RE: শৈশবে কড়ি/ মার্বেল একটি জনপ্রিয় খেলা যা আজ স্মৃতি হয়ে আছে।
শৈশবের সোনালী দিন গুলো আজও মনে পড়ে। শৈশব কতটা মধুর ছিলো এখন সেই দিনগুলো খুবই মিস করি। শৈশবের মার্বেল খেলা নিয়ে দারুণ উপস্থাপন করেছেন ভাই, ছোটবেলায় এই মার্বেল নিয়েই পড়ে থাকতাম সারাদিন। মায়ের বকুনি বাবার শাষণ যা এখন শুধুই স্মৃতি। স্কুল থেকে বাসায় ফিরে মার্বেল নিয়ে বেরিয়ে পড়তাম খেলা করার জন্য। বৃহস্পতিবার আমাদের হাফ স্কুল ছিলো। ১২ বাজে স্কুল ছুটি হয়ে যেতো, স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই ব্যাগ বাসায় রেখে বেরিয়ে পড়তাম মার্বেল খেলার জন্য, খাওয়া-দাওয়ার কথা তখন মনে ছিল না। সেই সন্ধ্যা বেলা মার্বেল খেলা শেষ করে বাড়ি ফিরতাম। মায়ের কতই যে বকুনি শুনেছি সেটার হিসাব নেই। খাওয়া নেই দাওয়া নেই পড়ে থাকতাম এসব খেলা নিয়ে। আপনার পোস্টের মাধ্যমে সেই স্মৃতি মনে পড়ে গেলো। সোনালী দিনগুলো আজও অনেক মনের মধ্যে নাড়া দেয়। কোন চিন্তা ছিল না , হাসিখুশি ছিলো জীবনটা। আজ বাস্তবতার ভিড়ে সেই সোনালী শৈশবে ফিরে যেতে মন চায়। মনে হয় যদি ফিরে পেতাম সেই সোনালী দিনগুলো। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই, ফটোগ্রাফি অসাধারণ হয়েছে । অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।