RE: .....ঐতিহাসিক শালবন বৌদ্ধবিহার,, শেষ পাঠ,,...
শালবন বৌদ্ধবিহার নিয়ে আপনি এর আগের পর্বটিও বেশ চমৎকার ভাবে আমাদের সাথে তুলে ধরেছিলেন। আজকেও আপনি এর দ্বিতীয় পর্ব আমাদের সাথে শেয়ার করেছেন। এই জায়গাটি দেখতে বেশ সুন্দর এখানকার সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গেলাম। এখানে ইটের তৈরি পাহাড়গুলো চমৎকার। এখানে প্রচুর পরিমাণে ঘাস এবং ফুলের গাছ দেখা যাচ্ছে। ঘাস গুলো বেশ সবুজ আমি কখনো এখানে যায়নি। তবে আমার ইচ্ছে জাগে এখানে যাওয়ার। আমরা শুধু বইয়ে পড়েছি এই বিহার সম্পর্কে তবে কখনো দেখা হয়নি। আমি সুযোগ পেলে এখানে অবশ্যই ঘুরতে যাব। আপনি বেশ চমৎকার ভাবে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এখানে অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে এবং গর্তের মধ্যে ঘাস রয়েছে। গর্তগুলো কিসের তা বোঝা যাচ্ছে না হয়তো নিচে কোন গুহা ছিল। এখানে বন্ধুবান্ধব মিলে গেলে বেশ মজা করা যাবে। তবে অনেকেই মনে হচ্ছে তাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে এখানে গিয়েছে। এটি আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় অনেকে এখানে যেতে পারে না। এ দিক থেকে কাছে হত তাহলে সবাই ঘুরতে যেতে পারতো। তবে অনেকে এখানে এদিক থেকেও যায়। যারা ঘুরতে পছন্দ করে তারা এসব জিনিস খেয়াল না করে যে কোন স্থানে চলে যেতে পছন্দ করে। আমাদের এদিকে লোক বেশিভাগ সময় স্বপ্নপুরী এবং ভিন্ন জগৎ ঘুরতে যায়। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।
ধন্যবাদ ভাইয়া।