ঐতিহ্যবাহী সেলাই মেশিন || অনেক মানুষের রোজগারের মাধ্যম

in Steem For Traditionlast year

হ্যালো বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mahmudul20

কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।


ঐতিহ্যবাহী সেলাই মেশিন


1000006866.jpg

সেলাই মেশিন বাংলাদেশের ঐতিহ্য, সেই প্রাচীন যুগ থেকে ধারাবাহিকভাবে সেলাই মেশিন চলে আসতেছে। আগে গ্রামপতি দুইটা থেকে তিনটা সেলাই মেশিন থাকতো বা এর থেকেও কম কিন্তু এখন এক গ্রামে অনেকগুলো সেলাই মেশিন পাওয়া যায়। পা দিয়ে চালিত সেলাই মেশিন বেশিরভাগ মহিলা মানুষরা চালিয়ে থাকেন। অনেকেই আছেন যারা সেলাই মেশিন দিয়ে রোজগার করে নিজের সংসার চালান। তাই সেলাই মেশিন গ্রাম অঞ্চলের মানুষদের রোজগার করার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


1000006862.jpg

আমি যেই সেলাই মেশিনটির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি, এটি আমাদের নিজস্ব সেলাই মেশিন। এটি অনেক পুরনো একটি সেলাই মেশিন, এই সেলাই মেশিনটিতে আম্মু আমাদের বাড়ির মানুষজনের কাপড় সেলাই করে থাকেন। এটি শুধু পার্সোনালি আমাদের নিজেদের জন্য। সেলাই মেশিনটি নেওয়ার কারণ হলো আমার আম্মু কাপড় সেলাই করার প্রশিক্ষণ দিয়েছিলেন। এর জন্যই বাসা থেকে আম্মুকে একটি মেশিন কিনে দেওয়া হয়। যাতে করে প্রশিক্ষণের যেসব কাজ শিখেছে সেগুলো যেন ভুলে না যায়।


IMG_20230812_143116_602-01.jpeg
IMG_20230812_143103_729-01.jpegIMG_20230812_143053_485-01.jpeg
এই সেলাই মেশিন গুলো অনেক পুরনো তাই এগুলো পা দিয়ে চালাতে হয়। পা দিয়ে সেলাই মেশিন চালানো প্রথমদিকে সহজ মনে হলেও, বেশি দিন পা দিয়ে সেলাই মেশিন চলার কারণে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। অনেকেরই আছে পায়ের হাড্ডি ক্ষয় হয়ে যায় এরকম ইত্যাদি ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে এখন অনেক ধরনের সেলাই মেশিন তৈরি করা হয়েছে যেগুলো বিদ্যুৎ বা চার্চের মাধ্যমে চলে। দেশ উন্নত হওয়ায় মাধ্যমে মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে, তবে মাঝখান থেকে আমাদের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। বর্তমানে যা ঐতিহ্য রয়েছে একমাত্র গ্রাম অঞ্চলেই পাওয়া যায়। আর শহর অঞ্চল পুরোটাই আধুনিকতার ছোঁয়ায় ভরপুর।


IMG_20230812_143113_718-01.jpeg

দেশ আধুনিকতার সুবাদে গ্রাম অঞ্চল মানুষদেরও কিছু উপকার হয়েছে, যেমন মনে করেন আগে যদি কেউ সেলাই মেশিনের কাজ শিখতে চাইতো, তাহলে কিন্তু খুব সহজে কাজ শিখতে পারত না। কারণ কাজ শিখানো মানুষ খুবই কম পাওয়া যেত। কিন্তু এখন আর তেমনটা নয় এখন প্রতিটি গ্রামে মাইকিন করে মানুষদের কে সেলাই মেশিনের কাজ শিখার জন্য আমন্ত্রণ করা হয। এখন যে কেউ চাইলে অল্প টাকার মাধ্যমে খুব সহজেই সেলাই মেশিনের কাজ শিখতে পারে। এটি অবশ্য আমাদের গ্রাম অঞ্চল মানুষদের জন্য অনেক সুবিধাজনক একটি কাজ। কারণ এই সেলাই মেশিনের কাজ করে অনেক মা বোন আছে যারা নিজেদের সংসার চালায়। এই কারণেই আমি চাই সব সময় বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য এবং বেঁচে থাকুক আমাদের কাছের মানুষজন। আজকে এখানেই শেষ করলাম।

