সৈয়দপুর পাঁচমাথা মোড়ের কলাপাতায় ছোলা বুট এর দোকান

in Steem For Traditionlast year (edited)

আজ সোমবার
১৭ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি । আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা। ছোলা বুট খেতে মোটামুটি সবাই পছন্দ করে, তবে সেই ছোলা বুট হয় অনেক মজাদার তাহলে তো কথাই নাই। আজকে আমি সৈয়দপুর পাঁচমাথা মোড়ের ভ্রাম্যমান ছোলা বুটের দোকান সম্পর্কে বলবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেরী কেনো চলেন শুরু করা যাক।

IMG_20230715_211645_385.jpg
কলাপাতায় করে ছোলা বুট বিক্রি

বাহিরের অনেক কিছুই আমাদের পছন্দ খাবার, তবে ছোলা বুট তার ব্যতিক্রম নয়। তবে সেই ছোলা বুট যদি হয় কলাপাতায়। তাহলে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করবেই। ঠিক তেমনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে, একটি ভ্রাম্যমান ছোলা বুটের দোকান রয়েছে, যেখানে ছোলা বুট খেতে দিবে আপনাকে কলাপাতায়।

IMG_20230715_211346_850.jpg

কি অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই। এই দোকানে কলাপাতায় খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসে। এই ছোলা বুট খাওয়ার জন্য। ছোলা বুট এর সাথে একটি করে রসুন দেয়। যা খেতে অনেক সুস্বাদু।

IMG_20230715_211313_625.jpg
IMG_20230715_211303_499.jpg

এর আগে আমি কখনো ছোলা বুটের দোকান এরকম কলাপাতায় খেতে দিতে দেখিনি। মজার বিষয় হলো এই দোকান শুধু রাতের বেলায় খোলা হয়। মাগরিবের পর হতে রাত্রি বারোটা পর্যন্ত এ দোকান চলে। আজকে রাত্রিবেলায় আমি আমার একটি বন্ধুর কাজের জন্য গিয়েছিলাম একটি রেঞ্জ খুঁজতে। যেতে যেতে দেখি এই পাঁচমাথা মোড়ে এই দোকানে অনেক ভিড়। তাই আমি চলে গেলাম দোকানের কাছে দেখি ছোলা বিক্রি করা হচ্ছে।

IMG_20230715_211325_121.jpg

সেই ছোলা বুট বিক্রি করার অভিনব পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লাগলো। কলাপাতা সংরক্ষণ করা আছে কাকার দোকানে। কাগজের উপরে কলা পাতা দিয়ে সেই কলাপাতার উপর ছোলা দেওয়া হচ্ছে, সেই ছোলা খেতে অসংখ্য মানুষের ভিড়।

IMG_20230715_211321_214.jpg

আমিও কিনে ফেললাম। খেয়ে দেখলাম অনেক সুস্বাদু। মাঝে মাঝে তাই যেতে হবে এই ভ্রাম্যমাণ দোকানের ছোলা বুট খেতে । কাকার কাছে জানতে পারলাম সে এলাকা থেকে কলাপাতা সংরক্ষণ করে। সেগুলো পানিতে ধুয়ে কেটে রেখে দেয় ছোটা বুট বিক্রি করতে। যদি কখনো আপনারা রাত্রিবেলায় সৈয়দপুর আসেন। তাহলে অবশ্যই সৈয়দপুর পাঁচমাথা মোড়ে এই দোকানের ছোলা বুট খেয়ে যাবেন। অনেক সুস্বাদু লাগবে আপনাদের কাছে ।

IMG_20230715_211649_702.jpg

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে পুলিশ বক্স এর নিকটে এই কাকার দোকানটি পেয়ে যাবেন। তা না হলে যে কাউকে বললেই হবে কলাপাতায় ছোলা বুট এর দোকান কোনটি, যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। সৈয়দপুরের এই দোকানের ছোলা বুট খাওয়ার আমন্ত্রণ রইল আপনাদের। কার কার ভালো লাগে বাহিরের এসব খাবার? সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণকলাপাতায় ছোটা বুট এর দোকান
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
Sort:  
 last year 

ছোলা বুট আমার অনেক পছন্দের একটি খাবার। আমাদের বাসায় আমার মা প্রায় রান্না করে থাকে। আমি কখনো সৈয়দপুর যায়নি। সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে ছোলা বুটের এমন দোকান দেখে মুগ্ধ হলাম। যেখানে কিনা কলা পাতায় করে খাবার দেওয়া হয় যা আমাদের ঐতিহ্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কলাপাতায় খাবার খাওয়া একটি সনাতন এবং পুরাতন রীতি। যেটা প্রাচীন কালের মানুষ বেশি পালন করত। ছোলা বুট সকলের পছন্দের একটি খাবার। সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রাচীনকালে দেখা যেত যেকোন অনুষ্ঠানে বা পিকনিকের আয়োজন করা হলে কলারপাতায় খেতে দিতো।ছোলাবুট মাখা ভিষণ পছন্দের একটি খাবার। সৈয়দপুর পাঁচমাথার মোড়ে ভ্রাম্যমাণ এই ছোলাবুটের দোকানে কলাপাতায় খাওয়ার প্রচলন রয়েছে দেখে ভালই লাগলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year (edited)

বাহ্ বিষয়টা আমার কাছে খুব ভালো লাগল। এখন সচরাচর এমন প্রচলন দেখাই যায় না। আগে পিকনিক হলে বা বিভিন্ন অনুষ্ঠানে কলা পাতায় ভাত পরিবেশন করানো হতো। এখন এগুলো নেই বললেই চলে। অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

ছোলা বুট খেতে বেশ ভালোই লাগে। বিশেষ করে মেলা বা সভা বাড়িতে এই ছোলা বুটের দোকান গুলো সব থেকে বেশি দেখা যায়। সৈয়দপুরের এই ছোলার দোকান সম্পর্কে দারুন লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমিও কলা পাতায় ছোলা বুট খেয়েছি। কলাপাতার প্রচলন আজ থেকে দশ পনেরো বছর আগে ছিলো। বিভিন্ন রকমের দোয়া খানি কিংবা মসজিদে ইফতারি অথবা শুক্রবারের বিরিয়ানি। মাঝে মাঝে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের প্রসাদ বিতরণ। আর সচরাচর দেখা যায় কিছু কিছু জায়গায় এই কলাপাতার প্রচলন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ছোলাবুট আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি বাইরে গেলে প্রায়ই ছোলাবুট খাই। তবে আগে কোথাও কলাপাতায় ছোলাবুট বিক্রি করা দেখি নি। সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ছোলা বুট আমার অনেক প্রিয় খাবার। সৈয়দপুরে প্লাজার সামনে বেশ কয়েকটা দোকান রয়েছে,সেখানে আমি খেয়েছি। অনেক ভালো লিখেছেন ভাই। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য আবার আপনি আসেন সৈয়দপুর প্লাজায় আমি আপনাকে খাওয়াবো 🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58316.34
ETH 2583.46
USDT 1.00
SBD 2.43