ঐতিহ্যবাহী কাঠের তৈরি হস্তশিল্প
আসসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
কাঠের তৈরি হস্তশিল্প হলো আমাদের অনেক জনপ্রিয় একটি শিল্প। কাঠের তৈরি সব ধরনের জিনিস গুলো তৈরি করতে তাদের অনেক সময় লেগে যায়, যারা কাঠের তৈরি জিনিস গুলো তৈরি করে তাদেরকে অনেক ধৈর্য ধারন ধরে কাজ গুলো করতে হয়। আপনারা যে এই ছবি গুলো দেখতে পাচ্ছেন এটা হলো আবার বাসা থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই কাঠের তৈরি হস্ত শিল্পের দোকান,আমি আজকে সকালে আমার কয়জন বান্ধবী মিলে আমরা সেখানে গেছিলাম, দোকান টি দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটা দোকান আমি সেই দোকানে গেলাম এবং সেখানে তাদের অনুমতি নিয়ে কিছু ছবি সংগ্রহ করলাম, এবং সেই দোকানদার ভাইয়াকে বললাম ভাইয়া আপনারা এখানে কতো বছর ধরে ব্যাবসা করেন,,? তিনি উত্তরে বললেন আমরা এখানে অনেক বছর ধরে দোকান করি,আমি এখানে সব ধরনের জিনিস তৈরি করি আবার কিছু কিছু জিনিসের অর্ডার নেই। মানুষটি বললো তার ব্যাবসা নাকি অনেক ভালো চলে।আপনারা সবাই জানেন যারা কাঠের তৈরি জিনিস গুলো বানায় আমরা তাদেরকে কাঠ মিস্ত্রি বলি।
এই দোকানে কম থেকে ৬ টা মানুষ কাজ করে, যারা কাজ করে তারা কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ গুলো করে।তারা অনেক ধৈর্য ধরে এই কাজ গুলো করে,তবে আমাদের পক্ষে থেকে এইরকম কাজ করা অসম্ভব, তারা অনেক সুন্দর ভাবে কাঠ গুলোতে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে আবার কতো সুন্দর ভাবে ধীরে ধীরে কাজ গুলো করে। যারা এই ধরনের কাজ গুলো করে তাদেরো কিন্তু এটা একটা পেশা,তারা এই পেশা দিয়ে তাদের সংসার চালায়। আবার কখনো কখনো দেখা যায় কাঠ মিস্ত্রি গুলোর কাজ নাই তখন তারা বাসায় বসে থাকে,যায় যেই কাজ করুক না কেনো তাদের জন্য এটা একটা পেশা।
কাঠের জিনিস গুলো তৈরি করতে তাদের অনেক সময় লেগে যায়, কম পক্ষে হলেও তাদের ২০ -২৬ দিন লেগে যায়, তাহলে তারক কতো ধৈর্য ধারন ধরে কাজ গুলো করে।প্রাচীনকাল থেকে এই কাঠ শিল্প আমাদের মাঝে রয়েছে, এটা বলতে গেলে এটা হলো আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। কাঠ মিস্ত্রিরা কতো সুন্দর ভাবে কাঠের মধ্যে ডিজাইন করে,আমরা কিন্তু তাদের মতো করে ডিজাইন করতে পারবো না,তারা কাঠের মধ্যে টং টং শব্দ করে কাঠ গুলো সুন্দর ভাবে যেকোনো ধরনের জিনিস তৈরি করে, আমাদের বাসায় কম বেশি সবার ঘরে ঘরে কাঠের তৈরি জিনিস গুলো আছে, কাঠের তৈরি জিনিস গুলো দেখতেও খুব সুন্দর লাগে, আমাদের বাসায় যেমনঃ খাট,চ্যার,টেবিল, ছোফা,কাঠের তৈরি দরজা,আবার কাঠের তৈরি জানলা ইত্যাদি, আর কাঠের তৈরি জিনিস গুলো অনেক টিকসয় হয়। আমাদের বাসায় এখনো কাঠের তৈরি দরজা আছে তবে আমি মনে করি সবার বাসায় কিন্তু কাঠের তৈরি দরজা নাই, আমাদের বাসায় এখনো কাঠের তৈরি দরজা আছে, কাঠের তৈরি দরজা অনেক টিকসহি।
কাঠের তৈরি জিনিস গুলো টিকসহি হওয়ার কারন আছে, যেমন সব কাঠ দিয়ে কিন্তু সব ধরনের জিনিস তৈরি করা যায় না, যেমন কাঠ তেমন জিনিস হবে।কাঠ মিস্ত্রিরা প্রথমে তারা আগে কাঠের জন্য কাঠ খুজতে যায়, তারা আগে সুন্দর ভাবে সুন্দর একটা গাছ নেই যেই গাছ নিলে তাদের কাজের কোনো সমস্যা হবে না, তারা সেই ধরনের গাছ সংগ্রহ করে।গাছের মালিকের কাছে তারা দর্দাম করে গাছ গুলো কেটে তারা কাঠ বের করে,ওই কাঠ গুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। আজকে আমি এখানেই শেষ করলাম কাঠ শিল্প নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,।
ডিভাইস | Redmi S2 |
---|---|
ফটোগ্রাফার | @jannatunbithi |
লোকেশন | ভবের বাজার,পার্বতীপুর |
প্রাচীনকাল থেকেই কাঠ শিল্প ব্যবহার হয়ে আসছে। কাঠ দিয়ে আমাদের বাসার আসবাবপত্র থেকে শুরু করে বাসা বাড়ি তৈরিতে সবথেকে বেশি ব্যবহার হয় কাঠ শিল্প। বর্তমানে কাঠের তৈরি আসবাবপত্র অনেক মূল্য ও চাহিদা বেড়ে গেছে। অনেক সুন্দর ছবি তুলেছে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ
কাঠের তৈরি হস্তশিল্প আমাদের ঐতিহ্যের সাক্ষী, কাঠ দিয়ে ঘরের অনেক আসবাবপত্র তৈরী করা হয়। তারমধ্যে খাট হচ্ছে উল্লেখযোগ্য, কাঠমিস্ত্রিরা নিপুন হাতে কাঠ খোদাই করে খাটের মধ্যে নঁকশা করে খাট বানিয়ে থাকে। আপনি ঐতিহ্যবাহী কাঠের তৈরি হস্তশিল্প নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপু। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাইয়া
কাঠ এর উপর ডিজাইন তৈরি করে যারা তারা অনেক দক্ষ কারিগর। এনারা চমৎকার কিছু ডিজাইন ফুটিয়ে তুলে কাঠের উপর।এখন মেশিন দিয়ে এসব ডিজাইন তৈরি করা হয়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ঐতিহ্যবাহী কাঠ শিল্প নিয়ে অনেক সুন্দর লেখছেন আপু, কাঠ শিল্প হলো আমাদের অনেক পুরনো দিনের ঐতিহ্য, তারা অনেক সুন্দর ভাবে কাঠের মধ্যে নকশা বা ডিজাইন তৈরি করে, তারা এগুলো অনেক ধৈর্য ধারন ধরে কাজ গুলো করে। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ
কাঠের তৈরি হস্তশিল্প। কাঠের তৈরি হস্তশিল্প হলো আমাদের অনেক জনপ্রিয় একটি শিল্প।কাঠের তৈরি হস্তশিল্প হচ্ছে ঐতিহ্যের সাহ্মি।প্রাচীনকাল থেকে এই কাঠ শিল্প আমাদের মাঝে রয়েছে। কাঠের তৈরি জিনিসগুলা খুব মজবুত এবং টেকসই হয়। আপনি কাঠের তৈরি হস্তশিল্প নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
ধন্যবাদ ভাইয়া
কাঠের তৈরি এই হস্তশিল্পের চাহিদা ব্যাপক আকারে রয়েছে। কাঠের তৈরি এই জিনিসগুলো সবাই অনেক পছন্দ করে। অনেক সুন্দর সুন্দর নকশা করা হয় কাঠের তৈরি এই হস্তশিল্পের উপরে, যেটা সবাইকে মুগ্ধ করে।অনেক ভালো লিখেছেন আপু শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ আপনাকে
মন্তব্যঃবাহ ভালো লাগল আপনার পোস্ট। কাঠের খাট গুলো অসাধারণ লাগে দেখতে। তবে বিভিন্ন ধরনের ডিজাইন করায় সত্যি অসাধারণ লাগতেছে।
ঐতিহ্যবাহী কাঠের তৈরি হস্তশিল্প দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কারণ এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে স্টিলের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হচ্ছে যা মানুষের জন্য অনেক আরামদায়ক এবং টেকসই। ধন্যবাদ আপু কাঠের তৈরি হস্তশিল্প নিয়ে আমাদের সামনে বিস্তারিত কিছু আলোচনা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
কাঠের তৈরি হস্তশিল্প নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। এই কাঠের তৈরি হস্তশিল্প আমাদের ঐতিহ্য। কাঠের তৈরি হস্তশিল্পগুলো দেখতে অনেক সুন্দর। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু।