কনটেস্টে অংশগ্রহণ :- পাড়েরহাট বাজার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

in Steem For Traditionlast year (edited)

হ্যালো বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mahmudul20

কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, Steem For Tradition কমিউনিটির আয়োজিত "শেয়ার করুন গ্রামীণ হাটবাজারের দৃশ্য এবং সংক্ষিপ্ত বিবরণ" কনটেস্টে অংশগ্রহণের করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

পাড়েরহাট বাজারের দৃশ্য


1000006404.jpg


1000006347.jpg

হ্যালো প্রিয় বন্ধুগন আজ আমি আপনাদের সাথে আমাদের পাড়েরহাট বাজার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো, হাড়েরহাট আমার গ্রাম থেকে এক কিলোমিটার দূরে, গ্রামের পাশেই গ্রামীণ পরিবেশে একটি বাজার, আমাদের অল্প কিছু প্রয়োজনেও এই বাজারে এসে থাকি, তবে সব সময়ের জন্য এখানে গ্রামীণ শাকসবজির বাজার বসে না, পাড়েরহাট বাজার সাপ্তাহে দুই দিন হয়ে থাকে, রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু এমনিতেই কয়েকটি দোকান সব সময় থেকেই যায়। এছাড়াও এখানে একটি পিঁয়াজির দোকান রয়েছে যেটি প্রতিদিন বিকাল বেলা করে দোকান চালু করে, আমরা বন্ধুরা মিলে প্রায় দিন পিঁয়াজি খেতে আসি।


1000006350.jpg1000006348.jpg
পাড়েরহাট বাজারে সব টাটকা সবজি পাওয়া যায়, এখানে কোন ভেজাল যুক্ত সবজি বিক্রি করা হয় না, কারণ গ্রামের পাশেই পাড়েরহাট বাজার এই জন্য এখানে দূর দূরান্ত থেকে কোন বিক্রেতা আসে না, এখানে সব আশেপাশের মানুষজন হাটের দিন করে শাকসবজি বিক্রি করতে আসেন, এটি অনেক পুরনো একটি বাজার, প্রাচীন কাল থেকেই এখানে মানুষ বাজার করে থাকেন, এখন সবাই বড় বড় হাট বাজার থেকে খরচ করলেও এখনো পাড়ের হাটের উপর তেমন কোন প্রভাব পরেনি, এখনো আগের মতোই জাঁকজমক ভাবে মানুষের আনাগোনা রয়েছে।


1000006339.jpg

1000006341.jpg1000006340.jpg
আমি যেদিন থেকে বাজার করা শিখেছি ওই দিন থেকেই এই দোকানদার ভাইয়ার থেকে খরচ করে থাকি, কারণ এখানে শাকসবজির দাম একটু কমে পাওয়া যায, বিশেষ করে এই দোকানের পরিবেশটা অনেক সুন্দর, আর আমরা তো সবাই চাই পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে খরচ করার জন্য, এনার দোকানের জিনিসপত্র গুলো অনেক সাজানো গোছানো থাকে, আপনারা ফটোগ্রাফিতে দেখতেই পারতেছেন ঢেঁড়স এবং বাকি সবজিগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যে কেউ দেখলে বুঝতে পারবে দোকানের পরিবেশটা অনেক সুন্দর।


