পুকুরে মেশিন দিয়ে পানি তুলে মাছ ধরার দৃশ্য
সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার
তারিখঃ১৫-০৬-২০২৩ ইং
প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।
|
---|
আমরা মাছের ভাতে বাঙালি। বাঙালিরা মাছ খেতে বেশ পছন্দ করে। আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আমাদের দেশের বিভিন্ন হাওর এবং নদীতে, পুকুরে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। শীতকালে যখন পুকুরের পানি শুকিয়ে যায় এবং এগুলো থেকে মাছ ধরার জন্য পুকুরে যতটুকু পানি থাকে সেটুকু তুলে ফেলে মাছ ধরা হয়। আজকে আমি এই পুকুরের পানি তুলে মাছ ধরা নিয়ে কিছু তথ্য আমাদের সাথে আলোচনা করব।
পুকুরের পানি তোলার জন্য প্রথমে আমাদের পানি তোলার ব্যবস্থা করতে হবে। অনেকেই মেশিন দিয়ে পানি তুলে নেয় আবার অনেকে মটর লাগিয়ে পানি তুলে আবার অনেকে বিভিন্ন প্রাচীন পদ্ধতিতে পানি তুলে পুকুরে মাছ ধরে। আমি যে দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে মেশিন দিয়ে পুকুরের পানি তোলা হচ্ছে। মেশিন দিয়ে পানি তোলার পর পানি তোলা শেষ হয়ে গেলে সেখানে শুধু মাছ এবং কাঁদা দেখা যায়। কাঁদার মধ্যে মাছগুলো লুকিয়ে থাকে সেই মাছগুলোকে খুঁজে বাহির করে নিতে হয়।
সম্পূর্ণ পানি তোলা হয়ে গেলে যারা পুকুরে মাছ ধরার জন্য নেমে পড়ে তারা এক পাশ থেকে মাছ গুলো কাঁদা থেকে বাহির করে নিয়ে একটি পাত্রে রেখে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছেলে মাছ ধরার জন্য পুকুরে নেমে রয়েছে। এভাবে পুকুরে মাছ ধরলে সবগুলো মাছ ধরে নেওয়া যায়। কিছু মাছ থেকে যায় যেগুলো কাঁদার ভিতরে লুকিয়ে থাকে সেগুলোকে পাওয়া সম্ভব হয় না। এভাবে মাছগুলো ধরতে বেশ কিছু সময় লেগে যায়। তবে অনেক মাছ পাওয়া যায় পুকুরে যতটুকু মাছ থাকে সবটুকু দেখা যায় এবং পাওয়া যায়।
আমি আমার পুকুরে মাছ ধরার জন্য প্রতিবছর মেশিন দিয়ে পানি তুলে মাছ ধরি এবং প্রতিবছর আমি বেশ ভালো পরিমাণে মাছ পেয়ে থাকি। আমার বাড়ির পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরে অন্য কোন মাছ চাষ করা যায় না। এখানে শুধু দেশি জাতীয় মাছগুলো পাওয়া যায়। এই পুকুরে আমি প্রতি বছর বেশ ভালোই মাছ পেয়ে থাকি। এই মাছগুলো বেশ সুস্বাদু এবং আমাদের দেশীয় মাছ। এগুলো মাছ বাজারে সহজে পাওয়া যায় না, পাওয়া গেলেও বেশ দাম দিয়ে কিনে নিতে হয়।
বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
তথ্য | বিস্তারিত |
---|---|
বিষয় | ঐতিহ্য |
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি এ ৫২ |
সম্পাদন করা | হ্যাঁ |
অবস্থান | পার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ |
ফটোগ্রাফার | @biplobsarker |
জী ভাইয়া আপনি ঠিক বলেছেন এখন মাছের যা দাম বাজারে পাওয়া মুশকিল। অনেক সুন্দর করে আপনি পোস্ট করেছেন। অনেক সুন্দর ভাবে পোস্টগুলি ধাপে ধাপে সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
এভাবে পুকুরে মাছ ধরতে ভালো লাগে। মাছ ধরতে পারি আর না পারি কাঁদায় গা ভরিয়ে দেই এটাই অনেক আনন্দের। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
Hello, friend!
This post has been upvoted and manual selected by the Steemgoon curation team.
Thank you for sharing content and contributing to the STEEM blockchain.
We are an active witness on STEEM, thank you in advance for your support.
If you vote for us as a witness, you will get daily steem rewards and free upvote to your post.
Thank you.
শ্যালো মেশিন বা মটার দিয়ে পুকুরের পানি তুলে নেয়ার পর মাছ ধরা কার না ভাল লাগে। তবে পুকুরে মাছ ধরতে আমাকে বেশ ভাল লাগে। আমরা প্রতিবছরই পুকুরের পানি তুলে পুকুর খনন করা হয়। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
শ্যালো মেশিন বা মটর দিয়ে আমাদের এইদিকেও পুকুরে পানি ছেকে মাছ ধরে।মাছ ধরার দৃশ্য গুলো দেখতেও খুব ভালো লাগে, আপনি অনেক সুন্দর ভাবে মাছ ধরার দৃশ্য গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।
ধন্যবাদ ভাই
আমাদের এলাকায়ও এভাবে পুকুর থেকে মাছ ধরা হয়। তবে এক্ষেত্রে অনেক সময় লাগে। তবে এবার পুকুরগুলো বৃষ্টি হওয়ার কারণে ভর্তি হয়নি। যার কারনে বেশি সময় লাগছে না। ঠিকই বলেছেন দেশি মাছের অনেক দাম। ধন্যবাদ।
ধন্যবাদ আপু
¡Congratulations!
This post has been supported through the account Steemcurator06. for containing good quality content.
Thank you.
https://twitter.com/SarkerBipl19781/status/1669295351432613888?s=20
ইঞ্জিন চালিত মেশিন দ্বারা পুকুর থেকে পানি তোলার দৃশ্য খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই, আমিও কয়েকবার আমাদের বাড়িতে পুকুর থেকে পানি তুলে এভাবে মাছ ধরতাম। অসাধারণ লাগলো আপনার পোস্ট আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই