You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম "চলন বিল"

in Steem For Tradition11 months ago

বাংলাদেশের বৃহৎ বিলের মধ্যে চলনবিল হচ্ছে অন্যতম। চলন বিলের প্রাকৃতিক পরিবেশ সবাইকে মুগ্ধ করে। চলন বিলটি নাটোর জেলায় অবস্থিত। এই বিলের আকৃতি অনেক বিশাল, এক পাশ থেকে তাকালে আরেক পাশ দেখার কোন সুযোগ নেই শুধু পানি আর পানি। বর্ষার মৌসুমে এই বিলের সৌন্দর্য আরো ফুটে ওঠে। বিলের মধ্যে নৌকা চলে বিলে শাপলা ফুল ফুটে। প্রতিবছর এই চলনবিলে নৌকা বাইচের আয়োজন করা হয়, যেটা অনেক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় । আমার বাড়ি টাঙ্গাইল হওয়ার সুবাদে, চলন বিলের মাঝখান দিয়ে ট্রেনে যাতায়াত করতে হয় আমার। একবার বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে নৌকা বাইচ দেখেছিলাম। মাছ ধরার জন্য যে জালটি ব্যবহার করা হচ্ছে সেটি আমাদের আঞ্চলিক ভাষায় খরাজাল বলা হয়। খরা জাল দিয়ে মাছ ধরা হয় নদীতে বিলে খালে। এই বিলে অনেক মাছ পাওয়া যায় আমিও শুনেছি। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ভাই, ট্রেন থেকেও আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার যাত্রা শুভ হোক। অসংখ্য ধন্যবাদ ভাই বাংলাদেশের বৃহৎ চলন বিল নিয়ে আমাদের মাঝে এত সুন্দর উপস্থাপন করার জন্য।

Sort:  
 11 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56