ঐতিহ্যবাহী উৎসব দূর্গা পূজা, হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব💃💃💃

in Steem For Tradition2 years ago

প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।



দূর্গা পূজা



InCollage_20230203_152626315.jpg

হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের পুজার কথা বলা রয়েছে। বছরে প্রায় অনেকগুলো পুজো হয়ে থাকে। এসব পুজো কোনগুলো বড় আকারে আয়োজন করা হয়। কোনগুলো পূজা স্বল্পপরিসরে করা হয়। হিন্দু ধর্মের সব থেকে জাঁকজমক পূজা গুলোর মধ্যে হচ্ছে দুর্গাপূজা,কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী, গণেশ পূজা, শিব পূজা, ইত্যাদি। সবগুলো পুজো সবাই তাদের নিজের মতো করে ধর্মের নিয়ম অনুসারে করে থাকে। তবে বিভিন্ন এলাকায় মানুষ তাদের মনের বিশ্বাস থেকে আলাদা আলাদা দেব দেবীকে বেশি প্রাধান্য দিয়ে পূজা করে থাকে। যেমন কেউ দুর্গাপূজাকে বেশি প্রাধান্য দেয়, কেউ আবার শিব পূজা কে, কেউ আবার গণেশ পূজাকে, কেউ আবার জন্মাষ্টমী কে বেশি গুরুত্ব দেয়।

20221006_205254.jpg

InCollage_20230203_152928403.jpg

আজকে আমি হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে আলোচনা করব। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দুর্গাপূজাকে অতি গুরুত্বের সাথে আয়োজন করে থাকি। এবং খুব বেশ জাকজমকভাবে এটি আয়োজন করার চেষ্টা করি। দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পূজা। হিন্দুদের এই পূজাটি সর্বত্র পরিচিত। দুর্গাপূজাকে শারদীয় দুর্গা উৎসবও বলা হয়। দুর্গাপূজা শরৎকালের অনুষ্ঠিত হয় তাই এটি বলা হয়। দুর্গাপূজা মূলত আশ্বিন অথবা কার্তিক মাসে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা বেশ ব্যয়বহুল একটি পূজা। দুর্গা পূজায় অনেক অর্থ খরচ করে করতে হয়।

InCollage_20230203_152736122.jpg

20221006_205209.jpg

আমরা ব্যক্তিগতভাবে আমাদের বাড়ির সামনে আমাদের এলাকার সবাই মিলে দুর্গাপূজার আয়োজন করি। দুর্গাপূজা আয়োজন করার প্রথমেই মালি অথবা যে প্রতিমা গুলো তৈরি করবে তাদেরকে ভাড়া করতে হয়। তাদের সাথে দাম দর করে এই প্রতিমা বানানোর কাজ দেওয়া হয়। এরপর তারা কবে কাজ করতে আসবে মন্দিরে সেটি ঠিক করে প্রতিমা তৈরীর জন্য বাস কাঠ পেরেক দড়ি ইত্যাদি সরঞ্জাম কিনে রাখতে হয়। এরপর মালি চলে আসলে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হয়। এরপর এরা তাদের কাজ শুরু করে দেয়। প্রথমে বাঁশ দিয়ে একটি কাঠামো তৈরি করে নেয়। এই কাঠামোতে তারা খড় দিয়ে প্রতিমার আকার তৈরি করে নেয়। তারা খড়গুলো পাটের সুতার দাঁড়া পেঁচিয়ে পেঁচিয়ে দেব দেবীর আকার প্রদান করে, এরপর মাটি এই ঘরের উপর লাগিয়ে মসৃণ করে নেয় যাতে রং করা যায় খুব সহজে। সব কাজ শেষ হয়ে গেলে মালিরা রঙের কাজ শুরু করে দেয়। পুজোর দুই তিন দিন আগে রং করা হয়ে গেলে, প্রতিমা গুলো পূজা করার জন্য প্রস্তুত হয়ে যায়।

