ঔষধি গাছ নয়নতারাsteemCreated with Sketch.

in Steem For Traditionlast year
আচ্ছালামুয়ালাইকুম

ঔষধি গাছ নয়নতারা

20230501_172351.jpg

20230501_171641.jpg

নয়নতারা একধরনের ফুল গাছ৷ এই গাছের অনেক ঔষধিগুণ রয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসায় এই গাছের ফুল, শিকর, বীজ ও পাতা ব্যবহার করা হয়৷ এই গাছ বিভিন্ন জায়গায় দেখা যায়৷ বিভিন্ন মাটিতেই এই গাছ জন্মে থাকে।

20230501_171637.jpg

20230501_171635.jpg

20230501_171628.jpg

ছোট বেলায় এত কিছু আমি জানতাম না৷ আসলে এঔ গাছের এত ঔষধিগুণ রয়েছে৷ এই ফুল অনেক বর্ণের হয়ে থাকে। লাল, গোলাপি, সাদা, ওফহোয়াইট ইত্যাদি। এই ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে৷ এই ফুল তারা'র মত দেখতে হয়। এই ফুল দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়৷ বিভিন্ন বাড়িতে এই ফুল দেখতে পাওয়া যায়৷ অনেকে বাগানের সোভা বাড়ানোর জন্য নয়নতারা ফুল গাছ লাগিয়ে থাকেন৷ যেহেতু এই ফুল বিভিন্ন বর্ণের হয়৷ তাই তারা বিভিন্ন বর্ণের নয়নতারা গাছ বাড়িতে লাগান। আমাদের বাড়িতে গোলাপি ও সাদা দুই বর্ণের নয়নতারা গাছ রয়েছে৷ নয়নতারা ফুল সারাবছর ফোটে৷ নয়নতারা'র বীজ থেকে নতুন চারা উৎপাদিত হয়৷

ধন্যবাদ
Sort:  
Loading...
 last year 

নয়ন তারা ফুল আমাদের বাসায় ও আছে। এই ফুল গুলো কয়েক ধরনের হয়ে থাকে। নয়নতারা ফুল দেখতে অনেক সুন্দর ও চমৎকার। তবে এই ফুলের কোন সুগন্ধি নেই। নয়নতারা নিয়ে সুন্দর ও চমৎকার পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ

 last year 

নয়নতারা অনেক সুন্দর একটি ফুল। এই ফুলের তেমন গন্ধ নেই। তবে এই নয়নতারা ফুল কয়েক রকমের হয়। আমি ৩ প্রজাতির নয়নতারা ফুল দেখেছি। নয়নতারা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ঔষধি গাছ নয়নতারা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। আপনার পোস্টের মাধ্যমে আজকে প্রথম এই ঔষধি গাছ নয়নতারা দেখলাম। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 last year 

নয়নতারা আমার অনেক প্রিয় ফুল।আমার বাসায় বেশ কয়েকটি এই ফুলের গাছ রয়েছে। একটি গাছে অসংখ্য ফুল ফোটে। পোস্ট কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। শুভকামনা রইল

 11 months ago 

ধন্যবাদ

 last year 

নয়ন তারা গাছ যে ঔষধি গাছ তা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

নয়ন তারা গাছ নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আমার কাছেও এই দুইটির বর্ণের নয়ন তারা গাছ রয়েছে। সাদা এবং বেগুনি এই দুইটি বর্ণের নয়নতারা গাছ প্রায় অনেক জায়গাতেই দেখা যায়। ধন্যবাদ আপনাকে।

 last year 

নয়ন তারা ফুলের দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। মেঘলা আকাশে ছবিগুলো দারুণ হয়েছে। ধন্যবাদ

নয়য়তারা ফুলের ঔষধিগুণ অনেক।

 11 months ago 

হ্যা

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46