প্রতিযোগিতার ১২তম সপ্তাহ - দর্শনীয় স্থান রংপুর এর ভিন্ন জগত

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম।

এবং আদাব।

আজ সোমবার ২৪ এ এপ্রিল ২০২৩

প্রিয় স্টীম বাসী সবাই কেমন আছেন?

আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিযোগিতার ১২ তম সপ্তাহে দর্শনীয় স্থানের মধ্যে আমিও অংশগ্রহণ করতে যাচ্ছি, আমি আপনাদের উত্তরাঞ্চলের রংপুর জেলার সবচেয়ে বড় এবং সুন্দরতম দর্শনীয় জায়গা , ভিন্ন জগৎ সম্পর্কে বলতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেরি কেনো চলেন ভিন্ন জগৎ সম্পর্কে ভিন্নভাবে জেনে নেই।

Picsart_23-04-23_21-47-44-055.jpg
কভার ফটো
🎠⛲ ভিন্ন জগত🎢🕍🗼

বিভাগীয় শহর রংপুর, এ রংপুরে গড়ে উঠেছে একটি বিনোদন কেন্দ্র, এবং দর্শনীয় স্থান, রংপুর জেলায় গঙ্গাচড়া উপজেলায় গুঞ্জিপুর এলাকায় ভিন্ন জগৎ অবস্থিত। যার আয়তন প্রায় একশ একর, কৃত্তিম এই পর্যটক কেন্দ্র রংপুরবাসী এক গৌরব এর বিষয়। এখানে রয়েছে কৃত্রিম তৈরি নানা রকম জগত যেমন সৌর জগত, এবং হাতি ঘোড়া টাওয়ার এবং শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা রকম দোলনা।

IMG_20230423_162132_033.jpg

সত্যিই মনমুগ্ধকর পরিবেশ এই পর্যটক কেন্দ্রে, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের ঢল পরে, দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসে এই দর্শনীয় স্থানটি দেখার জন্য। রংপুর শহরের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এই ভিন্ন জগৎ। যেখানে পরিবার এবং শিশু এবং সমস্ত বয়সের মানুষ একত্রে উপভোগ করতে পারে এই দর্শনের স্থানটি। চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ মনকে সতেজ করে তোলে। প্রথমে প্রবেশ করার পরে আপনার চোখে পড়বে মনোমুগ্ধকর একটি মসজিদ। যে মসজিদটা দেখে আপনার মন জুড়িয়ে যাবে।

IMG_20230423_162046_529.jpg

ভিন্ন জগতের প্রবেশপথেই এই মসজিদটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। যেখানে পর্যটকের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। অসাধারণ পরিপাটি এই মসজিদটি, সামনের দিকে একটু আগালেই দেখা মিলবে আপনার জন্য অসাধারণ কিছু দৃশ্য, যেটা দেখে আপনি চমকে যাবেন, প্রাকৃতিক এবং কৃত্রিম দুটি মিলিয়ে মনমুগ্ধ করে একটি পরিবেশ। যা অন্য কোথাও হয়তো দেখা মিলবে কিনা আমার জানা নেই। তো চলেন তাহলে দেখে আসি।

IMG_20230423_181934_181.jpg
IMG_20230423_181931_175.jpg

ভিন্ন জগত প্রবেশ করার পর স্বাগতমস্বরূপ এই গেটটি আপনার চোখে পড়বে। তার পাশেই রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক, যেখানে নাগর-দোলায় দোল খেতে খেতে আপনার অনেক কিছুই মনে পড়ে যাবে, শিশু পাবে অনেক আনন্দ। শিশুর আনন্দের বিকাশ ঘটার জন্য কর্তৃপক্ষ শিশুদের জন্য বিনোদন ব্যবস্থা রেখেছেন, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শিশুদের পাশাপাশি বড়রাও চাইলে এই আনন্দ উপভোগ করতে পারবে।

🎡 শিশুপার্ক এর চিত্র 🎡
IMG_20230423_181503_974.jpg
IMG_20230423_181541_933.jpg
IMG_20230423_181538_694.jpg
IMG_20230423_181532_253.jpg
IMG_20230423_181621_759.jpg
IMG_20230423_181619_261.jpg
IMG_20230423_181512_573.jpg
IMG_20230423_181456_463.jpg
IMG_20230423_181523_693.jpg
IMG_20230423_165957_318.jpg

অসাধারণ বিনোদনমূলক জায়গা হচ্ছে ভিন্ন জগৎ, শিশু পার্ক আমার কাছে অসাধারণ লেগেছে, এটি শুধু বিনোদনমূলক স্থান ই নয় এটি একটি দর্শনীয় স্থানও বটে। হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লে এমন একটি টাওয়ার যেতে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। টাওয়ারটি ঠিক প্যারিসের আইফেল টাওয়ার এর মত। প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ আইফেল টাওয়ার এর আদলে নির্মিত করা হয়েছে এই ভিন্ন জগতের টাওয়ার। এবং জলতরঙ্গ যা দর্শনার্থীদের মুগ্ধ করবে।

