চির প্রতিদ্বন্দ্বী সিনিয়র- জুনিয়র দের ফুটবল ম্যাচ

in Steem For Tradition9 months ago (edited)

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে জমির হাট হাই স্কুল মাঠে গড়ানো একটি অসাধারণ ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

চির প্রতিদ্বন্দ্বী সিনিয়র- জুনিয়র দের ফুটবল খেলা

IMG_20230811_235226.jpg

ফুটবল ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। বিশ্বকাপ শুরু হলেই চারদিকে ফুটবল প্রেমিকদের আনাগোনা এতটাই বেড়ে যায় যে বলার বাইরে। নিজেকে ফুটবল প্রেমিক প্রমাণ করার জন্য অনেকেই এমন এমন কাজ করে তা বলার বাইরে।

যাইহোক প্রতিদিনের মতো আজকে আমি বিকেল বেলা আমাদের স্কুলের মাঠে যাই বসে থাকার জন্য। গিয়ে দেখি আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম লক্ষণপুরের ছেলেরা ফুটবল খেলতেছে। আসলে গ্রাম অঞ্চলে সিনিয়র -জুনিয়ার , বিবাহিত-অবিবাহিত ফুটবল খেলা সবচেয়ে বেশি হয়ে থাকে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই ধরনের খেলা গুলো সব সময় হয়ে থাকে। তাছাড়া গ্রামে যখন ছেলেদের কাজ একটু কম থাকে তখন ফুটবল খেলা বেশি হয়ে থাকে।

IMG20230811183457.jpgIMG20230811183451.jpg

IMG_20230811_234933.jpg

মাঠে লক্ষণপুরের সিনিয়র ও জুনিয়ার খেলোয়াড়রা ফুটবল খেলতেছে। মাঠে তাকাতেই আমি অবাক হয়ে যাই একদিকে বুড়া বুড়া খেলোয়ার খেলতেছে আর আরেক দিকে এত ছোট ছেলেরা খেলতেছে তা বলার বাইরে। জুনিয়রদের দিকে টাকা দিয়ে দেখতে পাই একটা এত ছোট প্লেয়ার তার বয়স মনে হবে ১৫ এর কম। সে সিনিয়ার প্লেয়ারদের কাছে যেতে ভয় করতেছে। ভয়ে কোথাও পা লাগাচ্ছে না।

সিনিয়ররা দেখতে দেখতে একটি গোল দিয়ে দেয় জুনিয়রদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা সাথে সাথে প্লেয়ার চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ খেলার পর জুনিয়রদের একজন হঠাৎ করে একটি গোল দিয়ে দেয়। তখন চারদিক থেকে দর্শকরা উত্তেজনায় আত্মহারা হয়ে ওঠে। আসলে মাঠের চারদিকে গত দিনের তুলনায় লোকজন একটু বেশি হয়েছে। জুনিয়রদের দিকে লোকজনরা বেশি সাপোর্ট করতেছে। তাই গোল দেওয়ার সাথে সাথে সবাই চিৎকার দিয়ে ওঠে।

IMG_20230811_235012.jpg

এভাবে দুই দলে ই মাঠে ভালো খেলতে থাকে। তাছাড়া বৃষ্টি হওয়াতে মাঠ একটু পিচ্ছিল থাকাতে সবাই ধুমধাম করে পড়তেছে। খেলা দেখতে এত ভালো লাগতেছিল যে বলার বাইরে। শেষ পর্যন্ত দুই দলে এক এক গোল দিয়ে ম্যাচ শেষ করে। অবশেষে ট্রাই ফিকার এর মাধ্যমে সিনিয়ররা ম্যাচ জিতে যায়। অবশ্য জুনিয়ররা একটু ভালো খেল খেলছিল সিনিয়রদের তুলনায়। জুনিয়র রা হারাতে আমারও মনটা খারাপ হয়ে যায়।


ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনাই করি।

Sort:  
 9 months ago 

চির প্রতিবন্ধী সিনিয়র জুনিয়ানে অনেক সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। গ্রামাঞ্চলে এমন অনেক খেলাধুলা হয় । যেমন সিনিয়ার-জুনিয়ার বিবাহিত-অবিবাহিত ইত্যাদি এসব খেলা আমরা খুবই গুরুত্বের সহিদ উপভোগ করে থাকি। ফুটবল খেলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট ক্রিয়েট করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে

 9 months ago 

ফুটবল আমারো অনেক পছন্দের একটা খেলা। বিশেষ করে ঈদের সময় গ্রামের বাড়িতে এই খেলার আয়োজন করা হয়। বিবাহিত বনাম অবিবাহিত খেলায় বেশি আর্কষণ ছিলো। সিনিয়র জুনিয়র খেলাটা খুবই সুন্দর উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে

 9 months ago 

বাংলাদেশে ক্রিকেট খেলার সাথে ফুটবল খেলাও অনেক জনপ্রিয়।তবে বড় ছোট আলাদা খেলা দল করে খেলা উচিত এতে আঘাত পাবার সম্ভবনা থাকেনা।আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে।শুভকামনা রইল আপনার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে

 9 months ago 

ফুটবল অনেক জনপ্রিয় একটি খেলা, একজন মূর্খ ব্যক্তি থেকে যত বড় শিক্ষিত ব্যক্তি হোক না কোনো সবাই ফুটবল খেলা অনেক পছন্দ করেন, চির প্রতিবন্ধীদের ফুটবল খেলা অনেক সুন্দর ছিল, ফুটবল খেলায় সব থেকে বেশি মজা হয়, সিনিয়ার জুনিয়র খেললে এবং বিবাহিত অবিবাহিত খেললে। ফুটবল খেলা নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 9 months ago 

ধন্যবাদ

Loading...
 9 months ago 

সিনিয়র জুনিয়র এবং এলাকার বিবাহিত অবিবাহিতদের ম্যাচ গুলোতে অনেক বেশি মজার হয়। আমাদের এলাকায় মাইকিং করে এই খেলাগুলোর আয়োজন করা হয়। তবে এতো ছোট ছেলেকে নামানো ঠিক হয় নি। পায়ে লাগলে সমস্যা হতে পারে। আপনার খেলায় বেশ লোকজন জমা হয়েছে। অনেক সুন্দর লিখেছেন আপনি।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

এখন এমন কোন মানুষ পাওয়া যাবে না যে এই ফুটবল খেলা বোঝেনা। ফুটবল এমন একটি জনপ্রিয় খেলা এটি ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই খেলার পিছনে ছুটে বেড়ায়। সিনিয়র- জুনিয়রদের খেলা দেখতে আসলেই অনেক ভালো লাগে এবং আপনি এই মাঠ সম্পর্কে অনেক সুন্দর একটি বিস্তারিত বর্ণনা দিয়েছেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

ফুটবল খেলা কম বেশি সবাই পছন্দ করে।সিনিয়র জুনিয়র ফুটবল খেলা এগুলো খেলা দেখতে আরো ভালো লাগে। আপনি ঠিক বলছেন ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের ফুটবল খেলা হয়।আমাদের এলাকায় এইরকম কিছু ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র টিম হেরে গেছে এটা আমাকেও খুব খারাপ লাগলো।ধন্যবাদ ভাই এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ

 9 months ago 

আপনাদের স্কুল মাঠ প্রাঙ্গণের ফুটবল খেলাটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। তবে যে ছোট ছেলেটির কথা বলেছেন হয়তো তাকে খেলাটিতে না নেওয়া ভালো হতো। আমাদের এলাকাতেও ঈদ উপলক্ষে এরকম খেলার আয়োজন করা হয়। এবং মাইকিং করে খেলাটি বেশ যাকজমক করে তোলা হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61191.20
ETH 2972.28
USDT 1.00
SBD 3.48