ঐতিহ্যবাহী জলযান নৌকা By @labibasultana
আচ্ছা জলযানের বা জলযাত্রার কথা বলল আপনার মাথায় যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে নৌকা। সবচেয়ে ঐতিহ্যবাহী জলযান হচ্ছে নৌকা। ধারণা করা হয় মানুষের সভ্যতার শুরুর দিক থেকেই এই নৌকার প্রচলন করা হয়। সাথে আছি আমি @labibasultana আজ কথা বলবো ঐতিহ্যবাহী নৌকা নিয়ে।
নৌকা নিয়ে কিছু তথ্য -
নৌকা প্রথম দিকে নদীর পাশে যারা বসবাসরত ছিলো তারা ই তৈরি করে। প্রাচীন নৌকায় সময় খনন করে লেখা হতো। এক সময় পুরো গাছের কান্ড থেকে নৌকা তৈরি করা হতো। প্রথম দিক থেকেই যাতায়াত এর জন্য ই ব্যবহার করা হয়েছে এখনো করা হচ্ছে। বাংলাদেশ নদী প্রধান দেশ বাংলার মানুষের কাছে খুব পরিচিত হচ্ছে নৌকা।
বাংলাদেশে নৌকার গুরুত্ব -
বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে নদী। নব্বই দশকের দিকে বাংলাদেশে নৌকায় মোটর লাগানো হয়েছে। বাংলার মানুষের জন্য নৌকা যাতায়াতের প্রধান বাহন ছিলো এটি। বাংলার মানুষ এর জন্য এ ছিলো আশির্বাদ সরূপ। বড় বড় পণ্য বা কোন কিছু আগে আদানপ্রদানের জন্য নৌকার প্রচলন ছিলো।
বাংলাদেশে প্রচলিত নৌকার মধ্যে অন্যতম হচ্ছে -
১. ছিপ নৌকা
২. ভেলা
৩. ডিঙি
৪. কোষা
৫. পাতাম
(ইত্যাদি)
একটা সময় পদ্মা নদীতে যখন কোন সেতু ছিলো না তখন একমাত্র যোগাযোগ মাধ্যম হিসাবে ছিলো নৌকা। জেলেরা সমুদ্রে মাছ ধরার জন্য ব্যবহার করার জন্য ডিঙি নৌকা দেখা যায়।
আশা করি আপনাদের ভালো লাগবে এই পোষ্টটি । আবার ও কথা হবে অন্যকোন পোষ্টে ততক্ষণ পর্যন্ত
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
নৌপথ। যুগে তেমন ব্রিজ কিম্বা গাড়ি ছিলনা। তখন মানুষ নদী পারাপারের জন্য নৌযান ব্যবহার করতেন।নৌপথে যাত্রা করতে অনেক সময় লাগে। ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট করার জন্য
ধন্যবাদ 😁
Welcome apu 🥰
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
নৌকা অনেক পুরাতন একটি ঐতিহ্যাবাহী যান। অনেক প্রাচীন কাল থেকে নৌকার ব্যবহার হয়ে আসছে। আর নদী এলাকায় এখন খুবই কম নৌকা দেখতে পাওয়া যায়। সুন্দর লিখেছেন আপি। ধন্যবাদ
😁ধন্যবাদ ভাইয়া
নৌকা প্রাচীনকাল থেকেই একটি গুরুত্বপূর্ণ বাহন। কারণ নদীপথে এর থেকে ভালো বাহন কোন আর নেই। নৌকা নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন আপু। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
নৌকা হলো একটা ঐতিহ্য, এখন নৌকা বেশি একটা দেখা যায় না, নৌকা সম্পর্কে সুন্দর একটা পোস্ট করেছেন, ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
নৌকা নিয়ে ভালোই লিখেছেন আপু। তবে উত্তরবঙ্গে নৌকা খুব একটা বেশি দেখা যায় নাহ। ধন্যবাদ ভাই চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য। 💞
ধন্যবাদ 😁
বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী এবং নৌকার সাথে আমাদের গভীর সম্পর্ক। অনেক সুন্দর একটা পোস্ট করছেন আপু। অনেক ধন্যবাদ
ধন্যবাদ 😁
নদী এবং নৌকার চমৎকার স্থিরচিত্র দেখতে পেলাম আপনার পোস্টটিতে। আপনি ভালো ছবি তুলতে পারেন। ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকুন।
ধন্যবাদ আপু ❤️
ঐতিহ্যবাহী নৌকা নিয়ে আপনার সুন্দর একটি উপস্থাপনা। নদ-নদীতে যানবাহনের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। নদীর পাড়ে বসবাসরত মানুষেরা এটি বেশি ব্যবহার করে থাকে। ছবিগুলো অসাধারণ হয়েছে। তবে বানানের দিক একটু লক্ষ্য রাখিয়েন আপু। ধন্যবাদ
ধন্যবাদ
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছ নৌকা।আগেকার সময় নৌকা ছিল যাতায়াতের প্রধান বাহন।নৌকার ছবিগুলো বেশ সুন্দর ভাবে ক্যামরায় ক্যাপচার আপু। আপনি একজন ভালো ফটোগ্রাফার। সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।🥰🥰
ধন্যবাদ ❤️