SFT Contest #1 || Traditional Game Boat racing (নৌকা বাইচ) by @kim343steemCreated with Sketch.

in Steem For Tradition2 years ago

বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর তাই নদীর সাথেও মিশে আছে আমাদের অনেক সংস্কৃতি আর ঐতিহ্য। নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় অন্যতম বাহন ছিল নৌকা। আর তাই অতি পরিচিত এই বাহনটি আমদের ঐতিহ্য আর লোকসংস্কৃতির সাথে মিশে আছে।

boat-3850667_1280.jpg
Source


নৌকা বাইচ খেলার ইতিহাস


হাজার বছরের ঐতিহ্য বহন করছে "নৌকা বাইচ" খেলাটি। বাংলাদেশে কবে "নৌকা বাইচ" খেলাটি চালু হয়েছে তার কোনো সঠিক ইতিহাস জানা যায়নি। নৌকা ছিল বহুল প্রচলিত নৌযান, আর আমাদের দেশে নৌকার অনেক কারিগর এবং মাঝি রয়েছে। ধারণা করা হয় নৌকা শিল্পের প্রাচুর্যতার কারণে আর নৌবাহিনীর প্রচলন থাকায় বাংলার নবাবরা বিনোদনের খোরাক হিসেবে "নৌকা বাইচ" বা "বোট রেসিং" খেলা চালু করেন।



"নৌক বাইচ" বা "বোট রেসিং" খেলার নিয়ম


এই খেলার নিয়ম অনুযায়ী বেশ কিছু সংখ্যক দক্ষ মাঝি একই ধরণের জামা পরিধান করে হাতে বৈঠা নিয়ে একটি উপযুক্ত নৌকার দু' পাশে গিয়ে বসেন। মাঝিদের নির্দেশনা দেয়ার জন্য একজন পরিচালক থাকেন নৌকাতে। নৌকার দৈর্ঘ্য অনুযায়ী এবং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী মাঝির সংখ্যা নির্ধারিত হয়। একটি নৌকা বাইচ প্রতিযোগিতায় বেশ কয়েকটি নৌকা বহর একটি নির্দিষ্ট সীমানা অতিক্রম করার চেষ্টা করেন। যারা সর্বপ্রথম সীমানা অতিক্রম করবেন তারা হবেন বিজয়ী।

dragon-boat-441885_1280.jpg
Source

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বিভিন্ন ধরনের পুরষ্কারের ব্যবস্থা থাকে। বাংলাদেশের মানুষের কাছে নৌকা বাইচ খেলাটি বিনোদনের খোরাক হিসেবে কাজ করে। গ্রামীণ সংস্কৃতির অংশ হল নৌকাবাইচ। আর এই সংস্কৃতি টিকিয়ে রাখতে বাংলাদেশে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর ৯০ এর দশকে বাংলাদেশে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।



শেষ কথা


নৌকা বাইচ খেলাটি আমাদের দেশে খুব জনপ্রিয়। এই খেলাকে কেন্দ্র করে অনেক দক্ষ কারিগর এবং দক্ষ মাঝি গড়ে উঠেছে। গ্রামীণ অর্থনীতেতে নদী এবং নৌকার গুরুত্ব অপরিসীম। নদী এবং নৌকাকে কেন্দ্র করে অনেক সময় এদের জীবিকা নির্বাহিত হয়। নদীকেন্দ্রিক গ্রামীন ব্যবস্থায় বিনোদনের একমাত্র মাধ্যম হল নৌকা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে গ্রামে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

race-6749396_1280.jpgSource

তবে নৌকা প্রতিযোগিতাকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য একটি সঠিক ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। কেননা অনেক সময় এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দলীয় কোন্দল এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়গুলো নিয়ন্ত্রণের মাধ্যমে খেলাটিকে আরো জনপ্রিয় করে তুলতে হবে। আধুনিক যুগে এসে ঐতিহ্যবাহী এই খেলাটি হারিয়ে যেতে বসেছে। আমরা প্রযুক্তিনির্ভর হওয়ায় এখন আর এসব খেলার প্রতি আমাদের আগ্রহ কম। কিন্তু এটি একটি গ্রামীন ঐতিহ্য এবং হাজার বছরের পুরনো লোকসংস্কৃতির অংশ। আর তাই এই খেলাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

রেফারেন্স

Sort:  
 2 years ago (edited)
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤.

 2 years ago 

বাহ্ ! অনেক সুন্দর লিখেছো।নৌকা বাইচ টাঙ্গাইলের অনেক জনপ্রিয় একটি খেলা।
সবাই অনেক ইঞ্জয় করে খেলাটি।
পোস্ট টি দেখে ছোটবেলার স্মৃতি মনে পরে গেলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ চমৎকার লাগল আপনার এই পোস্ট টি পড়ে। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল 💓💓

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68745.77
ETH 3744.06
USDT 1.00
SBD 3.76