RE: বাঁশ এর প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার
বাঁশ আমাদের প্রাচীনতম উদ্ভিদ, দৈনন্দিন জীবনে বাঁশের গুরুত্বপূর্ণ অপরিসীম। বাঁশ ছাড়া অনেক কিছুই করা সম্ভব নয়। গৃহস্থালির প্রায় অনেক কাজেই বাঁশের ব্যবহার করা হয়। বাঁশ দিয়ে ঘর দেওয়া হয়। বাঁশ দিয়ে জমির বেড়া দেওয়া হয়। বাঁশের তৈরি অনেক পণ্য আমাদের অনেক কাজে লাগে, বাঁশের তৈরি ডালা, কুলা, চালা, আরো অনেক কিছু যা আমাদের প্রয়োজনীয়। ছোটবেলায় কবিতা পড়তাম কাজলা দিদি, সেখানে লেখা ছিলো বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই।আমাদের বাঁশের বাগান ছিলো,এখনো রয়েছে । সবজির মাচাঁ তৈরি করার জন্য বাঁশের ব্যবহার করা হয়। এবং কি রান্নাঘর তৈরি করার জন্য, ঘরের খাম দেওয়ার জন্য বাঁশ ব্যবহার করা হয়৷ সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই,ফটোগ্রাফি দারুন হয়েছে । অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন।