ঐতিহ্যবাহী ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এবং ঝাঁকি জাল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

in Steem For Traditionlast year (edited)

হ্যালো বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mahmudul20

কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।


কভার ফটো


IMG_20230909_071741.jpg

গ্রাম বাংলার অন্যতম একটি সুন্দর মুহূর্ত হলো বর্ষার সময় ঝাঁকি জাল দিয়ে জেলেদের মাছ ধরার দৃশ। প্রতিটি গ্রামে এরকম ছোট নদী-নালা খাল-বিল রয়েছে। আর বর্ষার সময় সেগুলো বৃষ্টির পানিতে ভরপুর হয়ে যায়। সেই সময় জেলেরা এবং গ্রামের সাধারণ মানুষেরা ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে থাকেন। নদী-নালা খাল-বিলে মাছ ধরা অনেক মানুষেরই একটি পেশা, আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা শখের বসে মাছ শিকার করে থাকেন। মূলত জেলেদের মাছ ধরা একটি পেশা কারণ তারা প্রতিনিয়ত মাছ শিকার করে সেই মাছ বিক্রি করে নিজের প্রয়োজন দূর করেন এবং সংসার চালান। আর গ্রাম অঞ্চলের মানুষেরা শুধুমাত্র নিজে খাওয়ার জন্য এবং শখের বসে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে থাকেন। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা আমাদের প্রাচীনকালের একটি ঐতিহ্য। এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলেই বেশি দেখা যায়।


IMG_20230909_065952-01.jpegIMG_20230909_065903-01.jpeg
IMG_20230909_065926-01.jpegIMG_20230909_065738-01.jpeg
আমাদের গ্রামের পাশে ছোট্ট একটি নালা রয়েছে, এই নালাতে শুধুমাত্র বর্ষার সময় পানি থাকে সাধারণ সময়ে জমি গুলোর মত শুকনো হয়ে যায়। এবং এই নালাতে বর্ষার সময় গ্রাম অঞ্চলের সকল মানুষ মাছ শিকার করে থাকেন। তবে আমাদের এই দিকে ঝাঁকি জালের ব্যবহার একটু বেশি। বলতে গেলে কয়েকটি বাড়ি বাদ দিয়ে প্রায় সবার বাড়িতেই একটি করে ঝাঁকি জাল রয়েছে। কারন আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে যমুনেশ্বরী নদী, তাই গ্রামের সকল মানুষ ফ্রী সময় হলে যমুনেশ্বরী নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতে যান। তাই আমাদের গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে ঝাঁকি জাল রয়েছে।


IMG_20230909_065641-01.jpegIMG_20230909_065617-01.jpeg
IMG_20230909_065805-01.jpeg
আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারতেছেন একজন ব্যক্তি ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতেছেন। তবে এই ব্যক্তি কিন্তু প্রফেশনাল জেলে নয়। শুধুমাত্র ফ্রি সময় পেয়েছি বলে ঝাঁকি জাল নিয়ে মাছ শিকার করতে বের হয়েছেন। তেনার প্রতি সাবে দুই তিনটা করে পুটি মাছ এবং গড়াই মাছ জালে আটকা পড়ে। তবে এই ছোট নালাতে সেরকম বড় কোন মাছ পাওয়া যায় না। হঠাৎ করে ছোট ছোট চালানি মাছ জালে উঠে পড়ে। আমিও আগে এরকম ফ্রী সময় ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতে বের হতাম। তবে আমি কোনদিনও সেরকম মাছ পাইনি। শুধুমাত্র শখ মেটানো হয়েছে।


IMG_20230909_065705-01.jpeg

এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো রয়েছে সেটি হল ঝাঁকি জাল দিয়ে কিন্তু সব ধরনের মানুষ মাছ শিকার করতে পারেন না। এমনিতে সাধারণ জাল দিয়ে তো মাছ ধরা খুবই সহজ তবে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হলে প্রথমে জাল ফেলানো শিখতে হয়। আর ঝাঁকি জাল সঠিক ভাবে ফেলানো খুবই কঠিন। তবে কিছুদিন ট্রাই করলে এমনিতেই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সম্ভব, তবে শর্ত হলো আপনাকে অবশ্যই ঝাঁকি জাল ফেলানো শিখতে হবে। যাদের নিজস্ব পুকুর রয়েছে তারা কিন্তু ঝাঁকি জাল ফেলাতে পারে। কারণ পুকুরে বেশিরভাগ সময়ে ঝাকি জাল দিয়ে মাছ ধরা হয়।


