সনাতন ধর্মের ঐতিহ্যবাহী উৎসব বাসন্তী পূজা

in Steem For Traditionlast year

সবাইকে আদাব
আমি @biplobsarker



তারিখঃ০২-০৪-২০২৩ ইং।



প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।



বাসন্তী পূজা

InCollage_20230402_152138074.jpg



সনাতন সম্প্রদায়ের মানুষের অনেক ধরনের পূজা করতে হয়। এমনটা বলা হয় যে হিন্দুদের বারো মাসে তেরো পূজা অনুষ্ঠিত হয় ।আসলেই কথাটি ঠিক কারণ আমাদের হিন্দুদের অনেক ধরনের পূজা অনুষ্ঠিত হয় । প্রতি বছর হিসাব করলে অনেকগুলো পূজার অনুষ্ঠান হয়ে থাকে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপূজা বাসন্তী পূজা কালী পূজা লক্ষী পূজা সরস্বতী পূজা ইত্যাদি। আমি আজকে আপনাদের বাসন্তী পূজা নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব।

InCollage_20230402_150639733.jpg

বাসন্তী পূজা বাংলা মাসের চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এ পূজা হয়ে থাকে। এই পূজা মূলত দুর্গাপূজার মতোই সবকিছু করা হয় তবে সময়টা শুধু আলাদা এবং এই দেবের নাম হচ্ছে বাসন্তী। এজন্য এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়। এ পূজা, বেশ সীমিত আকারে অনুষ্ঠিত হয় তবে এখন অনেক কিছু এলাকায় এই পূজার প্রচলন বেড়ে গেছে। এখন বিভিন্ন এলাকায় এই পূজা দেখা যায় যেমন আমাদের পার্বতীপুর শহরে শুধু দুই এক জায়গায় পূজা হতো তবে এখন দেখা যাচ্ছে পূজা, সবাই করছে। এই দুর্গাপূজা মূলত পাঁচ দিনব্যাপী হয়ে থাকে। এই পাঁচ দিন পুজোর মাঠে একটি আনন্দময় পরিবেশ তৈরি হয়। বিভিন্ন ধরনের দোকান এই পূজার মাঠে দেখা যায় এবং পূজা কমিটির সদস্যরা বিভিন্ন রকমের ডেকোরেশন এবং লাইটিং এর মাধ্যমে পূজার মাঠ জাকজমক করে তুলে।

InCollage_20230402_150716594.jpgInCollage_20230402_150602558.jpg

ষষ্ঠী পূজার মাধ্যমে বাসন্তী পূজা শুরু হয়। ষষ্ঠী পূজা শেষ হওয়ার পরের দিন সপ্তমী পূজা অনুষ্ঠিত হয় এভাবে অষ্টমী এবং নবমী পূজা হওয়ার পর দশমীর পূজা শেষে প্রতিমা কে বিসর্জন দেওয়া হয়। জলে ভেসে দেওয়া হয় এই পাঁচ দিন অনুষ্ঠিত পূজার সময় বিভিন্ন রকমের গান-বাজনা গানের আয়োজন করা হয়। এলাকার ছোট ছেলে মেয়েরা এবং বাহিরের কিছু আত্মীয় স্বজন এই অনুষ্ঠানে এসে তারা নাচ-গান প্রদর্শন করেন। এছাড়াও বাহির থেকে কিছু দর্শনার্থী এই পূজার আনন্দ উপভোগ করার জন্য। আমরাও এই পূজা দেখার জন্য আমাদের পার্শ্ববর্তী গ্রামে যাই এবং বেশ আনন্দের সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করি।

InCollage_20230402_150509967.jpgInCollage_20230402_150447609.jpg

আমাদের এলাকা ছাড়াও বাইরে কিছু এলাকায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। আমরা সেখানে গিয়ে আনন্দঘন কিছু সময় কাটিয়ে আসি। সবশেষে দশমীর দিনে পূজা শেষ হয় এবং বাসন্তী দেবীকে জলে বিসর্জন দিয়ে পুজা শেষ করা হয়।

