প্রতিযোগিতার ১৪তম সপ্তাহ- আপনার এলাকার পুরাতন স্কুল -সৈয়দপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়।

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম।
এবং আদাব।

আজ শনিবার ৬ মে ২০২৩

প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি প্রতিযোগিতায় ১৪ তম সপ্তাহে এলাকার পুরাতন স্কুল সম্পর্কে বলতে যাচ্ছি। রেলের শহর সৈয়দপুর, এই রেলের শহরে সৈয়দপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় অবস্থিত, আজকে আমি আপনাদের সেই পুরাতন স্কুল দেখাবো এবং স্কুল সম্পর্কে বলবো,আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন শুরু করি।

Picsart_23-05-06_12-50-51-565.jpg
কভার ফটো
🏢 রেলওয়ে উচ্চ বিদ্যালয় 🏢

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় এই রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অবস্থিত। বিদ্যালয়টি ১৮৬৩ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। সৈয়দপুরে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা অবস্থিত। সেই রেলওয়ে কারখানা ১১০ একর জায়গার উপরে অবস্থিত। ব্রিটিশ আমলে রেলওয়ে কারখানাতে অসংখ্য কর্মচারী চাকরি করতো। তবে তখনকার সময়ের মানুষ শিক্ষিত ছিল না। তাদের সন্তানদের পড়াশোনা করার জন্য তারা আন্দোলন সৃষ্টি করে, সেই আন্দোলনের উপর ভিত্তি করে সৈয়দপুর স্থাপন করা হয় প্রথম রেলওয়ে উচ্চ বিদ্যালয়।

IMG_20230506_114837_486.jpg

প্রথমেই ভবণটি তৈরি করা হয় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের জন্য, সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারীদের সন্তানদের পড়ালেখার জন্য ব্রিটিশ আমলের তৈরি এই স্থাপনাটি যা ঐতিহাসিক স্থাপনা। পরে অবশ্য নতুন ভবন তৈরি হয়েছে। এই ভবন এ এখন পড়ালেখা হয় না পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাশে নতুন স্থাপনা তৈরি করা হয়েছে। তবে ঐতিহ্যের স্থাপনা হিসেবে পুরাতন ভবনটিও রেখে দেওয়া হয়েছে। চলেন সেই পুরাতন ভবনটি দেখে আসি।

🏚️ পুরাতন ভবন 🏚️
IMG_20230506_114828_451.jpg
IMG_20230506_114818_033.jpg
IMG_20230506_114940_931.jpg
IMG_20230506_114903_032.jpg

পুরাতন ভুবনের পাশে স্থাপন করা হয়েছে নতুন ভবন, তবে পুরাতন ভবনটি কালে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। জনজীর্ণ অবস্থায় গাছপালায় ভরপুর হয়ে গেছে ভবনটি। নতুন ভবনটি অনেক সুন্দর করে স্থাপন করা হয়েছে চলেন নতুন ভবনটি দেখে আসি। ভবনের পাশেই নতুন ভবন, যা স্কুলের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে, নতুন ছাত্রছাত্রীরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তারা বুঝতে পারবে স্কুলটি কত পুরাতন।

🏛️নতুন ভবন 🏛️
IMG_20230506_114806_109.jpg
IMG_20230506_115016_808.jpg
IMG_20230506_114742_098.jpg
IMG_20230506_114855_874.jpg

পাশে রয়েছে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনটি রেলওয়ে কারখানায় স্থাপিত ও প্রশাসনিক ভবনের মতোই, রেলওয়ে কারখানা প্রশাসন ভবনের আদলে স্কুলের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ আমলের তৈরি স্থাপনা গুলো এত মজবুত এবং যেগুলো দৃষ্টিনন্দিত, এগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটাই সৈয়দপুর শহরের মধ্যে প্রথম স্কুল যেটি রেলওয়ে স্থাপনার সাক্ষী ।

🏫 প্রশাসনিক ভবন 🏫
IMG_20230506_114650_763.jpg
IMG_20230506_114712_056.jpg
IMG_20230506_114722_821.jpg
IMG_20230506_115050_774.jpg

রেলওয়ে স্থাপনা গুলো অনেক পুরনো সবাই আমরা জানি, এই স্থাপনাগুলো অনেক দৃষ্টিনন্দন হয়ে থাকে, কর্মচারীর পাশাপাশি এ বিদ্যালয়ে অন্যান্য মানুষের সন্তানেরা পড়াশোনা করতে পারে, স্কুলে পড়াশোনা করতে খুবই অল্প বেতনে পড়াশোনা করা যায। প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয় , এ বিদ্যালয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের বাচ্চারা পড়াশোনা করে। রেলওয়ে কর্মচারীদের সন্তানের জন্য বিশেষ ছাড় রয়েছে এই বিদ্যালয়ে, কারণ তাদের আন্দোলন এর ফসল হিসেবে এই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। এ জন্য কর্তৃপক্ষ বিশেষ একটি কোঠা রেখেছে। তবে সৈয়দপুরের মধ্যে এটি সবচেয়ে পুরাতন স্কুল। রেলের শহর সৈয়দপুর, অবকাঠামো দ্বারা নিয়মিত এই স্কুলটি, এই স্কুল পরিবেশগত দিক দিয়ে অনেক সুন্দর। তা সকলের মন কেড়ে নেয়। আপনি চাইলে এই স্কুলটি ঘুরে দেখে যেতে পারেন।

