ঐতিহ্যবাহী স্থাপনা ষাট গম্বুজ মসজিদ By @labibasultana

in Steem For Tradition2 years ago

ঐতিহ্যবাহী ষাট গম্ভুজ

ষাট_গম্বুজ_মসজিদ_বাগেরহাট.jpg
Source

বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা হচ্ছে ষাট গম্ভুজ মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। আপনি বাংলাদেশের টাকার পিছনে যেই মসজিদ দেখে থাকেন সেটা ষাট গম্ভুজ মসজিদ ই। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ ব্যয় করে বানানো হয়েছে। এই মসজিদের গম্ভুজ ৬০ টির ও বেশি। আজকে কথা বলবো বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ ষাট গম্ভুজ মসজিদ নিয়ে। নিচে বিস্তারিত বর্ণনা করা হলো -


আজকে যা যা জানতে পারবো -

১. ষাট গম্ভুজ মসজিদের অজানা কিছু তথ্য।
২. বাংলাদেশের মানুষের কাছে এই মসজিদ কতটা গুরুত্বপূর্ণ?
৩. মুসলিম বিশ্বের কাছে এই মসজিদ কোন ভূমিকা পালন করে কি?

Shat_Gombuj_Mosque_(ষাট_গম্বুজ_মসজিদ)_007.jpg
Source

ষাট গম্ভুজ মসজিদেরকিছু তথ্য
অবস্থানবাগেরহাট,খুলনা।
ইউনোস্কোর অন্তুভুক্ত১৯৮৫ সালে
মসজিদের গম্বুজ৮১ টি
নির্মাণ করেনহযরত খানজাহান (রঃ)
ষাটগম্বুজ মসজিদ টি ৮১ টি গম্ভুজ রয়েছে। ৭ টি সারি তে ১১ টি করে গম্ভুজ রয়েছে।মোট ৭৭টি আর মিনারে ৪টি। মসজিদের মধ্যে কোন শিলালিপি খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে ১১ টি হচ্ছে দরজা রয়েছে। মাঝেরটি সবচেয়ে বড়। এই মসজিদের নাম লোককথার জন্য কালের বিবর্তনে ষাট গম্ভুজ নামকরণ হয়ে যায়।

কীভাবে যাওয়া যায় ষাট গম্ভুজ মসজিদ?

প্রথমে বাগেরহাট,খুলনা যেতে হবে সেখান থেকে পশ্চিমে ৭ কি.মি মহাসড়কের উত্তরপাশে ষাটগম্বুজ বাসস্টপেজ সুন্দরঘোনা গ্রামে ষাটগম্বুজ মসজিদ অবস্থিত।

বাংলাদেশের মানুষের কাছে ষাটগম্বুজ মসজিদ -

বাংলাদেশে ৩ টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ইউনোস্ক ১৯৮৫ (৯ম তম সভায়) সালে ষাট গম্ভুজ কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে ঘোষণা করে। এটি বাংলার মানুষের জন্য সত্যিই খুবই গৌরবময়। এটি ১৫ দশকের সময়কার একটি স্থাপনা। এটি একটি ভ্রমণ স্থান হিসাবে রয়েছে। এবং প্রতি শুক্রবার নামাজ পড়া হয়। বাংলাদেশের মানুষ মুসলিম প্রধান দেশ। বাংলার মানুষের কাছে এটি ধর্মীয় মনোভাব থেকেও এগিয়ে থাকবে। এটি সেই ব্রিটিশ আমলের সময়কার আগে তৈরি হওয়া একটি স্থাপনা। এখন সরকারি ভাবে সংরক্ষণ করা হচ্ছে।

1._ষাট_গম্বুজ_মসজিদ.jpg
Source

মুসলিম বিশ্বের কাছে এই মসজিদ কোন ভূমিকা পালন করে কি?

হিন্দুদের যেমন উপাসনালয় হলো মন্দির, খিষ্ট্রানদের গির্জা, আর মুসলিমদের মসজিদের। এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ প্রতিদিন অনেক মানুষ এখানে নামাজ পড়ে। ধর্মীয় মনোভাব থেকে মুসলিমদের কাছে এটি একটি গুরুত্ব বহন করে। শুক্রবার জুমাবার অনেক মানুষ অনেক দূর থেকে আসে জুমা পরার জন্য। এই মসজিদের কাঠামো সত্যিই অসাধারন অনেক মানুষ অনেক দূর থেকে দেখতে যায়।

ধন্যবাদ সবাইকে,

আশা করি আপনার ভালো লাগবে আমার লেখাটি। আমার কোন ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।প্রতিটি ছবি আমার তোলা

"আসসালামু আলাইকুম"

contact Me -

twitter ,Linkedin,Gmail

Sort:  
 2 years ago 

আমিও যাব কিছুদিনের মধ্যেই। তবে ভালোই লিখেছেন আপু। সাজানো গোছানো উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু💞

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া😁

 2 years ago 

অনেক ছোট থাকতে একবার গিয়েছিলাম।তখনও রূপসা নদীর উপর সেতু নির্মিত হয়নি। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। শুভকামনা রইল আপু

 2 years ago 

😁ধন্যবাদ ভাইয়া

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

আজকে প্রথম ষাট গম্বুজ মসজিদ দেখলাম, খুব সুন্দর ভাবে ছবি গুলা তুলছেন, আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ ❤️ সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ষাট গম্বুজ মসজিদ আমার দেখা সেরা মসজিদ। এরকম প্রাচীন মসজিদ আমাদের দেশে আছে, এটা শুনেই ভালো লাগে। আর এটি বিশ্ব ঐতিহ্যের অংশ তাই এই মসজিদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ সবারই। সুন্দর লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ ❤️

 2 years ago 

ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে শুধু বই এই পড়েছি। কখনও সামন থেকে দেখা হয় নি৷ বেঁচে থাকলে ইনশাআল্লাহ কখনও যাবো দেখতে।

 2 years ago 

ইন-শা-আল্লাহ ❤️

 2 years ago 

ষাট গম্বুজ মসজিদ আমি প্রথম বার পোস্ট দেখতে পেলাম অনেক সুন্দর ভাবেই লেখেছেন পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া😁

 2 years ago 

ষাট গম্বুজ মসজিদ বাগের হাট খুলনায় অবস্থিত। ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে আমার বইয়ের পড়েছি কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি।আল্লাহ তায়ালা বাঁচায় রাখলে যাবো ষাট গম্বুজ মসজিদ দেখতে। এই ষাট গম্বুজ মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। 🥰

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট এর জন্য

 2 years ago 

এই ষাট গম্বুজ মসজিদ নিয়ে আমি বই পড়েছিলাম কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। আপনি ষাট গম্বুজ মসজিদ নিয়ে সুন্দর একটি উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ 😁 ভাইয়া

 2 years ago (edited)

ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়েছিলাম ২০১৮ সালে। মসজিদের পেছনের অংশে যে সান বাঁধানো পদ্মপুকুরটি রয়েছে সেটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু❤️

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 93803.50
ETH 3252.25
USDT 1.00
SBD 8.80