InCollage_20230402_150359628.jpg

বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



InformationDetails
TopicTradition
CameraSamsung Galaxy A52
EditingYes
LocationParbatipur,Dinajpur, Bangladesh
Photographer@biplobsarker


ধন্যবাদ সবাইকে



Sort:  
 last year 

সনাতন ধর্মের ঐতিহ্যবাহী উৎসব বাসন্তী পূজা নিয়ে সুন্দর ও চমৎকার একটি উপস্থাপনা। আমাদের পার্শ্ববর্তী এলাকায় হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা তারাও এই বাসন্তী পূজা পালন করে থাকেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বসন্তী উৎসব সম্পর্কে আজকে আমি প্রথম জানলাম।বসন্তী উৎসব হয় এই কথাটি আজকে প্রথম শুনলাম আমি।যাইহোক খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর লিখেছেন ভাই বসন্তি উৎসব সম্পর্কে।আপনাদের এলাকায়ও এই উৎসবটি পালন করা হয় তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

বাসন্তী পূজা কখনো আমার যাওয়া হয়নি তবে দুর্গাপূজায় আমি অনেক যেতাম। আপনার পোস্ট করার মাধ্যমে বাসন্তী পূজা সম্পর্কে আমি জানতে পারলাম । আপনি অনেক সুন্দর ভাবে সনাতন ধর্মের পূজা সম্পর্কে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই

Loading...
 last year 

পার্বতীপুরে থাকার সময় আমার কিছু হিন্দু বন্ধু ছিল। মাঝে মাঝে তাদের বিভিন্ন পূজায় আমাকে দাওয়াত দিত। পূজার মন্ডপগুলো অনেক সুন্দর ভাবে সাজায়।অনেক ভালো লাগতো যেতে। ভালো লিখেছেন। শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

Your post has been supported by @damithudaya from Team 2 of the Community Curation Program, at 60%. We invite you to continue sharing quality content on the platform, and continue to enjoy support, and also a likely spot in our weekly top 7.

Voting date: 02/04/2023

image.png

 last year 

সনাতন ধর্মাবলম্বী দের বাসন্তী পুজা নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই, এর আগে বাসন্তী পুজা সম্পর্কে জানতাম না সুন্দর লিখছেন। অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

সনাতন ধর্মের ঐতিহ্যবাহী উৎসব বাসন্তী পূজা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।বসন্তী পুজা সম্পর্কে আজকে প্রথম জানলাম আপনার পোস্টের মাধ্যমে। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

হিন্দু সম্প্রদায়ের সনাতন বলে কিছুই নেই। শুধুমাত্র সনাতন ধর্ম আমার জানা মতে। সনাতন অর্থ হলো চিরন্তন। অথ্যাৎ যা সব সময় চিরন্তন সত্যি বলে আমরা জানি। দূর্গো পুজোর মতোই এই বাসন্তী পুজো উৎযাপন করে থাকে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়।এই বাসন্তী পুজোর সময় পরিবর্তন। এই বাসন্তী পুজো অনেক সুন্দর উৎযাপন করেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের যারা আছেন তাদের সব রকমের পুজো করতে হয়। বাসন্তী পুজো আর দূর্গোপুজোর উৎসব একই ভাবে পালন করা হয় তবে সময়ের ভিন্নতা । আপনি অনেক সুন্দর পোস্ট উপস্থাপন করছেন। তবে পোস্ট কোয়ালিটি ভাল করতে হবে আরেকটু। পোস্টের নিচে যে তথ্য শেয়ার করেন অবশ্যই বাংলায় লিখতে হবে।

Screenshot_20230403_165915.jpg

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65092.40
ETH 3470.06
USDT 1.00
SBD 2.50