আগের দিনে যাতায়াতের জন্য রাজা-বাদশাদের ব্যবহৃত পছন্দের ঘোড়া

in Steem For Traditionlast year

আজ বুধবার
২ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি আপনাদেরকে বলবো আগের দিনে রাজা বাদশারা যাতায়াতের জন্য এবং জমিদারি দেখার জন্য ঘোড়া ব্যবহার করতো, সেই ঘোড়া দেখাবো এবং ঘোড়া সম্পর্কে বলবো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

IMG_20230511_230230_672.jpg
ঘোড়া

আগের দিনে যুদ্ধ করার জন্য, এবং রাজা বাদশারা তাদের জমিদারি দেখার জন্য ঘোড়া দিয়ে যাতায়াত করতো, ঘোড়া ছিলো তাদের যাতায়াতের একমাত্র যানবাহন। কালের বিবর্তনে আধুনিক যানবাহন, এবং রাস্তাঘাট পাকা হওয়ার জন্য ঘোড়ার ব্যবহার একদমই কমে গেছে। বর্তমানে এখন রাজা বাদশা নেই, হারিয়ে গেছে তাদের এই ঐতিহ্যবাহী প্রাণীটি। এখন আর কেউ রাজা বাদশাদের মতো ঘোড়ায় চড়ে রাজ্য দেখে বেড়ায় না।

IMG_20230511_230214_240.jpg
IMG_20230511_230218_948.jpg

তবে আধুনিক বিশ্বে, দ্রুতগামী যানবাহন থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ শখের বশবর্তী হয়ে এখনো ঘোড়া পালন করে, এবং ঘোড়া নিয়ে গুরতে বেড়াতে দেখা যায়। আবার অনেকের পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষায় ঘোড়া লালন পালন করে। ঘোড়া কেনাবেচার হাট রয়েছে আমাদের দেশে।

IMG_20230511_230210_344.jpg

ঘোড়াকে বাহারি রকমের নামে ডাকা হয়, যেমন বাহাদুর, সুলতান, কিরণমালা, যুবরাজ ইত্যাদি। রাজা বাদশাদের যুগ থেকে এরকম বাহারি নামে ঘোড়াকে ডাকা হতো। সেই প্রচলন এখনো রয়েছে।

IMG_20230511_230242_154.jpg

ঘোড়ার পিঠে ওঠার জন্য বিশেষ এক বসার সিটের ব্যবস্থা করা হয়। এই সিটে বসেই অনায়াসে ঘোড়া নিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা যায়। এটা আমাদের এক বিশেষ ঐতিহ্য। মাঝেমধ্যে গ্রামীণ মেলাতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, ঘোড়সওয়াররা বিভিন্ন হাট বাজার থেকে ঘোড়া কিনে থাকে, ঘোড়ার দাম ১০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ পর্যন্ত হয়ে থাকে।

IMG_20230511_230259_826.jpg

অতীতকালে দেখা যেতো শুধু রাজা বাদশারাই ঘোড়া ব্যবহার করতো, বর্তমানে তার উল্টো চিত্র দেখা যায়। রাজকীয় এই বাহনটি এখন নিম্ন আয়ের মানুষের জন্য আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সমুদ্র সৈকতে আপনি দেখতে পারবেন, ঘোড়া নিয়ে গুরতে, এবং ঘোড়ার পিঠে চড়ার বিনিময়ে কিছু অর্থ নিবে। যে অর্থ দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে।

IMG_20230511_230224_302.jpg
IMG_20230511_230245_636.jpg

এবং সৌখিন ভ্রমণের জন্য ঢাকায়, কিংবা বিভিন্ন পার্কে দেখা যায় ঘোড়ার দ্বারা ব্যবহৃত টমটম গাড়ি। আবার ৯০ এর দশকে ঘোড়াকে ব্যবহার করে ঘোড়ার গাড়ি বানিয়ে বিভিন্ন রকমের মালামাল পরিবহন করা হতো। এখন সে সব গাড়ি বিলুপ্তপ্রায়। কেমন লাগলো ঘোড়া নিয়ে আমার এই পোস্টটি সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কেউ যদি ঘোড়ার পিঠে চড়ে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণঘোড়া
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
Sort:  
 last year 

সেই প্রাচীনকাল থেকে ঘোড়াকে মানুষ ব্যবহার করে আসতেছে বিভিন্ন কাজে।রাজা থেকে শুরু করে গোলাম পর্যন্ত প্রায় সবাই এই ঘোড়া ব্যবহার করেছিল যাতায়াত ও অন্যান্য কাজে।ঘোড়ার খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি দারুন লিখেছেন ভাই।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এখন আর রাজা বাদশারা ঘোড়া ব্যবহার করে না, এখন তো পৃথিবীর অন্যত, আগে যাতায়াতের মূল যানবাহন ছিলো ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, ঘোড়া সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন, এতো সুন্দর একটা পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমার ও অনেক দিনের ইচ্ছে ঘোড়াতে উঠার। অবশ্য ঘোড়া গুলো রাজা বাদশাহ রা সব চেয়ে বেশি ব্যবহৃত হতো। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই, আপনার ইচ্ছে পূর্ণ হোক।

Loading...
 last year 

রাজা বাদশাদের একমাত্র যাতায়াতের বাহন ছিলো ঘোড়া বা ঘোড়ার গাড়ি। আমাদের এলাকায় অনেক বড় ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়ে থাকে। এইবার আপনি আসিয়েন ভাইয়া। আমি অনেক ছোটবেলায় ঘোড়ায় চড়েছিলাম তারপর আর চড়া হয় নি ভাই।আপনি লাস্ট কবে চড়েছিলেন ভাই।

 last year 

২০ সালে কক্সবাজার গিয়ে সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়েছিলাম ভাই তারপর আর চড়া হয়নি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

যানবাহন হিসেবে ঘোড়ার ব্যবহার এখন তেমন একটি নেই বললেই চলে। অনেকেই সব বসতি ঘোড়া এখন বাড়িতেই পালন করে। ঘোড়া নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আপনি দারুণ একটা পোস্ট করেছেন ভাই।আগের যুগে ঘোড়ার প্রচলন খুব ছিল। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় ঘোড়ার যাতায়াত কমে গেছে।আগের কথা শুনতাম রাজা-বাদশারা ঘোড়ার মধ্যে যাতায়াত করতো।এখনো কিছু কিছু মানুষ শখে ঘোড়ার মধ্যে যাতায়াত করে।আপনি ঘোড়া নিয়ে সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

অনেকের কাছে ঘোড়া শখের একটা জিনিস। অনেকেই শখের বশে ঘোড়া প্রতিপালন করেন এখনও।ঘোড়ার গাড়ি একসময়ের একটি রাজকীয় বাহন ছিল। রাজা-বাদশাহরা ঘোড়ায় চড়ে যুদ্ধে যেতেন। বন জঙ্গলে শিকার করতে যেতেন। ঘোড়ার মধ্যে একটা রাজকীয় ভাব আছে। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

প্রাচীনকাল থেকেই মানুষরা নানাবিধি কাজে ঘোরার ব্যবহার করে আসছে। প্রাচীনকালে যাতায়াতের জন্য বহন হিসেবে ব্যবহৃত হতো ঘোড়া। বর্তমানে এখন ঘোড়া বেশিরভাগ ব্যবহৃত হয় মাল-সামানা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। ঘোড়া নিয়ে অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43