সেবামূলক কাজের সহযোগিতা গ্রহন করে থাকি। তাদের একটি টিম আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। প্রতিটি চক্ষু শিবিরে প্রায় ২-৩ জন ডক্টর এবং তাদের ৭-৮ জন শিক্ষার্থী আসে। বর্তমানে আমরা পার্বতীপুর উপজেলার ৮ নং হাবড়া ইউনিয়ন এলাকায় এই চক্ষু শিবিরের কাজ করতেছি। প্রতিবার চক্ষু শিবির করার আগে আমরা মাইক দিয়ে এলাকায় এনাউন্সমেন্ট করে দেই। আমাদের এনাউন্সমেন্ট অনেক বড় হওয়ার কারনে পার্বাতীপুর, ফুলবাড়ি এবং চিরিরবন্দর উপজেলার মানুষ অনেক বেশি আসে।



এই চক্ষু শিবিরে প্রায় ১৫০ জন রোগী উপস্থিত ছিলো। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি চোখের সমস্যা থাকায় পারিবারিক ভাবে কোনো বাধাগ্রস্ত হতে হয় কি না। বেশির ভাগ মানুষ আমাকে যে উত্তর দিয়েছিলেন তা থেকে আমি হতবাক। পরিবারে ছেলের বউয়ের থেকে বেশি অবহেলিত হতে হয় বলে তারা জানায়। যাদের চোখের ছানি পড়ার মতো বড় সমস্যা আছে তাদের বাসে করে নিয়ে যাওয়া হয় রংপুর দীপ আই কেয়ার হসপিটালে বিনাটাকায় তাদের অপারেশন করিয়ে আবার বাসে করে বাসায় দিয়ে আসা হয়। এমন সেবামূলক কাজের সাথে জড়িত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি আশা করি আমাদের কাজের ভালো ফলাফল হওয়ার পরে সংস্থাটি আমাদের পার্মানেন্ট লোকজন নিয়োগ করবে।


SHA_20230815_120220670__storage_emulated_0.jpg

SHA_20230815_112924036__storage_emulated_0.jpg

SHA_20230815_120210574__storage_emulated_0.jpg

SHA_20230815_120338523__storage_emulated_0.jpg

SHA_20230815_120230313__storage_emulated_0.jpg


ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনHWJ8+5GW চৌপথী বাজার


Sort:  
 last year 

অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনাদের এই জনসচেতনতামূলক কর্মকান্ড অনেক দূর এগিয়ে যাক এই দোয়া করি। আপনাদের ক্যাম্পেইন এ অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আপনার আলোচনায় ,রোগীদের অনেক যত্ন করে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদানের পর আবার বাড়িতে দিয়ে যাওয়ার ব্যাপারটি সবচেয়ে বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের চক্ষু শিবির এর সম্পূর্ণ টিমের জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

সত্যিই অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। এখন প্রায় প্রত্যেকটি এলাকায় এলাকায় এরকম মাইকিং করে চক্ষু চিকিৎসা দিয়ে থাকে। এবং এগুলো এলাকার স্কুলের মধ্যে হয়ে থাকে এবং ফ্রি ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 last year 

ধন্যবাদ।

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

Regards
@sohanurrahman (Moderator)
Steem For Tradition

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

Loading...
 last year 

চোখ প্রতিটি মানুষের জন্য অমূল্য সম্পদ। মানুষ কিংবা প্রাণী সকলের জন্য দেহের অপরিহার্য অঙ্গ হিসেবে কাজ করে চোখ। নিয়মিত চক্ষু শিবিরের চোখ পরীক্ষা করা অত্যন্ত জরুরী। আপনি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার পোস্ট অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

মাঝে মাঝে এলাকা স্কুলে এসব কর্মসূচি পালনের জন্য কিছু কিছু লোক আসে। আর বিনা পয়সায় গ্রামের লোকজনের চোখ পরীক্ষা করে যদি অপারেশন করা দরকার হয় তাহলে অপারেশনের ব্যবস্থা করে দেয় সেই সংস্থা। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

বাহ্ খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন। চক্ষু আমাদের অমূল্য সম্পদ। যাদের চোখ নাই তারা বুঝতে পারে দুনিয়া কত কঠিন।আমাদের এলাকায় মাঝে মাঝে চক্ষু শিবির আসে।আপনাদের এলাকায় এইরকম একটা সুন্দর কাজ করাতে আমাকে খুব ভালো লাগলো।আপনি সুন্দর আলোচনা করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67559.70
ETH 2674.90
USDT 1.00
SBD 2.70