প্রতিযোগিতার ১৩তম সপ্তাহ - ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ || ২৯ এপ্রিল ২০২৩steemCreated with Sketch.

in Steem For Tradition2 years ago (edited)

★আসসালামু আলাইকুম★



আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে সৈয়দ পুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ নিয়ে কিছু তত্ব শেয়ার করব।



ঐতিহ্যবাহী চিনি মসজিদ




চিত্রঃ সৈয়দপুর চিনি মসজিদ।



১৮৬৩ সালে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ হিসাবে পরিচিত এই চিনি মসজিদ। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। মসজিদটি নীলফামারী সদর থেকে ২০ কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। পার্বাতিপুর থেকে চিনি মসজিদের দুরুত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই চিনি মসজিদের নান্দনিক ডিজাইন সকলের মন কাড়ে। বেশ কয়েকদিন আগে আমি এই মসজিদটি দেখার জন্য সৈয়দপুর গুরতে জাই। প্রথমেই আমি এই মসজিদ দেখে অবাক হয়ে জাই। এতো পুরানো একটি মসজিদ যেন সূর্যের আলোয় চকচক করতেছে। মসজিদটি মূঘল আমলে নির্মিত হয়েছে।




মূলত মোঘল আমলের নির্মিত সকল স্থাপনা অনেক বেশি মজবুত হয়ে থাকে। মোঘলরা যে এত সুন্দর কিছু বানাতে পারে তা আমি জানতাম না। পুরা মসজিদটি মোজাইক পাথর দিয়ে মোড়ানো হয়েছে। যার কারনে এই মসজিদটি দোর থেকে দেখলে চকচক করতে থাকে। মসজিদের দরজা ও জানালা গুলা কাঠের বানানো। মসজিদটি দুইতলা বিশিষ্ট। এই মসজিদে উপর তলা ও নিচের তলায় একসাথে প্রায় ৪৫০ জন মানুষ নামাজ আদায় করতে পারে। মজিদের গায়ে নকশা করা হয়েছে বিভিন্ন ফুলের ও ঝাড়ের। এই সকল নকশাতে ব্যবহার করা হয়েছে মারবেল পাথর ও মোজাইক পাথর। আর এর বেশির ভাগ পাথর গুলো রঙিন হওয়ায় নকশা গুলো বেশি সুন্দর ভাবে ফুটে উঠে।





প্রাচীন মসজিদ হওয়ায় প্রতিনিয়ত এই মসজিদে দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়। মসজিদের এই নকশা মূলত মানুষকে আকর্ষণ করে। সবসময় এই মসজিদের ভিতরে একদল মানুষ কুরআন তিলাওয়াত করতে থাকে। মসজিদের বাহিরে পাশে একটি ওজুখানা নির্মান করা হয়েছে নতুন ভাবে। মসজিদের দ্বিতীয় তলায় অবশ্য আমি প্রবেশ করতে পারিনাই। এইখানে বেশি মানুষের সমাগম হওয়ার কারনে লক করে দেওয়া হয়েছে। বাহিরে থেকে ভিতরের কিছু ছবি তুলেছি শুধু। দ্বিতীয় তলার ভিতরের নকশা গুলো অনেক বেশি সুন্দর ছিলো। বিষেষ করে এর উন্নত মানের পাথর গুলো বেশি আলো দিতেছিল উপরের অংশে।





মসজিদে ছাদের দিকে তাকালে অনেক গুলো ছোট বড় গম্ভুজ দেখতে পাবেন।মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চিনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয়। এখানে ৩৫ টি মিনার ও ৪ টি বড় বড় গম্ভুজ রয়েছে।
সেই গম্ভুজ গুলো সব পাথর দিয়ে মোড়ানো। দূর থেকে দেখলে সবার আগে এই গম্ভুজ গুলো বেশি ফুটে উঠে। বিশেষ করে কোনো উচুমানের ছাদে থেকে দেখলে জ্বলজ্বল করে জ্বলছে এমন মনে হয় এই পিলার গুলো। যার কারনে অনেকের মন কাড়ে এই পিলার গুলা।




