ধান রাখার গোলা। যা যুগ যুগ ধরে গ্রামের সাধারণ মানুষ ব্যবহার করে আসছে।।

in Steem For Traditionlast year

হ্যালো বন্ধুরা,,



আসসালামু আলাইকুম। আমি @kabir21 🇧🇩।আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তা রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের আমার ভালো লাগবে।


IMG_20230902_195125.jpg


বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আর এই কৃষিকে ঘিরে ই আমাদের যত কল্পনা। কৃষিকে কিভাবে উন্নত করা যায় সেই পরিকল্পনাকে কাজে লাগিয়ে বর্তমানে অনেক নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হলেও এই ঐতিহ্যবাহী ধানের গোলা প্রাচীন যুগ থেকে এখনো ব্যবহৃত হয়ে আছে। আর গ্রামের মানুষ ধান সংরক্ষণ করার জন্য মূলত এই ধানের গোলা ব্যবহার করে থাকে।


IMG_20230902_195303.jpgIMG_20230902_195141.jpg

ধানের এই গোলাটি মূলত বাড়ির যে জায়গাটি উচু সেখানে তৈরি করা হয়। যাতে করে বৃষ্টির সময় বৃষ্টির পানি থেকে গোলার ভেতরে ধান রক্ষা পেয়ে থাকে। তাছাড়া ধানের এই গোলাটি বাঁশের বাতা দিয়ে ঘনঘন করে একপ্রকার ধারা তৈরি করা হয় আর সেই ধারাতে আবার গোবর ও মাটি মিশিয়ে এক প্রকার ঘন প্রলেপ দেওয়া হয় যাতে করে বাইরে থেকে খারাপ কিছু ভেতরে প্রবেশ করতে না পারে। আবার বর্তমানে অনেকে সিমেন্টের তৈরি গোলাও তৈরি করেছে এই ধান রাখার জন্য।


IMG_20230902_195212.jpgIMG_20230902_195230.jpg

IMG_20230902_195320.jpg


ধানের এই গোলায় ধান রাখতে গেলে ধান কে জমি থেকে নিয়ে আসার পর ভালো করে মাড়াই করে রোদে শুকাতে হয় ভালো করে। ভালো করে শুকানোর পর সেই ধান গোলাতে রাখা যায় সংরক্ষণ হিসেবে। কেউ কেউ বস্তায় ভরে রাখে গোলার ভিতরে আবার কেউ কেউ শুধু ধান গোলার ভেতরে রেখে দেয়। আর এভাবেই গ্রামের সাধারণ মানুষ ধান সংরক্ষণ করে রাখে আর সঠিক সময়ে বিক্রি করে দেয় যাতে একটু ভালো দাম পাওয়া যায়। যে সময় ধানের সিজন থাকে সে সময় একটু কম দাম পাওয়া যায় আর যদি ধান সংরক্ষণ করে রাখে তাহলে অসময়ে যদি এই ধান বিক্রি করা হয় তাহলে একটু বেশি দাম পাওয়া যায়। যার ফলে গ্রামের মানুষ একটু আর্থিক ভাবে সচ্ছল হয়ে উঠে।


IMG_20230902_201854.jpg

আবার কিছু কিছু গ্রামের মানুষ ধানের গোলায় ধান সংরক্ষণ করে রাখে মূলত খাওয়ার জন্য। ধীরে ধীরে অল্প অল্প করে ধান প্রক্রিয়াজাত করে চাল তৈরি করে। আর এভাবে তাদের তৈরি করা চাল ধানের এক মৌসুম থেকে অন্য মৌসুম পর্যন্ত খেতে হয়। তাই গ্রামের অধিকাংশ মানুষ এভাবে ধানের গোলায় তাদের ধান সংরক্ষণ করে রাখে। আবার কেউ কেউ ধানের বীজ সংরক্ষণ করে রাখার জন্য ধান গোলায় ভরে রাখে। যাতে পরবর্তী তে সেই ধানের বীজ জমিতে রোপন করে অধিক ফসল ফলানো যায়।


IMG_20230902_202451.jpgIMG_20230902_201911.jpg

তবে বর্তমানে আধুনিক অনেক প্রযুক্তি আবিষ্কার হলেও গ্রামে সাধারণ মানুষ এভাবেই তাদের ধান সংরক্ষণ করে রেখেছে বছরে পর বছর ধরে।


ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন পোস্টে। সবাই সুস্থ ও সুন্দর থাকুন এই কামনা করি। শুভ কামনা রইলো আপনাদের প্রতি❤️

