You are viewing a single comment's thread from:

RE: গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী খড়ের পালা

in Steem For Traditionlast year

গ্রামের কৃষকরা ধান কাটার পর ধান ঘরে তোলার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো হচ্ছে সেই খরগুলো রোদে শুকিয়ে রাখা হয়। এরপর সেগুলো একটি স্তুপ আকারে দীর্ঘদিন ধরে রাখার জন্য একটি পালা দিতে হয়। এই পালাকেই আমরা আঞ্চলিক ভাষা পূজ বলে থাকি। এমন খরের স্তূপ আমাদেরও রয়েছে। আমরা প্রতি বছর ধান কেটে ধান মাড়াই করার পর এভাবে রেখে দেই। গরুর খাবার হিসেবে গরু এই খর খেয়ে থাকে। খড় গরুর খাবার সহ বাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এগুলো। অনেক কাজে আসে এগুলো এখন বেশ ভালো দামে বিক্রি করা হয়। আমন ধানের খড় বেশি দামে বিক্রি হয় তখন খড় শুকাতে হয় না ধান কেটে আটি করে এক জায়গায় রেখে দেওয়া হয় সেগুলো পরে ভালো টাকায় বিক্রি করা যায়। বর্ষাকালে যে ধান কাটা হয় সেই ধানের খড় এভাবে রাখতে হয়। তখন খড় শুকিয়ে নিয়ে রাখতে হয় তা না হলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কাজগুলো খুব বেশ কষ্টের এই কাজগুলো সহজে করা যায় না। এই কাজগুলো কাজের মহিলা নিয়ে করতে হয়। আমাদের প্রতি বছর কাজের মহিলা নিয়ে এরকম খর শুকিয়ে রাখতে হয়। ধন্যবাদ আপনাকে বেশ চমৎকার কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন।

Sort:  
 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38