একজন ক্ষুদ্র ফল বিক্রেতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা || 31- August- 2023

in Steem For Traditionlast year

হ্যালো বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mahmudul20

কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।


কভার ফটো


1000008964.jpg

প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি ক্ষুদ্র ফল বিক্রেতা নিয়ে আলোচনা করব। এরকম ক্ষুদ্র ফল বিক্রিতা প্রায় হাট-বাজারে দেখা যায়। এইসব ক্ষুদ্র ফল বিক্রেতার কাছে থেকে মৌসুমী ফল বেশি পাওয়া যায়। যখন যে ফলের মৌসুম চলে তারা তখন সেই ফল নিয়ে ব্যবসা করে। এছাড়াও এদের কাছ থেকে টাটকা টাটকা মৌসুমী ফল পাওয়া যায়। আপনারা দোকানেটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বেশিরভাগ মৌসুমী ফল রয়েছে। এই দোকানটি তারাগঞ্জ টার্মিনালে অবস্থিত।


IMG_20230830_093515-01.jpegIMG_20230830_093740-01.jpeg
বর্তমান তালের মৌসুম চলতেছে। সব বাজারে বর্তমান তালের উৎপাত বেড়ে গিয়েছে। যদিও আমাদের উত্তরাঞ্চলে তাদের চাষ সেরকম হয় না। তবে যশোর অঞ্চলে তালের চাষ অধিক পরিমাণে হয়ে থাকে। আর এই সব ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখান থেকে তাল সংগ্রহ করে থাকেন। এবং কে তাদের নিকট পৌঁছায় দেন। আমার জানামতে তালের পিঠা কিন্তু সবারই অনেক প্রিয়। আর তালের মৌসুমে একবার যদি তালের পিঠা না খেলাম তাহলে তো বিষয়টা কেমন দেখায়। আমাদের সকলেরই উচিত হলো প্রতি মৌসুমে একবার হলেও মৌসুমী ফল গুলোর স্বাদ অনুভব করা। তালের রস দিয়ে অনেক প্রকার রেসিপি তৈরি হয় তবে গ্রাম অঞ্চলে দুইটি রেসিপি বেশি প্রসিদ্ধ এক তালের বড়া দুই তালের পিঠা। এই দুইটির মধ্যে আমার তালের পিঠা খুবই প্রিয়।


IMG_20230830_093614-01.jpegIMG_20230830_093438-01.jpeg
এই ক্ষুদ্র ব্যবসায়ের কাছে দুই ধরনের নারিকেল পাওয়া যায়। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ঝুনা নারিকেল রয়েছে এবং কাঁচা নারিকেল রয়েছে। যার যে নারিকেলের দরকার এই ক্ষুদ্র ফলের দোকান থেকে সেই নারিকেল কিনে নিতে পারবেন। এছাড়াও এনার কাছে রয়েছে টাটকা আনারস। আনারস গুলো দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম সুস্বাদু। এটা আমার কথা নয় কথাটি আমায় এই ফল বিক্রেতা বললো। মৌসুমী ফল ছাড়াও এই দোকানে বিভিন্ন রকমের ফল রয়েছে। বর্তমানে জাম্বুরার চাহিদাও বেড়ে গিয়েছে। তাই অন্যান্য ফলগুলোর সঙ্গে জাম্বুরাও দেখতে পারতেছি। ক্ষুদ্র দোকান হলেও এখানে অনেক প্রকারের ফল দেখে খুবই ভালো লাগলো।


IMG_20230830_093552-01.jpeg

এই ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানগুলো অস্থায়ী হয়ে থাকে। এদের দোকান গুলো দেখতে ভ্রাম্যমান দোকানের মত লাগে। যখন রাত্রি বেলা বাজার শেষ হয়ে যায় তখন তারা দোকানে সব ফলমূল বাড়িতে নিয়ে যান। কারণ অন্যান্য দোকানগুলোর থেকে এ ক্ষুদ্র বিক্রেতা দোকান একেবারেই আলাদা। যদিও এই জায়গায় তাদের দোকান নেই তবে জায়গাটা নির্দিষ্ট। তিনি প্রতিদিন এই জায়গায় দোকান দিয়ে থাকেন। এবং টার্মিনানের সাথেই দোকানটি হওয়ার কারণে এই বিক্রেতার ব্যবসা অনেক ভালো চলে। তিনি প্রতিদিনেই অনেক বেশি পরিমাণে ফল বিক্রি করে থাকেন। প্রিয় বন্ধুরা এই ছিল আমার ক্ষুদ্র ফল বিক্রেতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আলোচনায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফোনের বিবরণ:-
বিষয়ক্ষুদ্র ফল বিক্রেতা
ক্যামেরা মডেলRealme C55
ফটোগ্রাফার@mahmudul20
লোকেশনকিশোরগঞ্জ নীলফামারীর


1000005474.png

❤️‍🔥-আল্লাহ হাফেজ-❤️‍🔥

1000005474.png


IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness


Best Regards:-
@mahmudul20

Sort:  
 last year 

ক্ষুদ্র ফল বিক্রেতা নিয়ে অনেক সুন্দর লিখেছেন।তারাগঞ্জ টার্মিনালে এ ফল বিক্রেতাকে আমিও দেখেছি।ঠিকই বলেছেন যখন যে মৌসুম চলে তখন সেসব ফল সেই ফল নিয়ে ব্যবসা করে।আপনি কয়টি ফলের কথা লিখেছেন তাল,আনারস,ঝুনা নারিকেল ও কাঁচা নারিকেল,জাম্বুরা।এটা তালের মৌসুম তাই বাজারে বা হাটে তাল দেখা যাচ্ছে।তালের পিঠা খেতে আসলেই অনেক মজার।আমারও অনেক পছন্দের।এ ছাড়া এনার কাছে অনেক ফল রয়েছে যেমনটা লিখেছেন।এনারা ভ্রাম্যমান ব্যবসায়ী,দোকান না থাকার কারনে স্থান পরিবর্তন করে।আপনি ফলের বিক্রেতা নিয়ে অনেক সুন্দর লিখেছেন। আপনার ছবি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ভ্রাম্যমাণ দোকান গুলো বা রাস্তার পাশের দোকান গুলোতে সবথেকে বেশি পরিমানে মৌসুমি ফল গুলো দেখতে পাওয়া যায়। দোকানের দিকে তাকালেই বুঝা জাইতেছে সব টাটকা মৌসুমি ফল। তাল গুলো তো বেশ বড় বড় ভাই। আনারসের চাহিদা বর্তমানে যে ভাবে বেড়েছে এর জন্যেই হয়ত অনেক বেশি পরিমানে আনারস দেখতে পাওয়া যাইতেচেছে। জাম্বুরা বেশ কিছুদিন বাজারে ভালই চলে ভাই। সুন্দর লিখেছেন আপনি।

Posted using SteemPro Mobile

 last year 

একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামের হাট-বাজার কিংবা শহরে এই ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের চোখে পড়ে। তারা প্রচন্ড রোদ ও বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় রাস্তার ধারে বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করে থাকেন।

Posted using SteemPro Mobile

 last year 

তারাগঞ্জ টার্মিনালে অবস্থিত এই ফলের দোকানটি নিয়ে আপনি অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ফল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান গুলো সরবরাহ করতে ফলের গুরুত্ব অপরিসীম। এই ফলের মৌসুমে বাজারগুলোতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আপনার পোস্টের মান বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র জাস্টি ব্যবহার করে পোস্ট না করে মার্কডাউন ব্যবহার করুন।। ছবি সংখ্যা বৃদ্ধি করুন।।।

 last year 

বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া

 last year 

ফল বিক্রেতা নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই। এই ভ্রাম্যমাণ ফল বিক্রেতা রাস্তার মোড়ে এবং কি বাস টার্মিনালে রেল স্টেশন এর সামনে এদের বিক্রি করতে দেখা যায়। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই সাজিয়ে গুছিয়ে লিখছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.57
ETH 2439.22
USDT 1.00
SBD 2.34