গ্রাম বাংলার হাটবাজারে দৃশ্য।

in Steem For Tradition2 years ago

সুপ্রিয়

স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই শীতের সকালের উষ্ণ ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ। এবং সেই সাথে জানাচ্ছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম , এবং অন্য সম্প্রদায়ের প্রতি রইল আমার আন্তরিক মহব্বত ও ভালবাসার শুভেচ্ছা ।

আজকে আমি আপনাদের মাঝে গ্রাম বাংলার হাট বাজারের কিছু দৃশ্য এবং এক মানবীয় মানুষের মানবীয় ব্যক্তির জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি ।আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।

IMG_20230106_142241.jpg

উপরের চিত্রে দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ লোক তিনি কাঁচামালের ব্যবসা করতেছে। সেই ব্যক্তি প্রায় ২০ থেকে ২৫ বছর যাবত এই ব্যবসা করে আসতেছে শুধু হাট-বাজার এবং গ্রামগঞ্জে। ব্যক্তির নাম হচ্ছে আব্দুল করিম। তিনি একজন কৃষক। উনার পরিবারে সদস্য সংখ্যা হচ্ছেন চারজন । স্বামী-স্ত্রী এবং দুই ছেলে সন্তান নিয়ে তাদের সুন্দর একটি পরিবার। এই ভদ্রলোক হচ্ছেন একজন কৃষক তিনি নিজেই বাড়িতে শাকসবজি চাষ করেন এবং তার অনেক জমিতে উনি শীতকালীন সবজি ও চাষ করে থাকে। সেই চাষকৃত জমি থেকে উৎপাদিত ফসল হাটবাজারে নিয়ে আসে এভাবে বিক্রি করে থাকে ।এই উপার্জিত টাকা দিয়ে তিনি তাদের তার দুই সন্তানকে পড়াশোনার চালাচ্ছেন । বড় সন্তান ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং ছোট সন্তান এইচএসসি পাশ করেছে। এই ভদ্রলোক প্রতিনিয়ত গ্রামেগঞ্জে এবং হাট বাজার এরকম কাঁচামাল বিক্রি করে থাকে।এবং সেই বিকৃত টাকা দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে সে অনেক আছেন। উনার উৎপাদিত কাঁচামালগুলো হচ্ছে আলু ,বেগুন, সিম ,ফুলকপি, পাতাকপি , কাঁচামরিচ, টমেটো ইত্যাদি ‌। এভাবেই প্রতিনিয়ত রামগঞ্জে হাট করে সে আজকে অনেক সাবলীল ।

IMG_20230106_142320.jpg

উপরের চিত্রে দেখতে পাচ্ছি এক বৃদ্ধ লোক পাতাকপি বিক্রি করছে উনি হচ্ছেন একজন পাইকারি ব্যবসায়ী। উনি পাইকারিতে কাঁচামাল বিক্রি করে থাকেন। সপ্তাহে দুইটি হাট করে সে হাট থেকে তিনি ৩০ থেকে ৫০ মন পাতাকপি এবং অন্যান্য শাকসবজি বিক্রি করে থাকেন। এবং হাটবাজারে সেগুলো খুব ভালোভাবেই বিক্রি হয়।

IMG_20230106_142428.jpg

উপরে দেখতে পাচ্ছি এক বৃদ্ধ লোক উনি গ্রাম বাংলার হাট বাজারে পান সুপারি থেকে শুরু করে রান্নায় ব্যবহারকিত অনেক মশল্লা হাট বাজারে বিক্রি করছে। উনার দোকানে বিকৃত পণ্য গুলো হচ্ছে । লং, গুড়া হলুদ, মরিচের গুঁড়া ,কালোজিরা, ধনিয়া মুহুরী , এলাচি, বাদাম, মসুর ডাল, মুখ কালেক্টর ডাল, ইত্যাদি মসলা পাওয়া যায় । এভাবেই পুঁথি নিয়ে তো হাটবাজারে ব্যবসা করে তিনি তার জীবন
জীবিকা পরিচালনা করেন ।

স্টিম ফর ট্র্যাডিশনে আজকে আমি গ্রাম বাংলার হাটবাজারে ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে এটি পড়বেন এবং দেখবেন এবং ভালো মতামত প্রকাশ করবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

গ্রাম বাংলার হাটবাজার নিয়ে সুন্দর একটি পোষ্ট লিখেছেন। আপনার তথ্যগুলো অনেক ভালো ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।ছবিগুলো বেশ ভালো করে তুলেছেন।আমার অনেক কিছু অজান ছিল যা,আপনার পোস্ট পরে জানতে পারলাম। ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রামের হাটে টাটকা সবজি পাওয়া যায়। পাতা কপি গুলো বেশ তাজা লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর লিখছেন ভাই আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

গ্রাম বাংলার হাট অনেক জনপ্রিয়। গ্রামের হাটে সব মানুষের সমাগম বেশি। সুন্দর হয়েছে আপনার পোস্ট টি।

 2 years ago 

গ্রাম বাংলার ঐতিহ্য হলো হাট-বাজার। হাট-বাজারের দৃশ্যটি দেখার মতোই ছিল।হাট-বাজার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

গ্রাম বাংলার হাট-বাজারের সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। এই শাক-সবজিগুলো সতেজ এবং টাটকা, তাই অনেকে এখান থেকে শাক-সবজি কেনেন।

 2 years ago 

Thanks so much ❤️

 2 years ago 

গ্রাম বাংলার হাট বাজারের প্রকৃতি মানুষের জীবিকা এসব নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন ভাই। আপনি বিবরণ গুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন দোকানদারের। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

Thanks so much ❤️

 2 years ago 

চমৎকার লাগল আপনার এই পোস্ট। হাটবাজার নিয়ে বেশ ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

Thanks so much ❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68565.31
ETH 2455.74
USDT 1.00
SBD 2.62