আশা করি এই মসজিদ এর নকশা আপনাদের সকলের মন কাড়বে। সবথেকে বেশি ভালো লাগবে আপনাদের এই মসজিদের সবুজ পাথরের জ্বলজ্বল করা আলো। তাই আপনাদের বলতে চাই আপনারা একবার হলেও এই মসজিদ ভ্রমন করিয়েন আপনাদের অনেক ভালো লাগবে।
@riyan @r2cornell আমাদের কমিউনিটিতে আপনাদের স্বাগতম।

ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনসৈয়দপুর, রংপুর।
ছবি তোলার সময়দুপুর ২ টা

এই ছিলো আমার আজকের আলোচনার বিষয়। আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ

Sort:  
 2 years ago 

এই চিনি মসজিদটি দেখতে অনেক সুন্দর। এটি সৈয়দপুর উপজেলায় অবস্থিত। এই মসজিদটি আমি এর আগেও দেখেছি। সৈয়দপুরের চিনি মসজিদটি মার্বেল পাথর দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে মার্বেল পাথরের জন্য এটি দেখতে অনেক আর্কষণীয়। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চিনি মসজিদ নিয়ে অসাধারণ একটা পোস্ট করছেন ভাই, এই মসজিদের বিষয় অনেক শুনছি, মসজিদ টি দেখতেও বেশ অনেক সুন্দর, সৈয়দপুরে এই মসজিদ অবস্থিত তবে আমি এই মসজিদ কখনো নিজে সামনা সামনি দেখি নাই। এই মসজিদ অনেক পুরনো একটা মসজিদ, আপনি অনেক সুন্দর লেখছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago (edited)

সৈয়দপুর শহরের মধ্যে অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী মসজিদ হলো চিনি মসজিদ। আর এই মসজিদ টি অনেক পুরাতন এবং এই মসজিদ এর অনেক সুনাম রয়েছে। সৈয়দপুর এর বাহিরের লোক ও এই মসজিদ এর নাম শুনলে চিনে যায়। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

আপনি যে লোকেশন দিছেন পোস্ট এর নিচে ঐ টা পার্বতীপুর হবে না সৈয়দপুর হবে ভাই সংশোধন করে নিয়েন।
 2 years ago (edited)

অকে

 2 years ago 
DescriptionInformation
Club StatusClub100✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 2 years ago 

চিনি মসজিদটি অনেক সুন্দর। আর আপনি একজন বেশ ভাল ফটোগ্রাফার তা আপনার ছবিগুলো দেখলেই বোঝা যায়।মসজিদ টির নকশা সত্যিই মনোমুগ্ধকর। এর কারুকাজ সবার মন কাড়বে।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago (edited)

ঐতিহ্যবাহী দিনই মসজিদে সৈয়দপুরে অবস্থিত। সৈয়দপুর থাকার সুবাদে বেশ কয়েকবার এই চিনি মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি চিনি মসজিদ সম্পর্কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই,তবে লোকেশনটা নীলফামারী সৈয়দপুর হতো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঐতিহ্যবাহি চিনি মসজিদ। এই মসজিদটি পুরাতন একটি মসজিদ। এই মসজিদ অনেক কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। মসজিদ হলো আল্লাহর ইবাদত করার জায়গা। আপনি ঐতিহ্যবাহি নিচি মসজিদ নিয়ে খুব ভালো একটা পোস্ট করেছেন ভাই। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago (edited)

এই মসজিদটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল।অনেক পুরাতন একটি মসজিদ নিয়ে আপনি পোস্ট করেছেন ভাই।মসজিদের কারুকার্য গুলো সত্যি দেখার মতন।পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই।

 2 years ago 

চিনি মসজিদ নিয়ে আমাদের সামনে সুন্দর তথ্য উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ একেবারেই মনমুগ্ধকর। সুন্দর এই মসজিদ নিয়ে আমাদের সামনে আলোচনা করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

পুরাতন মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই পুরাতন মসজিদটি সৈয়দপুরে অবস্থিত। এই মসজিদটির নাম চিনি মসজিদ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111229.43
ETH 4289.18
SBD 0.83