ঘরের চালা তৈরি করে এমন কিছু দক্ষ কারিগর এর কাজ

in Steem For Tradition2 years ago

সবাইকে আদাব
আমি @biplobsarker



তারিখঃ১৯-০৪-২০২৩ইং



প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।



ঘরের চালা তৈরি করার কারিগর

InCollage_20230419_155842784.jpg



আমাদের দেশে অনেক মানুষ তাদের শ্রম মেধা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এমনই কিছু মানুষ রয়েছে যারা তাদের দক্ষতা দিয়ে তাদের কার্যসম্পাদন করে। এমন কিছু মিস্ত্রি রয়েছে যারা ঘরের চাল তৈরিতে পারদর্শ। এনারা খুব সুন্দর ভাবে ঘরের চালা তৈরি করে দিতে পার। যেকোনো ধরনের চালা টিনের চালা খরের চালা সিমেন্টের টিনের চালা ইত্যাদি। ঘরের চালা খুব সহজে তৈরি করতে পারেন আমি আজকে এমনই কিছু দক্ষ কারিগরের ঘরের চালা তৈরি করার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

InCollage_20230419_155219827.jpg

আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে একটি এলাকায় গিয়েছিলাম একজনের কাছে কিছু বিশেষ প্রয়োজনে। সেখানে গিয়ে দেখি কিছু শ্রমিক তাদের দক্ষতার মাধ্যমে এই ঘরের চালা তৈরির কাজ করছে। এনারা খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকেন। এনারা চালার মাপ নিয়ে সুন্দর করে কাঠ কেটে কেটে লোহার পাতলা বাদ দিয়ে পেরেক দিয়ে আটকে দিচ্ছেন যাতে এই কাঠ গুলো ভেঙ্গে না যায় এখানে মোট তিনজন শ্রমিক কাজ করছেন। এনারা সবাই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত আছেন। এদের মধ্যে একজন মূল কারিগর রয়েছেন।

InCollage_20230419_155036915.jpgInCollage_20230419_155011668.jpg

এনারা প্রথমে কাঠের দৈর্ঘ্য মেপে নিয়ে আরেকটি কাঠের সাথে আরেকটি কাঠ জোড়া দেওয়ার জন্য কাঠের মাথা গুলো সূচালো করে নিয়ে একটি অপরটির সাথে মিলিয়ে দিয়ে লোহার পাতলা পাত বসিয়ে তাতে পেরেক বসিয়ে দিয়ে জোড়া লাগিয়ে লম্বা করে নিচ্ছেন। যাতে করে যে মাপ লাগবে মাপ অনুযায়ী চালাগুলো বসানো যায়। এরপর এগুলো উনারা ঘরের চালা তৈরির জন্য ঘরের উপরে ফ্রেমের আকারে সাজিয়ে রাখবেন। এরপর টিন উঠিয়ে দিয়ে এই কাঠের উপর টিনের উপর পেরেক মেরে টিন গুলোকে আটকে রাখবেন।

InCollage_20230419_155148346.jpg

এনারা এমন ভাবে টিনগুলো সাজিয়ে এই কাঠের ফ্রেমের উপর বসিয়ে দেয় যাতে এক ফোঁটা বৃষ্টির পানি ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। এই কাজ সবার দ্বারা করা সম্ভব নয়। এনারা বিশেষ দক্ষতা সাহায্যে এই কাজগুলো করে থাকেন। এনারা এই কাজের জন্য ভালো মজুরি পেয়ে থাকেন। এই মজুরি দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পরিবারের সকলের দায়িত্ব গ্রহণ করেন। যদিও এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকা বেশি তাদের কাজে আসে না তারপরও তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে।

InCollage_20230419_155123458.jpgInCollage_20230419_155059952.jpg

বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



তথ্যবিস্তারিত
বিষয়ঐতিহ্য
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি এ ৫২
সম্পাদন করাহ্যাঁ
অবস্থানপার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ
ফটোগ্রাফার@biplobsarker


ধন্যবাদ সবাইকে



Sort:  
 2 years ago 
DescriptionInformation
Club StatusClub100✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 2 years ago 

ঘরবাড়ি চালা ছাউনি তৈরি করার কারিগরকে আমরা কাঠমিস্ত্রি আমি চিনি।আমাদের গ্রাম কাঠমিস্ত্রির তৈরি করা ঘর বাড়ি দেখতে অসাধারন লাগে।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

আসলে কাঠমিস্ত্রী আমাদের বাড়িঘরে চালা বা ছাউনি তৈরি করতে পারে অনেক দক্ষের সাথে। কাটগুলো আগে দুই ভাগে ফালি করে এরপর টিন বসিয়ে পেরেকঠোকা লাগিয়ে দিয়ে থাকে। ঘরবাড়ি তৈরিতে দক্ষ কারিগরি প্রয়োজন। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

খুব সুন্দর লেখছেন ভাইয়া,কাঠ মিস্ত্রি গুলো অসাধারণ ভাবে আমাদের বাড়ির চালা ঠিক করে দেয়, তারা অনেক সুন্দর ভাবে কাঠের সাথে টিনের সংযুক্ত করে,আপনি সুন্দর একটা পোস্ট করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করছেন ভাই, কাঠ মিস্ত্রি তারা অনেক সুন্দর ভাবে বাড়ির চালা ঠিক করে দেয়, তারা সারাদিন কাজ করে এই আয় উপার্জন করে তাদের সংসার চালায়, আপনি সুন্দর একটা পোস্ট করছেন আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

কাঠমিস্ত্রি নিপুন হাতে ঘর বাড়ি তৈরি করে, তাদের হাতেই গড়ে ওঠে শক্ত শক্ত টিনের চালা, তারা কাঠের উপরে খুব সুন্দর করে টিন দিয়ে ঘর তৈরি করে। তাদেরকে মূলত আমরা কাঠমিস্ত্রি হিসেবে চিনি। অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

গ্রাম অঞ্চলে সবথেকে বেশি ঘরের চালা তৈরি করা দেখা যায়।এসব কাজ যারা করে তারা খুব সূক্ষ্মভাবে ও নিপুণভাবে ঘরের চালা গুলো তৈরি করে দেয় কাঠ টিন দিয়ে। খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাই ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

কাঠ দিয়ে যারা ঘরের চালা ঠিক করে দেয় তাদেরকে আমরা কাঠমিস্ত্রী বলি।তারা টিনের সাথে খুব শক্ত করে কাঠ লাগিয়ে দেয়।তারা সারাদিন খুব যে টাকা ইনকাম করে তাই দিয়ে সংসার পরিচালিত করে। আপনি কাঠমিস্ত্রী নিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ঘরের চালা তৈরির কারিগর অনেক বেশি পরিশ্রম করে থাকে। তারা অনেক বুদ্ধি সম্পূর্ণ হয়ে থাকে৷ কাঠ দিয়ে তারা নিখুত কারিগরি দিয়ে আমাদের ঘরের ছাওনি বানিয়ে থাকে। আপনি অনেক সুন্দর জিনিস আমাদের নিকট উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ঘরের চালা তৈরি করে এমন কিছু দক্ষ কারিগরদের নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই কারিগরদের আমরা গ্রাম অঞ্চলের ভাষায় কাঠমিস্ত্রি বলে চিনি।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68542.93
ETH 2454.71
USDT 1.00
SBD 2.54