ফোনের বিবরণ:-
বিষয়ঐতিহ্যবাহী সেলাই মেশিন
ক্যামেরা মডেলRealme C55
ফটোগ্রাফার@mahmudul20
লোকেশনকিশোরগঞ্জ নীলফামারীর


1000005474.png

❤️‍🔥-আল্লাহ হাফেজ-❤️‍🔥

1000005474.png


IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness


Best Regards:-
@mahmudul20

Sort:  
 last year 

সেলাই মেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। সেলাই মেশিন কাপড় সেলাইয়ের জন্য বহুল ব্যবহৃত একটি মেশিন। গ্রামের বেশিরভাগ গৃহিনীরা সেলাই মেশিনের কাজ শিখে রাখেন। সেলাই মেশিন নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

সেলাই মেশিন আমাদের ঐতিহ্য, যুগ যুগ ধরে এই মেশিন সেলাই এর কাজে ব্যবহার হয়ে আরছে। সেলাই মেশিন এর মাধ্যমে অনেক নারী সাবলম্বী হচ্ছে। প্রায় প্রতিটি বাড়িতে সেলাই মেশিন দেখা যায়। দারিদ্রতা দূর করার জন্য নারীরা সেলাই মেশিন দ্বারা পোশাক তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সুন্দর উপস্থাপন করেছেন ভাই। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 last year 

সেলাই মেশিন আমাদের পুরনো দিনের ঐতিহ্য। গ্রাম অঞ্চলে কম বেশি সব মহিলা সেলাই মেশিন ব্যবহার করে।তবে এটা ঠিক কেউ কেউ এই সেলাই মেশিনের উপর দিয়ে জীবিকা নির্বাহ করে।আমার নিজের ভাবি সেলাই মেশিন ব্যবহার করে। আমাদের গ্রামের অনেক মানুষ তার কাছে কাপড় সেলাই করে।আপনার মা সেলাই মেশিন চালায় এটা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 
আমি এটা জেনে খুশি হলাম যে,এই সেলাই মেশিনটি আপনার মায়ের।বর্তমানে প্রতিটি গ্রামেই সরকারিভাবে কাপড় সেলাই এর প্রশিক্ষণ দেওয়া হয়।এখানে ছেলে ও মেয়ে উভয়েই প্রশিক্ষণ নিতে পারে।সেলাই মেশিন চালিয়ে অনেক নারী এখন স্বাবলম্বী হয়েছে। আর বর্তমানে কাপড় সেলাইয়ের যা দাম,তাতে প্রতিটি বাড়িতেই সেলাই মেশিন থাকা আবশ্যক। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ।
 last year 

আপনাকেও ধন্যবাদ আপু

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, এখন সেলাই মেশিনের কাজ শিখা খুবই সহজ। প্রতিটি গ্রামে এখন সরকারিভাবে কাজ শেখানো হয়। আর বর্তমানে কাপড় সেলাই করার যা দাম নিজস্ব একটা সেলাই মেশিন থাকলে অনেক উপকারে আসে। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। এবং আপনার ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর ছিলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

Loading...
 last year 

শেলাই মেশিন নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন। এই সেলাই মেশিনের কারনেই অনেক নারী সাবলম্বী হয়ে উঠতে সক্ষম হয়েছে। আমাদের পাশের বাসায় একজন ভাবী আছে যিনি সেলাই মেশিন চালিয়েই তার সংসার চালিয়ে আসছেন। ধন্যবাদ ভাইয়া সেলাই মেশিন নিয়ে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

সেলাই মেশিন অনেক কাজের একটি জিনিস। এই মেশিনের সাহায্যে অর্থ যেমন রোজগার করা যায় তেমনি ভাবে নিজের প্রয়োজনীয় সেলাই কাজও সম্পন্ন করা যায়। আপনি ঠিকই বলেছেন বর্তমানের সেলাই মেশিন গুলো বেশির ভাগই বিদ্যুৎ দিয়ে চলে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

কাপড় শেলাই করা এ মেশিন শুধু গ্রামে না সব অঞ্চলেই প্রচলিত।যারা হাতের কাজ পারে তাদের ঘরে ঘরে এ মেশিন দেখা যায়।এ কাজটি কেউ শখের বশে করে কেউ এটাকে টাকা কামানোর যন্ত্র হিসেবে ব্যবহার করে।
ধন্যবাদ

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67317.89
ETH 2666.70
USDT 1.00
SBD 2.70