ঐতিহ্যবাহী বাহন রিকশা
রিক্সা/রিকশা
আজ কথা বলবো ঐতিহ্যবাহী বাহন রিকশা। আচ্ছা ঐতিহ্যবাহী বলতে আপনি কি বুঝেন? যেটা মানুষের ঐতিহ্য ধরে রাখে ও সংস্কৃতি বহন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিস গুলোর মধ্যে এই রিকশা অন্যতম। বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট যে রিক্সায় উঠে না। সল্প দূরত্বে যাওয়ার জন্য রিকশা অন্যতম বাহন হিসাবে ব্যবহার করা হয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো -
আপনি এখানে যা যা জানতে পারবেন -
১. রিকশা নিয়ে কিছু তথ্য।
২. রিকশা বাংলাদেশে বাহন হিসাবে কতটুকু গুরুত্ববহন করে?
রিকশা নিয়ে কিছু তথ্য -
বাংলাদেশে নিম্নবিত্ত যারা অথবা যারা দরিদ্র তারাই রিকসা চালায় বলে ধারনা করা হয়। রিকশা বাহনাটি পায়ে চালিত একটি বহন। তবে অন্য দেশে যেমন ভারতে অথবা জাপানে এক সময় দুইচাকা রিকশা ছিলো যা সামনে মানুষ ঠেলাগাড়ির মতো টেনে নিয়ে যেতো। কিন্তু বাংলাদেশে ৩ চাকার রিকশা দেখা যায়। এখন রিকশায় মটর লাগানো হয় ওই রিকসা গুলোতে পা দিয়ে চালাতে হয় না মটরের সাহায্যে চলে। ধারণা করা হয় দক্ষিণ এশিয়াতেই এর উদ্ভাবন ঘটে। আঠারো শতকের দিকে এটা উদ্ভাবন হয় বলে এক মার্কিন মিশোনারী ধারনা করে।
১৯০০ সালে ভারতে প্রথম আসে এবং ১৯২০ সালে চট্টগ্রামে শুরু হয় রেঙ্গুন থেকে আশা যাওয়া শুরু হয়। প্রথম দিকে শুধু মাল বহনের জন্য এটি রাস্তায় নামানো হয়। তার কয়েক বছর পর মানুষ এই বহনের অনুমতি পায়। জাপানে এখনো রিকসা আছে। তবে খুবই কম। রিকশায় ভালো ভাবে বসতে পারে ২ জন তা ছাড়া সামনে চালাক থাকে।
রিকশা বাংলাদেশে বাহন হিসাবে কতটুকু গুরুত্ববহন করে?
বাংলাদেশের রাজধানী ঢাকাকে রিকশার শহর বলা হয়। ওলিতে গলিতে সব জায়গায় রিকশা দেখা যায়।গ্রাম হোক কিংবা শহর সবখানে রিকসার দেখা মিলবে। ঢাকায় রিকশায় ঘুরেবেড়ানো যেন এক শখ বা ভালো লাগায় বলতে পারেন। বাংলাদেশে অধিকাংশ মানুষ মধ্যবিত্ত মানুষ। চলাচলের জন্য বাস আর রিকশার ব্যবহার বেশি করে থাকে। একজন রিকশা চালক তার সংসার চালায় এই রিকশা চালিয়ে।
ধন্যবাদ সবাইকে,
আশা করি আপনার ভালো লাগবে আমার লেখাটি। আমার কোন ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।প্রতিটি ছবি আমার তোলা
ঢাকা শহরে রিক্সায় ঘোরার মজাই আলাদা। রিক্সা নিয়ে দারুণ একটি পোস্ট করেছেন। ঢাকা শহরে রিক্সার গুরুত্ব অনেক বেশি। আর ঢাকার মানুষ রিক্সায় ঘুরতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে।
ধন্যবাদ ❤️
রিক্সা মানুষের যাতায়াতের জন্য বিশেষ একটি মাধ্যম। এখন রিক্সা আগের মত তেমন দেখা যায় না। এখন অটো দিয়ে ভরে গেছে শহর ও গ্রাম।ধন্যবাদ এত ঐতিহ্য বাহী একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য।
ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য
রিক্সা অনেক পুরনো একটা যানবাহন। রিকশা চড়ে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। বর্তমানে রিকশা খুবই কম দেখা যায়। আপনি রিকশা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপু ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু❤️
সিএনজি, অটো রিক্সা ও অন্যান্য উন্নত যানবাহনের কারণে রিক্সার প্রচলন কমে গেছে। ঢাকা শহরে রিক্সা থাকলেও কিছু শহরে রিক্সা প্রায় দেখা যায় না বললেই চলে। তবে রিক্সায় যাতায়াত কিছুটা নিরাপদ এবং আরামদায়ক।
কথা সত্যি 😇
কয়েকটি যানবাহনের মধ্যে রিক্সা আমাকে খুব ভালো লাগে। বর্তমানে এটি তেমন দেখা যায় না আমাদের শহরে। খুব সুন্দর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ
রিক্সা খুবই জনপ্রিয় একটি মাধ্যমে, রিক্সাতে আরামদায়ক জার্নি হয়। রিক্সা আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে, রিক্সা নিয়ে সুন্দর সুন্দর উপস্থাপন করছেন আপু। অনেক ধন্যবাদ
রিক্সা বলতে আমরা যেটা বুঝতাম বর্তমানে সেই রিক্সা নেই বললেই চলে। ঢাকা শহরে কিছু পা দিয়ে চালিত রিক্সা দেখা যায়।তাছাড়া বেশিরভাগ জায়গায় ব্যাটারি চালিত রিক্সা দেখা যায়। ভালো লিখেছেন শুভকামনা রইল
ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
রিকশা গ্রাম অঞ্চলে তেমন একটা দেখা না গেলেও শহরে সবসময় পাওয়া যায় বা দেখা যায় । রিকশা শহরের রাস্তায় সবসময় চলে কিন্তু গ্রামে চাই না। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ ❤️
রিক্সা নিয়ে সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই লিখাটি শেয়ার করার জন্য ।
ধন্যবাদ আপু❤️