InCollage_20230203_153017181.jpg

দুর্গাপূজা ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এই পাঁচ দিন সনাতন ধর্মের লোকেরা নিরামিষ খাবার খায়। এবং প্রতিদিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই পাঁচ দিন ব্রাহ্মণ পূজা পরিচালনা করেন এবং ভক্তরা প্রতিদিন সকালে অঞ্জলি দেন। বিশেষ কিছু মন্ত্রের সহজে ব্রাহ্মণ অঞ্জলির কাজ শেষ করেন। এবং তার পুজো শেষ করেন। দুর্গাপূজা করার জন্য কিছু জিনিসের দরকার হয় যেমন ধুতি কাপড় সাদা কাপড় শাড়ি। এ ছাড়াও বিভিন্ন রকমের ফলমূলের প্রয়োজন হয় যেমন নারীকেল আপেল কমলা ইত্যাদি ফল।

InCollage_20230203_152827911.jpg

পুজো চলাকালীন সময় পূজো মন্দিরের আশেপাশে একটি মেলার মতো পরিবেশ তৈরি হয়। সব ধর্মের ভাইয়েরা এসে এই পূজার আনন্দ উপভোগ করে এবং আমরা সনাতন ধর্মের লোকেরাও এই পূজায় বেশ মজা করে থাকি। আমরা বিভিন্ন মন্দির ঘুরতে যাই এবং এবং প্রতিমা দর্শন করি।এভাবে পাঁচ দিন কেটে যায় এবং প্রতিদিন মন্দিরে আরতির আয়োজন করা হয়ে থাকে। আর আরতি বলতে নাচ গানকে বলা হয় বিভিন্ন ধর্মের লোকেরা এখানে এসে নাচ গানে অংশগ্রহণ করে এবং উপভোগ করে এই অনুষ্ঠান। এভাবে পাঁচ দিন অনুষ্ঠান চলার পর দশমীর দিনে প্রতিমা বিসর্জন করা হয় এবং প্রতিমাগুলো জলে ভেসে দেওয়া হয়। ভেসে দেওয়ার আগে সনাতন ধর্মের মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এটি একটি ঐতিহ্যবাহী খেলা।



বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



ডিভাইস - স্যামসাং A52.

লোকেশন - পার্বতীপুর,দিনাজপুর।



ধন্যবাদ সবাইকে



Sort:  
 2 years ago 

দুর্গাপূজা হল হিন্দু সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় উৎসবের সময়,যা তারা বছরে একবারই পায়।ধুমধাম করে এই দুর্গাপূজার আয়োজন করা হয়। দুর্গাপূজো নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

দুর্গাপূজা একটি হিন্দু ধর্মের একটি বড় একটি পূজা। এই পূজাতে হিন্দু ধর্মের ভাইয়েরা অনেক মজা করে থাকেন। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

welcome bro

 2 years ago 

দুর্গাপূজা একটি হিন্দু ধর্মের একটি বড় পূজা আর দুর্গাপূজা নিয়ে আপনি অনেক কিছুই বলেছেন । অনেক সুন্দর হয়েছে পোস্ট ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

দূর্গা পূজা সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছে।অসাধারণ ভাবেও উপস্থাপন করেছে ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

গেটটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। গেটটা অনেক কালারফুল।

 2 years ago 

জ্বি আপু। ভবের বাজার, পার্বতীপুর এ অনেক বড় পূজা।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে হিন্দু ধর্মের সব থেকে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা। আসলে অনেক সুন্দর হয়েছে আপনার ছবিগুলো। এবং সেই সাথে আরো অসাধারণ সুন্দর হয়েছে‌ আপনার ছবিটি। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের লোকদের অনেক বড় একটা পূজা, যা পাঁচদিন পযন্ত থাকে, এ পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব হিসাবে ধরা হয়, দূর্গাপূজা সম্পর্কে সুন্দর উপস্থাপন করছেন ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

দুর্গা পূজা হলো হিন্দুদের বড় একটা পূজা, তারা এই পূজায় অনেক খুশি হন,ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

এবার দুর্গাপুর্জা হিন্দু ধর্ম সম্প্রদায়ের একটি বড় উৎসব। এই দুর্গাপূজার সময় আমি ভবের বাজের গেছিলাম ভাই।আপনি দুর্গাপূজা নিয়ে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62890.35
ETH 2544.51
USDT 1.00
SBD 2.94