তালগাছে বাবুই পাখির বাসা বাঁধার দৃশ্য
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল ভাই ও বোনদের আমার ছালাম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজকে আমি তালগাছে বাবুই পাখির বাসা বাঁধা নিয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
শীতকালে খুব কম পাখি দেখা যায়। তবে প্রচন্ড গ্রীষ্মের সময় পাখির আওয়াজ শুনা যায়। আমাদের গ্রামাঞ্চলে বাবুই পাখি সবচেয়ে সাধারণ পাখি হিসেবে বিবেচিত হয়।মানুষ এই পাখির সাথে অনেকটা অভস্ত্য।বাবুই পাখি সব জায়গায় বাসা বেঁধে থাকে তবে বিশেষ ভাবে দেখা যায় তালগাছ কিংবা নারিকেল গাছে এদের বেশি দেখা যায়।
জনবসতির মধ্যে থাকতে বেশি পছন্দ করে বলেই একে বাবুই পাখি হিসেবে আখ্যায়িত করা হয়। এই পাখি গুলোকে অনেকেই গৃহস্থালি বলে মনে করেন।বাবুই পাখি দেখতে বেশ ছোট হয়।নিজেদের বাসা নিজেরাই তৈরি করে থাকে।শুকনো খড়কুটো, ঘাস লতাপাতা এবং গাছের খড়ি দিয়েই পাখি বাসা তৈরি করে।আমাদের চারপাশে তালগাছ,নারিকেল গাছ ও বিভিন্ন রকমের খড়ির গাছ থাকলে এই পাখিকে দেখতে পাওয়া যায়।
আমাদের পুকুর ধারে একটি বড় আকারে তাল গাছ রয়েছে। এই তালগাছে আগে পাখির বাসা দেখতে পাওয়া যেত না। তবে বেশ কিছু দিন আগে থেকে আমি লক্ষ্য করছি এই বাবুই পাখির বাসা।বাবুই পাখির বাসা গুলো একেবারে নতুন। চড়ুই পাখি শুধু তালগাছে বাসা বাঁধে এমন নয় এরা নারিকেল গাছেও বাসা বাঁধে। এই পাখি দেখতে বেশ সুন্দর আর একেবারে আকারে ছোট। আমার ফোনটি তেমন ভাল না তারপর ও আমি বাবুই পাখির বাসার ছবি ক্যামরায় ধারন করেছি।
পরিশেষে, বাবুই পাখি আমাদের সকলের পরিচিত একটি পাখি। বাবুই পাখির বাসা গুলো দেখতে বেশ সুন্দর আর বৃষ্টি আসলেও ভিতরে পানি প্রবেশ করে না। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
বাবুই পাখি অত্যন্ত শৈল্পিকভাবে নিজের বাসা বানাতে পারে বলে বাবুই পাখিরা শিল্পী বাকি বলা হয়ে থাকে। বাবুই পাখি অনেক উঁচু গাছ যেমন সুপারি এবং তাল গাছে বেশিরভাগ সময়ের বাসা বানিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
তাল গাছে মূলত বাবুই পাখি বাসা করে, চড়ুই পাখি বাসা করে তা আপনার পোস্টের মাধ্যমে প্রথম শুনলাম। শুনে অবাক হয়ে গেছি। আপনি মনে হয় ভুল করে বাবুই পাখিকে চড়ুই পাখি বানিয়ে দিয়েছেন। সুন্দর লিখছেন শুধু পাখির নামটা মিস্টেক হয়েছে।
আপনার পোস্ট এর টাইটেল ভুল আছে এবং পোস্ট এর মধ্যে অনেক ভুল আছে। এটা চড়ুই পাখির বাসা না এটা বাবুই পাখির বাসা ভাই। সংশোধন করে নিন।
আমি বাবুই পাখির বাসা শেষ কবে দেখেছি কিংবা দেখেছিলাম কিনা মনে নেই। কারণ আমাদের এলাকায় বেশি তালগাছ নেই। বাবুই পাখি কি নারিকেল গাছেও বাসে বাঁধে?
তালগাছে বাবুই পাখির বাসা বাঁধার দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আমার বাসার পাশেই একটা তাল গাছ আছে সেই তাল গাছেও এই বাবুই পাখি বাসা বেধেছে।এই বাবুই পাখির বাসাগুলো দেখতে অনেক সুন্দর। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।
ছোটবেলায় তাল গাছে এরকম বাবুই পাখির বাসা অনেক দেখেছিলাম। বর্তমানে আমাদের এলাকায় এরকম দৃশ্য দেখা যায় না। বাবুই পাখির বাসা গুলো দেখতে অনেক সুন্দর হয়। অত্যন্ত দক্ষতার সাথে তারা এই বাসা তৈরি করে।শুভকামনা রইল
বাবুই পাখির বাসা আমাদের তালগাছে আছে। বাবুই পাখি সাধারণত তালগাছ, নারিকেল গাছ ও সুপারি গাছে বাসা বাঁধতে বেশি স্বাচ্ছন্দ্যেবোধ মনে করে।আপনার পোস্টে কমপক্ষে ৩০০ শব্দ লেখার চেষ্টা করবেন। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।