1000006342.jpg

1000006346.jpg1000006343.jpg

এই দোকানটি প্রতিদিন খোলা থাকে, আমরা প্রতিনিয়ত এখান থেকে মসলা নিয়ে যাই, আর এখনে সব ধরনের মসলা পাওয়া যায়, পুরো বাজার মিলে একটাই মসলার দোকান, তবে বাজারের দিন আরও দুই একটি মসলার দোকানদার আসে কিন্তু এটি প্রতিদিন খোলা থাকার কারণে অনেক ভালো বিক্রি করেন, আর বাজারটি অনেক পুরনো হওয়ার কারণে এখন পর্যন্ত জাঁকজমত ভাবে বাজার হয়, এই ছোট্ট পাড়েরহাট বাজারে আপনি সব ধরনের জিনিসপত্র পাবেন, গ্রামীণ বাজার অনুযায়ী আমার কাছে অনেক সুন্দর একটি বাজার মনে হয়, কারণ সাধারণত এখন গ্রামীণ বাজার গুলো দিন দিন বিলুপ্ত হতে চলেছে কিন্তু আমার মনে হয় পাড়েরহাট বাজারটি দিন দিন আরো বড় হতে চলছে, অনেক পুরনো বাজার বলে দূর দূরান্তর মানুষগুলো এক নামেই চেনে, কারণ এটি পরিমাণে ছোট বাজার হলেও বাজারটি অনেক জাঁকজমক হয়ে থাকে, আপনারা ফটোগ্রাফির দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন গ্রামীন বাজার হলেও অনেক বড় বাজারের মত লাগে। যাইহোক এই ছিল আমার পাড়েরহাট বাজার নিয়ে কিছু সংক্ষিপ্ত বর্ণনা।


ফোনের বিবরণ:-
বিষয়কনটেস্ট
ক্যামেরা মডেলRealme C55
ফটোগ্রাফার@mahmudul20
লোকেশনকিশোরগঞ্জ নীলফামারীর

এরকম সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পেরে আমি খুবই আনন্দিত, আশা করি আমার অংশগ্রহণ আপনাদেরও ভালো লাগবে, এবং আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি:- @benoitblanc @nushrat @iyanpol12


1000005474.png

❤️‍🔥-আল্লাহ হাফেজ-❤️‍🔥

1000005474.png


IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness


Best Regards:-
@mahmudul20

Sort:  
 last year 

পাড়েরহাট বাজার নিয়ে বেশ সুন্দর উপস্থাপনা করেছেন।শাক সবজির দোকানটিতে খুব সুন্দর ভাবে সবজিগুলোকে সাজিয়ে রেখেছেন। বিশেষ করে ঢেঁড়স গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। হাটগুলো একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। তাই হাটে সব সময় টাটকা সবজি পাওয়া যায় । প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

Loading...
 last year 

জেনে ভালো লাগল পাড়ের হাটে ভেজালমুক্ত সবজি বিক্রি করা হয়। আসলেই আশেপাশের মানুষ হাটে আসলে ভেজাল দেওয়ার সাহস পায় না দোকান ওয়ালারা।বেশির ভাগ সময় দূরের মানুষকে খাওয়ানোর জন্য সবজিতে ভেজাল দেয়। আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

পাড়েরহাট বাজার নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। পাড়েরহাট বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার। ভাই আপনাদের বাজারে অনেক টাটকা সবজি পাওয়া যায়। আপনার ফটোগ্রাফির মধ্যে তা দেখতে পেয়েছি। সুন্দর লিখেছেন ভাই ফটোগ্রাফি অসাধারণ করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

পাড়েরহাট নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট লিখিছেন।এসব হাটে টাটকা শাক-সবজি পাওয়া যায়। সবজির দোকান গুলো অনেক সুন্দর দেখাচ্ছে ভাইয়া।দোকান গুলো দেখে মনে হচ্ছে পাড়েরহাটটি অনেক বড়।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। আপনাকে প্রতিযোগিতার শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

প্রথমে আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া। পাড়েরহাট বাজারটা নিয়ে অনেক সুন্দর এবং বিস্তারিত একটি আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে বাজারটির অবস্থান মনোরম পরিবেশে। সুন্দর পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আপনি পাড়েরহাট নিয়ে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। গ্রামীন হাটবাজার গুলো আমাদের ঐতিহ্য। হাট বাজারে আমরা সব ধরনের জিনিস পাই।এবং সব টাটকা জিনিস পাওয়া যায়।আপনার এলাকার পাড়ের হাট নিয়ে সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

পাড়েরহাট আমাদের গ্রামের পাশেই অবস্থিত, আপনি পারে হাট সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন, আমারও এমনটা মনে হয় যে দিন দিন পাড়েরহাট অনেক উন্নত হইতেছে, এছাড়াও আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে, কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি, শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে বাজারটি অনেক বড। আপনার এলাকার হাটবাজারে দোকানগুলো সম্পর্কে বেশ ভালোই ধারণা দিয়েছেন আপনি।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91