আমরা চাষ করা সরিষা এবং পেঁয়াজ মরিচের ক্ষেত।
######__Steem__For___tradition
এর সকল ভাই বোন বন্ধু ও সদস্যবৃন্দগণ সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্য সম্প্রদায়র প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
চারদিকে অনেক শীত এবং ঠান্ডা তার মাঝেও আশা করি আপনারা সবাই ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ছোট বড় দোয়া এবং ভালোবাসায় আমিও ভাল আছি ।
আজকে আমি আপনাদের মাঝে স্টিম ফর ট্র্যাডিশন এ আমার চাষ কৃতো সরিষা এবং পেঁয়াজ রসুন এর ক্ষেত নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা এবং কিছু ছবি আপনাদের মাঝে উপস্থাপন করবে ইনশাল্লাহ।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে, একটি সরিষা ক্ষেতে আমি সরিষার রোপন করার চেষ্টা করছি । সরিষার চাষ করার জন্য প্রথমে আমি কিছু মাটি, কোদাল দিয়ে চাষ করেছি। তারপর সে মাটিতে কিছু জৈব সার ব্যবহার করেছি যেমন চুলার ছাই এবং গরুর গোবর।
তারপর সে মাটিগুলোর সাথে সবকিছু সংমিশ্রণ করেছি । সংমিশ্রণ করে দুই/ এক দিন ফেলে রেখে তারপর আবার পানি দিয়েছি ।
তারপর সরিষার দিয়েছি , সরিষা দেওয়ার কয়েকদিন পর আস্তে আস্তে গাছ গাজাতে শুরু করলো ।তারপর থেকে আমি প্রতিনিয়ত বিকেল বেলা এবং সকালবেলা করে পানি দিয়ে থাকি । এভাবেই প্রতিনিয়ত পরিচর্যা করে থাকি। তার পাঁচ থেকে সাত দিন পর গাছ বড় হতে শুরু করল। এবং এখন অনেক পাতাও গজা শুরু হয়েছে ।
এবং এখন আস্তে আস্তে ফুল ধরা শুরু করেছে ।ইনশাআল্লাহ আমি আশা করি। কিছুদিনের মধ্যে সম্পূর্ণ রূপে ফুল ধরবে ।এবং আমার সরিষা ক্ষেত সম্পূর্ণ রূপে হলুদের রঙে রঙিন হবে। এবং আমার সরিষা ক্ষেতে সরিষা ধরার শুরু করবে।
আমি প্রতি নিয়তো সকাল বিকেল আমার সরিষা খেতে পরিচর্যা করে থাকি । এবং সার ও কীটনাশক সার ও ব্যবহার করে থাকি । এবং কমবেশি পানি দিয়ে থাকে। এভাবে আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের মাঝে আমার চাষ করা সরিষা ক্ষেতের ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে
আপনারা উপরের চিত্রে দেখতে পাচ্ছেন?
আমি আমার চাষ কৃত কিছু জমিতে সরিষার পাশাপাশি। আমার পরিবারে সদস্যদের খাওয়ার জন্য আমি কিছু রসুন পেঁয়াজ এর ও আবাদ এবং চাষ করেছি । এখানে কিছু জমিতে রসুন এবং কিছু জমিতে পিঁয়াজ লাগানো হয়েছে। এখন গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং ভিতরে পিয়াজ এবং রসুনের আকৃতি চলে আসছে আমি আশা করি আর কিছুদিনের মধ্যে আমি আমার পরিশ্রমের কাঙ্খিত ফল পেয়ে যাব। এবং সেগুলো আমি আমার বাসার সদস্যদেরকে নিয়ে খুব সুন্দর ভাবে খেতে পারব। পিয়াজ এবং রসুন সাধারণত বেশিরভাগই আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আমি আমার পরিবারের সদস্যদের রান্নাবান্নার কাজে ব্যবহৃত রসুন এবং পেঁয়াজ এর চাহিদা মিঠাই আমার আবাদ করা জমি থেকে।
।
আপনারা দেখতে পাচ্ছেন আমার সরিষার খেতে অনেক গাছেই ফুল ধরতে শুরু করেছে ।আর কিছুদিনের মধ্যেই আমি আশা করি আমার সরিষা খেতে সব গাছেই সুন্দরভাবে ফুল ধরবে এবং ফুল ফুটবে এবং তা থেকে আমরা উৎপাদিত ফসল থেকে অনেক সরিষা পেয়ে যাবে ।
আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে ছবিতে কিছু গাছের ছবি তুলেছি সেগুলো হচ্ছে আমার জমিতে চাষ করা ।পিয়াজ এর গাছ আসলেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং খুব কালচে হয়েছে। কারণ এগুলোতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং কীটনাশক সার ব্যবহার করেছি । কারণে অনেক আলো বাতাস এবং সুন্দর আবহাওয়ার কারণে আমার পেঁয়াজের গাছ গুলো এত সুন্দর এবং ভালো হয়েছে।।
তাই আজকে আমি আপনাদের মাঝে স্টিম ফর ট্র্যাডিশন আমার আবার থেকেও সরিষা এবং পেঁয়াজ রসুনের ক্ষেত এর ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এবং আপনারা সবাই এটা মনোযোগের সহিত পড়বেন । এবং আমাকে কিছু মন্তব্য পেশ করবেন যা দিয়ে আমি আরো ভালোভাবে এরকম চাষ করতে পারি।
আমার পোস্ট করার জন্য ধন্যবাদ।
আমাদের সকলের উচিত এই ভাবে বাগান তৈরি করে চাষ করা। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাইয়া
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
ধন্যবাদ
আপনার পোস্টে আপনি ভুল মার্কডাউন ব্যবহার করেছেন। আমার মনে হচ্ছে।
আপনি লিখেছেন অনেক ভালো। তবে পোস্টে অনেক ভুল মার্ক ডাউন ঠিকমতো ব্যবহার হয়নি। টাইটেল এর প্রথমে আপনার ভুল। ভাই আপনার ভুলগুলো ঠিক করেন
আপনার চাষাবাদের বাগানটি বেশ বড়ই মনে হচ্ছে ফলন খুব ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য
আপনার ছবি গুলা ওনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাই
সবজি অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।