ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি by @labibasultana
হায়দাবাদের বিরিয়ানি
আমি লাবিবা(@labibasultana)।আজ কথা বলবো বিরিয়ানি নিয়ে। বাংলাদেশ,পাকিস্থান,ইন্ডিয়ার জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির নাম শুনে মুখে জল আসে না এমন মানুষ পাওয়া অনেকটাই কষ্ট সাধ্য। বিরিয়ানি ও অনেক ধরনের হয়ে থাকে। বিরিয়ানির ঘ্রানে খিদা লাগে না এমন মানুষ মনে হয় না আছে। তবে আলোচনা শুরু করা যাক।
ইতিহাস -
বলা হয় বিরিয়ানি এসেছে দক্ষিন ভারত থেকে। কিছু লোকজনের মতে মুসলিম অঞ্চল গুলোতে থেকেই উৎপত্তি হয়েছে আর কিছু লোকের মতে হায়দাবাদ থেকে। বিরিয়ানি একটি উর্দু ভাষা। তবে বলা হয় এর ফারসি তে এর অর্থ চাল বা রোষ্ট। বিরিয়ানি রান্নার আগে ঘি দিয়ে চাল বা ভাত কে ভেজে নিতে হয়। ভারতের বিভিন্ন জায়গায় বিরিয়ানির টেষ্ট বিভিন্ন রকম। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উপাদান দিয়ে বিরিয়ানি তৈরি করে থাকে।
বিরিয়ানি কিভাবে বানাতে হয় -
উপাদান -
১.বাসমতী চাল বা পোলাও চাল
২. মশলা
৩. আলু
৪. ঘি
৫. মাংস (মুরগি,গরু,খাসি,ছাগল)
৬. দই
কীভাবে বানানো হবে (রান্নার উপায়) -
১. প্রথমে একটি পাত্রে মাংস সকল মশলা পরিমান মত দিয়ে,দই দিয়ে,লেবু দিয়ে এবং পরিমান মতো লবন দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ।
২. আরেকটি পাত্রে তেল নিতে হবে কাচাঁ মরিচ,পেয়াজ, জিরা এবং যাবতীয় মশলা, দিয়ে নারা চারা দিতে হবে যাতে পুড়ে না যায়। একটুপর ম্যানিয়েট করা মাংস ছেড়ে দিতে হবে।
৩.আলাদা করে মাংসটা রান্না করতে হবে। মাংসটা পানি দিয়ে কশিয়ে নিতে হবে মাখা মাখা বা পানি কিছুটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।
৪. বাসমতী চাল হলে চাল সাবধানে ধুতে হবে যাতে চাল না ভেঙে যায়। চাল চুলায় দিয়ে নাড়াচাড়া করা যাবে না। একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
৫. অত:পর আরেকটি পাত্রে তেল গরম করে পেয়াজ মরিচ জিরা,গোলমরিচ তেসপাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু লাল হয়ে গেলে সিদ্ধ ভাত ঢেলে দিতে হবে সাবধানে।
৬. এরপর মাংস সাজিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে বিরিয়ানি।
আসলে ঝামেলার জন্য মূলত ব্যস্ততার জীবনে বিরিয়ানি মানুষ রান্না করার থেকে বাইরে থেকে এনে নেয়।
বাংলাদেশে বিরিয়ানি -
বাংলাদেশের মানুষ ছোট থেকে বুড়ো সকলেই পছন্দ করে থাকে। এখানে হায়দাবাদের বিরিয়ানি, পুরান ঢাকার বিরিয়ানি, ইন্ডিয়ান বিরিয়ানি, মুরগি বিরিয়ানি, কাচ্চি উল্লেখযোগ্য। পুরান ঢাকার বিরিয়ানি বাংলাদেশের ঢাকার মানুষের কাছে সবচেয়ে পরিচিত। সেই ব্রিটিশ আমল থেকেই পুরান ঢাকায় এই পুরান ঢাকায় বিরিয়ানি চলে আসছে। নিঃসন্দেহ বিরিয়ানি বাংলার মানুষের কাছে জনপ্রিয় খাবার। বাংলাদেশের খাবারের দোকান গুলোর বেশির ভাগই বিরিয়ানির দোকান। বিভিন্ন উৎসবে বিরিয়ানির আয়োজন করা হয়।
ছবির | তথ্য |
---|---|
ডিভাইস | redmi note 8 |
স্থান | উত্তরা, ঢাকা। |
ধন্যবাদ সবাইকে,
আশা করি আপনার ভালো লাগবে আমার লেখাটি। আমার কোন ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।প্রতিটি ছবি আমার তোলা
বিরিয়ানি বানানোর উপস্থাপনা খুব সুন্দর করেছেন আপনি এটি একটি কোয়ালিটি পোস্ট ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য আমাদের মাঝে।
ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য
দেখেই মনে হচ্ছে এই বিরিয়ানি খেতে খুব সুস্বাদু হবে। এটা কি বিরিয়ানি? পুরান ঢাকার বিরিয়ানি নাকি? বিরিয়ানি আমার প্রিয় খাবার।
প্রথম টা হায়দাবাদের বিরিয়ানি 😷
খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লেখেছেন, আপনার পোস্টের বিরিয়ানি দেখে আমার জল চলে আসলো,আপনার পোস্ট পরে আমি ওনেক কিছু যানতে পারলাম, ধন্যবাদ আপনাকে
অনেক*হবে
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয় খাবার। বাংলাদেশ, ভারত,পাকিস্তানের ঐতিবাহী বিরিয়ানি। ভারত অনেক প্রদেশে এই বিরিয়ানির ঐতিহ্যবাহী খাবার। অনেক ভাল একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
ধন্যবাদ আপু❤️
দেশের বাহিরে থাকা অবস্থায় বিভিন্ন দেশের বিরিয়ানি খেয়েছি। তাদের বিরিয়ানি স্বাদ বাংলাদেশের বিরিয়ানি স্বাদের তুলনায় অনেক ভালো। খুব ভালো লিখেছেন আপু শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া 😁
ঐতিহ্যবাহী বিরিয়ানী নিয়ে আমাদের মাঝে অনেক অজানা তথ্য শেয়ার করেছেন। বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় তার সম্বন্ধে আপনি অনেক তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ আপনাকে
বাহ্ বিরিয়ানি টা অসাধারণ দেখেই লোভ লেগে গেলো, সুন্দর রেসিপি শেয়ার করছেন আপু, বিরিয়ানি আমার খুবই পছন্দের খাবার
ধন্যবাদ কমেন্ট করার জন্য
বিরিয়ানি খেতে আমার অনেক ভালোই লাগে আর আমার অনেক পছন্দের খাবার বিরিয়ানি।বিরিয়ানির প্রকৃত উৎস খাদ্য জাতের চাল থেকে বিরিয়ানি প্রস্তুত করা হয়। আর আপনি অসাধারন বিরিয়ানি নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্যা ধন্যবাদ
ধন্যবাদ ❤️
বিরিয়ানির ছবি দেখতে বেশ লোভনীয় লাগছে।বিরিয়ানি সবার পছন্দের একটি খাবার। আমি আমার বাড়িতে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে নেই। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কমেন্ট করার জন্য