কলিগদের সাথে আম পাড়ার মজার স্মৃতি।

in Steem For Traditionlast year (edited)

আজ ২১ এ জুন
রোজ বুধবার

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভ কামনা। আম এমন একটি ফল যেটা খেতে সবাই পছন্দ করে। আজকে আমি আমার অফিসে আম পড়ার দৃশ্য তুলে ধরবো আশাকরি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করি।

IMG_20230607_154721_181.jpg

অফিসের পিছনে রয়েছে একটি আমগাছ, আমগাছে রয়েছে কয়েকটা লাল টুকটুকে আম। আমগুলো খেতে অনেক সুস্বাদু। তাই সবাই মিলে আম পারার মিশনে চলে গেলাম। অনেক কষ্ট করে ২ টা আম পারতে পারলাম। যখন আম পড়া হয়ে গেলো সবাই আমের ফটোগ্রাফি করতে ব্যাস্ত।

IMG_20230607_154727_000.jpg
IMG_20230607_154729_148.jpg
IMG_20230607_154742_415.jpg
IMG_20230607_154748_420.jpg

সবারই ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফি শেষে আমরা সবারই মোবাইল চেক করতে শুরু করলাম, কার ফটোগ্রাফি সুন্দর হয়েছে সেটা দেখার জন্য। ঘাসের উপর পাকা আম দেখতে অসাধারণ লাগছে।

IMG_20230607_154711_644.jpg
IMG_20230607_154716_938.jpg

আমকে ফলের রাজা বলা হয়। বাজারে এখন হরেক রকমের আম পাওয়া যায়। তবে সেগুলা ফরমালিন যুক্ত এবং নানা রকম মেডিসিন সম্পূর্ণ। আমরা যে আম টা পারলাম, সেটা একদমই ফ্রেশ। একদম গাছে পাকা। আম পাড়া শেষে সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম।

IMG_20230607_154842_673.jpg

আম সংখ্যায় কম থাকলেও সেটা পারতে চেষ্টার কেনো কমতি ছিলো না। সবাই মিলে সেই সোনালী শৈশব এ ফিরে গিয়েছিলাম। সেই ছোট বেলায় আম কুড়াতে গুরে বেড়াতাম আমার সমস্ত গ্রাম, বাড়ি এসে মায়ের মুখে গালি শুনতাম, আর হয়তো ফিরো পাবো না সেই দিনগুলো, বই এ তে পড়তাম ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা আমে শাখা ওঠে রঙ্গিন করে মুখ। কেমন লাগলো আম পাড়া নিয়ে আমার এই সামান্য লেখাটা সেটা কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি কোনো স্মৃতি জড়িয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারও লিখবো অন্য কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণআম পাড়ার মজার স্মৃতি
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
Sort:  
 last year 

আম পাড়ার দৃশ্য গুলো অনেক সুন্দর। তবে আম পেড়ে খাওয়ার মজাই অন্যরকম। আপনি কলিকদের সাথে আম পেড়ে খেয়েছেন ভাই কেমন অনুভূতি। কলিগদের সাথে আম পাড়ার দৃশ্য নিয়ে অসাধারণ পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 last year (edited)

লাল আম৷ সূর্য আম নাকি ভাই 🙂। তোমরা তো মিয়া কোটিপতি , এ আমের যে দাম 😀। আমের যে ফটোশ্রেসন চলছে৷ আম তো সেলিব্রিটি হয়ে গিয়েছে।

 last year 

জি ভাই সেই স্বাদ,এতো স্বাদ কেরে😁

 last year 

আমের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাইয়া। গাছ থেকে আম পাড়ার মজাই আলাদা। ছোট বেলায় মানুষের গাছের কাঁচা আম চুরি করে খেতাম। ধন্যবাদ ভাইয়া কলিগদের সাথে আম পাড়ার মজার স্মৃতি নাম নিয়ে সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

সুন্দর একটি মুহুর্ত পার করেছেন। এই আমের জাতের নাম কি ভাই...??? দুইটা আম দিয়ে ৭জন ফটোগ্রাফি করেছেন😁 ভালোই।

 last year 

সূর্য আম, ২ টা আম পারতে পারছি, তাই এই ২ টা নিয়েই ফটোগ্রাফি চলছে।

 last year 

আমের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বস। তোমাদের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আর কোন আম গাছে থাকলো না। আমাদের একদিন ইনভাইট করো আমরাও গিয়ে আম খেয়ে আসি। সুন্দর লিখেছো বস। ধন্যবাদ

 last year 

চলে আসো, এটা তোমার ও সাবেক কর্মস্থল, তাই অগ্রাধিকার আছেই😊

 last year 

এরকম লাল আম খুব কমই দেখা যায়। সাধারণত আম পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে কিন্তু এগুলোতে দেখা যাচ্ছে বিপরীত ঘটনা। এই আমগুলো থেকে লাল বর্ণ ধারণ করেছে। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

সময় কাটিয়েছে সুন্দর। আর অনেক আনন্দ করেছেন মনে হয়। আর এভাবে আম পাড়াতে অনেক মজা লাগে।আম গুলো দেখতে কিন্তু সেই।অনেক সুন্দর ভাবে লিখেছেন ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ভাই আপনি তো মিয়াজাকি আম পেড়েছেন গাছ থেকে। অনেক কয়েকজন কিন্তু আম পাড়লেন মাত্র দুইটা এর কারন কি ভাই? বাজারে এখন বেশির ভাগ দোকানে ফরমালিন যুক্ত আম বিক্রি করে থাকে। কিন্তু আপনারা পিওর আম খেয়েছেন ভাই।

 last year 

এই ২ টাই আম পাকা ছিল ভাই,ধন্যবাদ ভাই 😁

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60929.80
ETH 2371.67
USDT 1.00
SBD 2.49