IMG_20230909_070024-01.jpeg

এই ঝাঁকি জাল গুলো দুই ধরনের কিনতে পাওয়া যায়। ১/ মেশিনের তৈরি ঝাঁকি জাল। ২/ হাতে তৈরি করা ঝাঁকি জাল। মূলত মেশিনের তৈরি ঝাঁকি জালের থেকে হাতে তৈরি ঝাঁকি জালের দাম বেশি। এছাড়াও হাতে তৈরি ঝাঁকি জাল অনেক মজবুত হয়ে থাকে। তাই মেশিনের তৈরি ঝাঁকি জালের থেকে হাতে তৈরি করা ঝাঁকি জাল কিনা বেশি উত্তম। যদিও একটু দাম বেশি নেয় তবে সেটা কোন ব্যাপার না। কারণ ভালো জিনিস কিনতে হলে একটু দাম দিয়ে কিনতে হয়। প্রিয় বন্ধুরা এই ছিল আমার ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমার আলোচনায় কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ফোনের বিবরণ:-
বিষয়ঐতিহ্যবাহী ঝাঁকি জাল
ক্যামেরা মডেলRealme C55
ফটোগ্রাফার@mahmudul20
লোকেশনকিশোরগঞ্জ নীলফামারীর


1000005474.png

❤️‍-আল্লাহ হাফেজ-❤️‍

1000005474.png


IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness


Best Regards:-
@mahmudul20

Sort:  
 last year 

গ্রামের বেশিরভাগ বাড়িতেই ঝাঁকি জাল রয়েছে। গ্রামে বাড়িতে কমবেশি সবার ই ছোট্ট একটি পুকুর রয়েছে সেই পুকুরে নিজেরাই মাছ চাষ করে আর সেই মাছ তোলার জন্য ব্যবহার করা হয় ঝাঁকি জাল। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই জাল চালাতে জানিনা একবার চালাতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিলাম তখন থেকে আর কখনো হাতে নেই এই জাল। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপনার ধন্যবাদ আপনাকে।

 last year 
 last year 

ঝাঁকি জাল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলেই আপনি ঠিক বলেছেন যে বর্ষার মৌসুমে মাছ ধরা অনুভূতি অন্যরকম এবং এই জাল দিয়ে অনেক বড় বড় মাছ ও পাওয়া যায়। এবং আপনি যেটিকে ঝাঁকি জাল বলতেছেন আমাদের এই দিকে এই জালকে হাত জাল বলা হয়। কারণটা হলো এই জাল হাত দিয়ে ফিকমেরে ফেলানো হয় এরপর ধীরে ধীরে টেনে উপরে উঠানো হয় এবং ভিতরে দেখা হয় মাছ আটকেছে কিনা। এবং আমিও মাঝে মাঝে এই জাল ব্যবহার করার চেষ্টা করি কিন্তু হয় না কারণ এটার কৌশলটি অন্যরকম যে কেউ সহজে এই জাল ব্যবহার করে মাছ ধরতে পারবেনা। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝেই উপস্থাপন করার জন্য

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 last year (edited)
আপনি যে জালটি নিয়ে বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন এই জালটি আমরা পাক জাল হিসেবে এলাকায় চিনে থাকি। তবে এটির নাম ঝাঁকি জাল এটি আমার জানা ছিল না আপনার এই পোস্টের মাধ্যমে আমি জানতে পারলাম যে এই জালটির নাম ঝাঁকি জাল। আমরা পাকজাল হিসেবে এটি বাজারে কিনে কিনতে পারি। আগে এই জাল হাতের মাধ্যমে তৈরি করে বাজারে বিক্রি করা হতো। তবে এখন এই জালগুলো মেশিন দিয়ে তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। মেশিন দিয়ে তৈরি করা জালগুলো বেশিদিন টিকে না অল্প তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি গত বছর একটি জাল কিনেছিলাম মেশিন দিয়ে তৈরি সেই জালটি ১ বছরের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আমি পরবর্তীতে এই জাল কিনলে হাতে তৈরি যে জাল পাওয়া যায় সেটি কিনে নিয়ে আসব। প্রতিবছর বন্যা হলে আশেপাশের জমিগুলো তলিয়ে যায় এবং নদীতে জল বেশি হয় এবং অনেক মাছ পুকুর থেকে বাহির হয়ে আসে জমিতে এবং নদীতে তখন মাছ ধরার জন্য এই জালগুলো বিশেষ ভাবে ব্যবহার করা হয় এবং এগুলোর ব্যবহার অনেক বেড়ে যায়। আপনি প্রতিটি ছবি বেশ চমৎকার তুলেছেন এবং মাছ ধরার দৃশ্য বেশ অসাধারণ লাগছে। আগে এই জালগুলো তৈরি করার জন্য গ্রামের কিছু লোক ছিল তারা বসে বসে এই জাল তৈরি করত এবং এই জাল টেকসই করার জন্য গাবের আঠা লাগানো হতো যাতে জাল গুলো সহজে নষ্ট হয়ে না যায়। আমি এই জাল দিয়ে আমার পুকুরে বেশ মাছ ধরতে পছন্দ করি। আমি জাল ফেলে মাছ ধরতে বেশ উপভোগ করি এবং আমার খুব ভালো লাগে। আমি অনেক সময় ধরে জাল ফেলে মাছ ধরতে পারি। আপনি এই জাল এবং এই মাছ ধরা নিয়ে বেশ সুন্দর তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করার জন্য।
 last year 

আমরা মারছি ভাতে বাঙালি, মাছ আমাদের প্রধান খাবার। মাছ ছাড়া বাঙালি ভাত খেতেই পারে না। ঝাঁকি জাল হচ্ছে মাছ ধরার অন্যতম একটা মাধ্যম। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা আমার রয়েছে, আমি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারি। গ্রামের বাড়িতে আমাদের ঝাঁকি জাল রয়েছে, গ্রামে গেলেই পুকুর থেকে অথবা নদী থেকে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে বেরিয়ে পরি। তবে এই ঝাঁকি জাল দিয়ে সবাই মাছ ধরতে পারে না, এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হলে প্রথমে জাল ফেলা শিখতে হয়। তারপর জাল নিয়ে মাছ ধরতে যাওয়া হয়। তবে আমি ছোট সময় থেকেই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারি। আমাদের দেশে বর্ষাকালে বেশি মাছ পাওয়া যায়। বলা চলে বর্ষাকাল মাছ ধরার সুবর্ণ সময়। এই সময় অনেকেই মাছ ধরতে যায়। তবে গ্রাম গঞ্জের প্রায় সবাই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারে। বর্ষাকালে দলে দলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় গ্রাম অঞ্চলের নদীতে বা বিলে। আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই,সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনার মাছ ধরার দৃশ্য দেখে মাছ ধরতে ইচ্ছে করতেছে। গ্রামে থাকলে এখনই মাছ ধরতে চলে যেতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঝাঁকি জাল নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। ঝাঁকি জাল আমাদের বাসাও আছে। পুকুরে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও গ্রামের প্রায় অনেকের বাসায় এই ঝাঁকি জাল দেখতে পাওয়া যায়৷ অনেকে নদীতে কিংবা খাল-বিলে মাছ ধরার কাজে ঝাঁকি জাল ব্যবহার করে থাকে।

 last year 

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। ঝাঁকি জাল কে আমাদের এলাকায় ভরি যার বলা হয়। এই জাল দিয়ে বিভিন্ন ধরনের জলাশয়ের মাছ ধরা যায়। বর্তমানে বাজারে এক একটি ঝাঁকি জালের দাম আড়াই থেকে তিন হাজার টাকা করে। তবে আমার বাবা বাড়িতেই এই জাল বুনতে পারেন। যাকে জাল দিয়ে মাছ ধরা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বর্ষার সময় এরকম প্রতিটি গ্রামে ঝাঁকি জাল দিয়ে মাছ মারার দৃশ্য উপভোগ করা যায়। কারণ প্রতিটি গ্রামে ঝাঁকি জাল অবশ্যই রয়েছে। কারণ গ্রাম অঞ্চলের মানুষরা পুকুর থেকে মাছ তোলার জন্য ঝাকি জাল ব্যবহার করেন। এই নালাতে ঝাঁকি জাল দিয়ে আমিও মাছ ধরেছি। তবে আপনি ঠিকই বলেছেন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হলে প্রথমত ঝাঁকি জাল ফেলানো শিখতে হয়। আপনার পোস্টেট ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। এছাড়াও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ঝাঁকি জাল নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন।আমাদের এলাকায় এটিকে পাক জালও বলা হয়। মূলত পুকুর বা নদীতে এই ধরনের জাল দিয়ে মাছ ধরা হয়। আমাদের বাড়িতে এমন দুইটি পাক জল রয়েছে। এই জালগুলো দিয়েই আমরা আমাদের পুকুর থেকে মাছ তুলি। এই ধরনের জালে মূলত বড় বড় মাছগুলো উঠে। ছোট মাছ এই ধরনের জলে খুবই কম ওঠে। তবে এই জালটি নিক্ষেপ করার একটি বিশেষ কায়দা রয়েছে। অনেকেই সঠিকভাবে জাল নিক্ষেপ করতে পারেন না। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61039.43
ETH 2460.28
USDT 1.00
SBD 2.66