RE: দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩
আপনি দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে বিশেষ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি মেলা বাণিজ্য মেলা। বিভিন্ন রকমের দোকান দেখা যায়। এই দোকানগুলোর মধ্যে বেশ ঐতিহ্যবাহী দোকান হচ্ছে আচার কাপড় এবং রান্নাঘরের বিশেষ কিছু উপকরণ এর দোকান।আমি বহু বছর আগে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তখন আমি দিনাজপুরে পড়াশোনা করতাম। সে সময় আমরা প্রতি বছর বাণিজ্য মেলা দেখতে যেতাম। আমাদের বাণিজ্য মেলা দেখতে বেশ ভালো লাগতো এবং সে সময় অনেক ধরনের গান বাজনা হত বাহির থেকে শিল্পী নিয়ে এসে গান বাজনা করা হতো। দিনাজপুর বড়মাঠ জায়গাটি এমনিতেই জনগণের ভড়া থাকে তার সাথে মেলা অনুষ্ঠিত হয় এখানে আরো লোক জনসমাগম বেশি হবে। তবে মেলায় গেলে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে এ সময় অনেক কিছু চুরি হয়। মেলায় গেলে অবশ্যই মোবাইল এবং মানিব্যাগ সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা আর কতদিন থাকবে জানিনা তবে আমার ইচ্ছে আছে এ বছর মেলা থেকে ঘুরে আসবো। যাওয়া হবে কিনা সঠিক বলতে পারছিনা দেখা যাক যদি যেতে পারি তাহলে অবশ্যই গিয়ে ঘুরে আসব। আমার সাথে নুর আমিন যেতে চেয়েছে দেখা যাক নুর আমিন কি করে নুর আমিন তার কাজে অনেক ব্যস্ত হয়ে গেছে। সে যদি সময় দিতে পারে তাহলে অবশ্যই মেলা থেকে ঘুরে আসবো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি সুন্দর সুন্দর কিছু দোকানের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন।
ধন্যবাদ দাদা।