IMG_20230423_154314_788.jpg
IMG_20230423_160546_920.jpg

চারপাশের পরিবেশ এতই সুন্দর যে হারিয়ে যাবেন আমি আপনি অন্য এক জগতে। যেখান থেকে আসতে আপনার ইচ্ছে হবে না, চারপাশে মনমুগ্ধকর পরিবেশ যেটা হাতছানি দিয়ে আপনাকে বারবার ডাকবে , আপনি চারপাশে হাটতেছেন , হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পরবেন। তখন এখানে গোসল করার জন্য রয়েছে সুইমিং পুল, আপনি চাইলে সুইমিং পুলে গোসল করে অন্যরকম এক অনুভূতির ছোঁয়া পেতে পারে। বিষয়টা আপনার মনকে আরো সতেজ করে তুলবে।

IMG_20230423_165434_076.jpg

সুইমিং পুলের ঠান্ডা পানি আপনার শরীরে ক্লান্তি দূর করে দিবে, আপনার শরীরে ফিরে আসবে সজীবতা।আমার দেখা সবচেয়ে বড় সুইমিং পুল , আমি অনেক জায়গায় মোটামুটি করেছি কিন্তু এত বড় সুইমিংপুল কখনো দেখা মিলে নাই। ঘুরছি ঘুরছি ঘুরছি আর দেখছি, ভিন্ন জগৎটাকে ভিন্নভাবে, চারদিকের হিমেল হাওয়া ছেড়ে যেতে ইচ্ছে করছে না এ জগতটাকে। শেষ প্রান্তে আমি দেখতে পেলাম মুক্তবিহঙ্গ, যা স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে।

IMG_20230423_152249_656.jpg

ভিন্নজগতের প্রত্যেকটি স্থাপনায় যেন এক একটি নির্দেশনার প্রতীক , এখান থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে। সেখানে আপনি ভিন্ন ধারণা ভিন্ন রকম অনুপ্রেরণা পাবেন, মুক্ত বিহঙ্গের পাশেই স্থাপন করা হয়েছে ডাইনোসর, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। বলেছিলাম না প্রত্যেকটি স্থাপনা অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তো চলেন দেখে আসি।

IMG_20230423_152600_531.jpg

যান্ত্রিক জীবনের যন্ত্রণায় অতিষ্ট হয়ে আপনি ঘরে বন্দি হয়ে আছেন। মাঝে মাঝে মনে হয় এই অতিষ্ট জীবন ছেড়ে চলে যাই কোন এক মুক্ত বিহঙ্গে। জীবনের সমস্ত ব্যস্ততা ভূলে। নিজের মতো করে একটি দিন কাটাতে। তাহলে চলে আসতে পারেন রংপুরের ভিন্ন জগতে।

কিভাবে আসবেন ভিন্ন জগত

এখানে আসতে হলে আপনাকে প্রথমে রংপুর আসতে হবে, আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাকে প্রথম রংপুর আসতে হবে, রংপুর থেকে আসতে হবে পাগলাপীড়। সেখান থেকে অটো যুগে আপনি ভিন্ন জগতে আসতে পারবেন। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে ঢাকা টু রংপুর চলাচলকারী রংপুর এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস এ করে আসতে পারবেন, তাহলে আপনাকে প্রথমে রংপুর স্টেশন এ নামতে হবে, এখান থেকে টার্মিনাল হয়ে আপনি পাগলাপীড় আসবেন। পাগলাপীড় থেকে ভিন্ন জগৎ আসতে পারবেনা অতি সহজে।

IMG_20230423_182133_584.jpg

অল্প খরচে পরিবার নিয়ে গুরার মত একটি জায়গা, যেখানে ঢুকতে হলে প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা,বিশেষ কোনো দিনকে উপেক্ষা করে, প্রবেশ মূল্য বৃদ্ধি হয়ে ১০০ টাকা হতে পারে। আপনি চাইলে যান্ত্রিক জীবন থেকে অনেক দূরে পরিবার নিয়ে অল্প খরচে। আমার কাছে সবচেয়ে অল্প খরচে খুব সুন্দর একটি জায়গা মনে হয়েছে বিভিন্ন জগৎ। উত্তরাঞ্চলের সব থেকে সুন্দর মনোরম মনোমুগ্ধকর পরিবেশের ভিন্নতা রয়েছে এই জগতে। চাইলে আপনারা ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে এখানে আপনি সুইমিং পুলের সমুদ্রের ফিল পাবেন, এবং ভিন্ন জগতের চারপাশে লেক রয়েছে, এই লেকে আপনি নৌকা ভ্রমণও করতে পারবেন। বেশ আনন্দ পাবেন এই ভিন্ন জগতে। ভাই আপনাদের আশার আমন্ত্রণ রইল। কেমন লাগলো এই দর্শনীয় স্থান নিয়ে আমার সামান্য লেখাটা তা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারো লিখবো, আজ এই পর্যন্তই।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
লোকেশনঃ রংপুর
ডিভাইসঃ TECNO CAMON 16 PRO
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