Sort:  
 last year 

আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। আগেকার সময়ে দেখা যেত ধান রাখার জন্য ব্যবহার করা হতো গোলাঘর।এই গোলাঘরে ধান মজুদ করে রেখে তারপরে বিক্রি করা হতো। এই মাটির তৈরি গোলাঘর বর্তমান সময়ে তেমন আর দেখা যায় না। গোলাঘর নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

ধান মাড়াই করার পর রৌদ্রে শুকিয়ে সংরক্ষণের জন্য এসব গোলাঘর তৈরি করা হয়।এই গোলাঘর এ ধান রাখার সুবিধা রয়েছে, গ্রামের ঐতিহ্য এসব গোলাঘর, তবে আমাদের অঞ্চলে এসব গোলাঘর দেখা যায় না। উত্তরাঞ্চলের মানুষ এসব গোলাঘর বেশি ব্যবহার করে । এসব গোলাঘরে ধান রাখার ফলে ধানের আদ্রতা ঠিক থাকে। সুন্দর লিখছেন ভাই, ফটোগ্রাফি দারুণ হয়েছে, অনেকদিন পর গোলাঘর দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাই

 last year 

ধন্যবাদ

 last year 

বাংলাদেশ কৃষি প্রধান দেশ । এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে লিপ্ত। ধান চাষ করে তা সংরক্ষণের জন্য গ্রামের বেশিরভাগ কৃষকেরা ধান রাখার জন্য এই গোলা ব্যবহার করেন। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষেরা ধান সংরক্ষণ করার জন্য গোলাঘর তৈরি করেন। তবে বর্তমানে এসব গোলা ঘরে ধান সংরক্ষণের দৃশ্য আর তেমনভাবে দেখা যায় না। এটি আমাদের ঐতিহ্য সাথে মিশে গিয়েছে। আপনি আমাদের ঐতিহ্যবাহী একটি জিনিস নিয়ে অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 last year 

ধন্যবাদ

 last year 

বাংলাদেশের কৃষি কাজকর্ম কে কাজে লাগিয়ে বিভিন্নরকম আসবাবপত্র বানিয়ে থাকি। এর মধ্যে ধান রাখার জন্য গোলা অন্যতম। আমাদের বাসায় মাটির তৈরি গোলা এখনো অক্ষত রয়েছে। গোলার ভিতরে মাটি এবং গোবরের প্রলেপ দেওয়ার কারনে বেশ মজবুত হয়ে থাকে। এইখানে ধান শুকিয়ে রাখলে আদ্রতা অনেক ভালো থাকে। গোলা নিয়ে আপনি সুন্দর লিখেছেন ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

আপনার পোস্ট পরে ধান রাখার গোলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আজকে।বাংলাদেশ কৃষি প্রধান দেশ।বাংলাদেশের অনেক মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।ধান রাখার গোলা সম্পর্কে আজকের বিস্তারিত জানতে পারলাম।কৃষি কাজ করে ধান রোদে শুকিয়ে ধান সংরক্ষণ করার কারণও আজ জানতে পারলাম।ঠিকই বলেছেন এ ঐতিহ্যবাহী ধান রাখার গোলা প্রাচীন যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে।অনেক পরিশ্রম করে ধান কে নতুন রুপ দিতে সংরক্ষণের এই ধান রাখার এ গোলার ভূমিকা অনেক।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

এরকম ধানের গোল গুলো আমাদের গ্রাম বাংলার অন্যতম একটি ঐতিহ্য। আগের যুগে প্রতিটি কৃষকের ঘরে এরকম ধানের গোলা ছিল। তবে সত্যি বলতে এরকম ধানের গোলা আর কোথাও দেখা যায় না । ভবিষ্যৎ এক দুই জন কৃষকের বাড়িতে দেখা যায়। ধানের গোলা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

উত্তরবঙ্গের মানুষ ধান রাখার জন্য আলাদাভাবে বাড়ির পাশে ছোট গোলা ঘর তৈরি করে থাকে কিন্তু আমাদের গ্রামে এরকম কোন গোলাঘর দেখা যায় না। আমাদের গ্রামের মানুষ ধান রাখার জন্য ঘরের মধ্যে একটা আলাদা রুম তৈরি করে থাকে। আপনার তোলা এই ছবিগুলো অত্যন্ত চমৎকার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উপস্থাপনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year (edited)

আজকে কমিউনিটিতে অনেকদিন পর একটি ধানের গোলার পোস্ট দেখলাম। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষের ধান ও খাবার সংরক্ষণের এক অন্যতম মাধ্যম হলো গোলা। গোলা যে শুধু ধান সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তা ঠিক নয়। ধান ছাড়াও গম ,বার্লি ,ভুট্টা ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয়।গোলাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনার ফটোগ্রাফিতে। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39