IMG_20230506_114921_005.jpg

এ বিদ্যালয়টিকে আসতে হলে আপনাকে প্রথমে নীলফামারী জেলার সৈয়দপুর অবস্থান করতে হবে। যদি ট্রেনে আসতে চান তাহলে, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আপনাকে নামতে হবে, সেখান থেকে পাঁচ দশ মিনিট আগেই আপনি স্কুলটি দেখতে পাবেন, যদি না চিনতে পারেন, স্টেশন নেমে কাউকে বললেই, চিনিয়ে দিবে , কারখানার দিকে আগালেই গেট বাজার সংলগ্ন এই স্কুলটি। এটি রেলওয়ে পুরাতন স্কুল নামে বেশি পরিচিত।

IMG_20230506_114955_614.jpg

পুরাতন হলেও পরিবেশের দিক দিয়েও কখনো পিছিয়ে নেই এই স্কুলটি, রেলওয়ে কারখানার কোন অনুষ্ঠান হলে, এই স্কুলের স্কাউট টিম রেলওয়ে কারখানায় বিশেষ ভূমিকা পালন করে কোন অনুষ্ঠানের। এই স্কুলে সকল বাচ্চাদের সমমান দৃষ্টিতে দেখা হয়। এখানে অফিসার বা কর্মচারীর কোন বৈষম্য নেই। শিক্ষকদের কাছে সকল সন্তানই সমান। মাঝে মাঝে আমি এই স্কুল মাঠে গিয়ে বসে থাকি। মনোরম পরিবেশে স্কুলটি। এ পুরাতন স্কুলটি বিশাল বড় একটা মাঠ রয়েছে, যে মাঠে বাচ্চারা খেলাধুলা করে, তাছাড়াও সৈয়দপুরে আরেকটি রেলওয়ে খেলার মাঠ রয়েছে। যেটা রেলের খেলার মাঠ নামে পরিচিত, সেখানের কোন বড় অনুষ্ঠান হলে , এই স্কুলের ছাত্র-ছাত্রীরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে । পরিবেশের দিক দিয়ে, এই স্কুলটি অনেক উন্নত। পড়াশোনার দিক দিয়েও অনেক মানসম্মত। এখানে কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের মধ্যে কোন বৈষম্য নেই, যেটা সকলের মন কেড়েছে। যদি পুরাতন কোন স্থাপনা দেখতে চান তাহলে চলে আসবেন সৈয়দপুর উপজেলার রেল স্কুল উচ্চ বিদ্যালয় । কেমন লাগলো আমার এই পোস্ট তা কমেন্টের মাধ্যমে জানাবেন, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আছি এ পর্যন্তই। আবারো লিখবো অন্য কোন বিষয় নিয়ে।

সকলকে অসংখ্য ধন্যবাদ

আমি আমার দুই জন বন্ধু কে এই প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি : @aparajitoalamin & @nijam468.

ফোনের বিবরণঃ
ক্যামেরাTECNO CAMON 16 PRO
ধরণঐতিহ্যবাহী পুরাতন স্কুল
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

সৈয়দপুর রেলওয়ে স্কুল কে নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। স্কুলটি সম্পর্কে আমার কোনো ধারনা ছিল না তবে আপনাদের পোষ্টের মাধ্যমে সৈয়দপুর রেলওয়ে স্কুলের ছবি এবং এর সম্পর্কে কিছু তথ্য আমিও জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু 🥰

Loading...
 last year 

সৈয়দপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। আমি এই স্কুলটি নিজের চোখে কখনো দেখেনি। আপনার পোস্টের মাধ্যমে আজকে প্রথম দেখলাম। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 last year 

খুব ভালো ফটোগ্রাফি করেছেন ভাই।দেখে খুব ভালো লাগলো। প্রশাসনিক ভবন ও পুরাতন ভবন গুলো আসলেই অনেক পুরাতন মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি সেগুলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 last year 

এই বিদ্যালয়গুলো কখনো ঘুরে দেখা হয়নি। সুন্দরভাবে বিদ্যালয় নিয়ে লিখেছেন। বিদ্যালয়টির ছবিগুলো অনেক তুলেছেন।

 last year 

ধন্যবাদ আপনাকে 🥰

 last year 

সৈয়দপুর রেলওয়ে স্কুল টি অনেক পুরাতন। তারপাশে নতুন বিল্ডিং ও করা হয়েছে দেখা যাচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। খুবই সেই উপস্থাপনা ছিলো ভাই। ধন্যবাদ

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 last year 

আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন স্কুলটির। বিদ্যালয়টি অনেক আগের পুরাতন। ১৮৬৩ সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। দেখে অবাক হয়ে গেলাম। অনেক বছর আগের বিদ্যালয়। আপনি নতুন,পুরাতন ও প্রসাশনিক ভবন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু 🥰

 last year 

সৈয়দপুর রেলওয়ে পাশে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।এই বিদ্যালয়টি ১৮৬৩ খ্রীস্টব্দে স্থাপিত হয়।অনেক পুরনো একটি স্কুল। আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল।

 last year 

অনেক ধন্যবাদ ভাই 🥰

 last year 

ঐতিহ্যবাহী পুরাতন স্কুল। স্কুল মানেই বন্ধু বান্ধবী। আর শয়তান ফাজলামি। তবে আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি পুরাতন স্কুল নিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখছেন ভাই। ধন্যবাদ ভাই

 last year 

অনেক ধন্যবাদ ভাই 🥰আপনার মাথায় তো খালি বান্ধবী 😁

 last year 

থাক কিছু কমু না। 🥰🥰😂

 last year 

আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই, সৈয়দপুরে রেলওয়ে স্টেশন উচ্চ বিদ্যালয় নিয়ে অনেক সুন্দর সুন্দর বিষয় আমাদের মাঝে তুলে ধরছেন, আপনার ফটোগ্রাফি বেশ অনেক সুন্দর, আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

অনেক ধন্যবাদ ভাই 🥰

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69471.12
ETH 3758.35
USDT 1.00
SBD 3.83