শুধু একা একা ঘুরলে হবে ভাই ভাবিকে নিয়ে ঘুরতে হবে। রংপুর এর ভিন্ন জগৎ অনেক সুন্দর একটি জায়গা। পরিবেশ টা অনেক নিরিবিলি। খুবই সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই 😛

 last year 

রংপুর ভিন্ন জগৎ নিয়ে আপনি বেশ সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার পোষ্টের শুরুতে যে সালাম এবং আদাবের ২টি বাক্য রয়েছে সেগুলো শেষে প্রশ্নবোধক চিহ্ন না দিলে বাক্যগুলো অর্থপূর্ণ হবে। এ বিষয়ে বলার জন্য আশা করি আপনি মন খারাপ করেননি। অনেক ধন্যবাদ আপনাকে এবং প্রতিযোগিতার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

মন খারাপ করবো কেনো আপু? তবে ❓ চিহ্ন না দিলে সালাম এর উওর দিবেন কেমন করে?
তবে আপনার মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ ।

 last year 

@aslamarfin ভাই মনে কিছু নেবেন না। আমার মনে হয় না যে সালাম বা আদাবের পর প্রশ্নবোধক চিহ্ন কোথাও দেখা যায়।

 last year 

আমি মোটামুটি সব পোস্ট এ সালাম এর শেষ এ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি, আমি জানতাম প্রশ্নবোধক চিহ্ন মানে জিজ্ঞেস করা, যাইহোক শিখতে পারলাম ধন্যবাদ ভাই।

 last year 

ভিন্ন জগৎ অনেক সুন্দর একটা ভ্রমনের জায়গা।ভিন্ন জগৎ আমি একবার গেছিলাম। ভিন্ন জগতের সুইমিং পুলো আমি গোসল করেছিলাম।সুইমিং পুলো গোসল করতে অনেক ভালো লাগে।তবে আপনার ফোটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 last year (edited)

ভিন্ন জগৎ বেশ কয়েকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমার অনেক প্রিয় জায়গা এটি। পার্বতীপুরে যখন ছিলাম বছরে দুই একবার এখানে যাওয়া হতো। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল আপনার পোস্ট দেখে। লিখেছেন যথেষ্ট ভালো শুভকামনা রইল আপনার জন্য

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 last year 

রংপুর এর ভিন্ন জগত নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই রংপুর বিভাগের ভিন্ন জগতে আমি বেশ কয়েকবার গেছি। সুন্দর একটি দর্শনীয় স্থান। এখানে বিভিন্ন জেলার মানুষ ঘুরতে আসে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাই 🥰

 last year 
DescriptionInformation
Club StatusClub75✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 last year 

রংপুরের ভিন্নজগৎ জায়গা নিয়ে অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই, আমি রংপুরের ভিন্ন জগৎ এর নাম অনেক শুনছি, তবে এই জায়গায় কখনো যাওয়া হয় নাই। আপনি অনেক সুন্দর সুন্দর বিষয় গুলো আমাদের মাঝে আলোচনা করছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই🥰

 last year 

আমাদের উত্তরবঙ্গের একটি নামকরা পিকনিক স্পট হল এই ভিন্ন জগত।আমি প্রায় 5 থেকে 6 বারের মতো গিয়েছি সেই ভিন্ন জগতে।খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই দেখে খুব ভালো লাগলো। আমাদেরকে একটু মাঝে মাঝে ডাকবেন ভালো লাগবে তাহলে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই🥰

 last year 

রংপুরের ভিন্নজগত একটি মনোরম সুন্দর জায়গা। ওর সামনে দিয়ে অতিবাহিত হওয়ার নদীটি দেখতে অনেক সুন্দর। ওর ভিতরের দৃশ্য গুলো সকলের মন কাড়ে এবং মানুষের বাড়ানো পশুপাখি গুলো দেখতে অনেক সুন্দর। আমরা বনভোজন খাওয়ার জন্য বেশ কয়েকবার গিয়েছিলাম এই ভিন্নজগৎ। আপনি এত সুন্দর উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 last year 

ধন্যবাদ ভাই 🥰

 last year 

ভিন্ন জগত আমাদের উওরবঙ্গের একটি বিনোদন কেন্দ্র। এখানে ঈদে অনেক মানুষ ঘুরতে যায়।আমি এখনও যেতে পারি নি এখানে।আপনার ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত ঐতিহ্য বাহী একটি পোস্ট আমাদের কাছে তুলে ধরেছেন।

 last year 

ধন্যবাদ ভাই 🥰

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66871.77
ETH 3512.06
USDT 1.00
SBD 3.14