একটি ভ্রাম্যমান প্লাস্টিকের খেলনার দোকান

in Steem For Traditionlast year (edited)

আজ বৃহস্পতিবার
২৭ এ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিম বাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইলো আন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা। শৈশব অনেক মজার ছিলো, শৈশবে খেলনার জন্য কতই না বায়না ধরতাম। আজ আমি সেই শৈশবের প্লাস্টিকের খেলনা সম্পর্কে বলবো, এবং ভ্রাম্যমান প্লাস্টিকের খেলনার দোকান দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

IMG_20230721_205455_735.jpg
ভ্রাম্যমাণ খেলনার দোকান

জীবন হয় অনেক সংগ্রামের। একেকজনের জীবন একেক রকম। তাইতো একজন বাবাকে জীবন সংগ্রামে নামতে হয়। ফেরিওয়ালা সেদিন ট্রেনে বলে গিয়েছিলো। আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পারবে। সেদিন কথাটির মানে বুঝিনি। আজ এটার মানে বুঝতে পারলাম। একজন বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য,কতোই না পরিশ্রম করে। সন্তানকে ভালো রাখার জন্য। তেমনি একজন ফেরিওয়ালা প্লাস্টিকের খেলনা বিক্রি করে,সংসার চালায়।

IMG_20230721_205533_306.jpg
IMG_20230721_205535_170.jpg

ছোটবেলায় প্লাস্টিকের খেলনা দিয়ে খেলতাম। প্লাস্টিকের খেলনা টেকসই, অনেকদিন খেলা যেতো। দেখতেও সুন্দর ছিলো। প্লাস্টিকের অনেক গাড়ি ছিলো আমার। আজকে হাঁটতে বের হয়েছি, দেখতে পেলাম সেই প্লাস্টিকের গাড়ি একজন ভ্রাম্যমান খেলনার দোকানদার বিক্রি করছে। দেখে সেই সোনালী অতীত মনে পরে গেলো।

IMG_20230721_205529_993.jpg

ছোট ছোট বাচ্চারা এই প্লাস্টিকের খেলনা দেখলে অনেক খুশি হয়, প্লাস্টিকের বাস, ট্রাক, মাইক্রো এসব গাড়ি দেখলে বাচ্চারাও গাড়ির সাথে পরিচিত হতে পারে। তুলনামূলক এগুলোর দাম খুব একটা বেশি না। সাধ্যের মধ্যেই বাচ্চাদের এসব খেলনা কিনে দেওয়া যায়। এই খেলনার মাধ্যমে বাচ্চাদের প্রতিভার বিকাশ ঘটে। এখনকার দিনের বাচ্চারা মোবাইলে আসক্ত। মোবাইল ফোন কেড়ে নিয়েছে প্রত্যেকটি ছেলে-মেয়েদের শৈশব।

IMG_20230721_205518_185.jpg

এই সময়ের বাচ্চারা ডিভাইসে আসক্ত কারণ তাদের বাবা মা , তাদের বাচ্চাদের মাঠে নিয়ে যায় না। বাবা মা নিজেই মোবাইলে ব্যস্ত। ৯০ এর দশকে আমরা যে শৈশব পেয়েছি, এখনকার পোলাপান সেগুলা কল্পনা করতেও পারবে না।

IMG_20230721_205516_670.jpg

বাচ্চাদের আকর্ষণ করার জন্য গাড়িতে ট্যাটু সংযুক্ত করা হয়েছে। কার্টুনের ছবি সংযুক্ত করা হয়েছে। তবে এসব দোকানদার বসে থাকতে হয়,ক্রেতার জন্য। বেচা বিক্রি নেই বললেই চলে। সাম্প্রতিক সময়ে স্কুলের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ডিভাইস। এই ডিভাইস আপনি কতটুকু যুক্তিসংগত মনে করেন? সরকার যে ট্যাপ হাতে দিচ্ছে, এগুলোর উপকারের থেকে অপকার বেশি বলে আমি মনে করি। তবুও এগিয়ে যাচ্ছে দেশ ডিজিটাল দেশ বলে কথা।

IMG_20230721_205448_483.jpg
IMG_20230721_205441_140.jpg

প্রত্যেকটি বাবা-মার উচিত বাচ্চাদের খেলনা কিনে দেওয়া। আপনার আমার চারপাশে যদি কোন ছোট ভাই বোন থাকে আমরাও চেষ্টা করবো তাদের খেলনা কিনে দেওয়ার জন্য। তাতে করে এসব ভ্রাম্যমান দোকানদার এর বেচা বিক্রি হবে। আমার শৈশবে প্রিয় খেলনা ছিলো গাড়ি খেলনা। আপনাদের প্রিয় খেলনা কি সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন লাগলো আমার এই পোস্টটি সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারও লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণভ্রাম্যমান খেলনার দোকান।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

আপনি সুন্দর লেখছেন ভাই।কোনো বাবা চায় যে তার সন্তান অনাহারে থাকুক।সব সন্তানেই বাবার কাছে স্পেশাল।প্লাস্টিকের খেলনা ছোট বেলায় আমিও অনেক খেলছিলাম।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

গ্রামীন কোন অনুষ্ঠান বা মেলাতে এসব ভ্রাম্যমান প্লাস্টিকের খেলনার দোকানগুলো দেখা যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের আকর্ষণ করা এই দোকানের মূল কাজ। এসব দোকানে বিভিন্ন রকম খেলনা পাওয়া যায়। দারুন ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এই দোকানগুলোতে ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। তবে এই দোকানগুলো মেলাতেই বেশি দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে অনেক বাজারেও এমন দোকান বসতে দেখা যায়। আপনি সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ভ্রাম্যমান খেলনার দোকান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাইয়া। ছোট বাচ্চারা এসব দোকান দেখলেই দাঁড়িয়ে যায়। শুধু একটা না দোকানের বেশ কয়েকটি খেলনা তাদের পছন্দ হয়। কোনটা নিবে আর কোনটা রাখবে সেটা নিয়ে তারা নিজেরাই চিন্তায় পড়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

একটি ভ্রাম্যমাণ প্লাস্টিকের খেলনার দোকান নিয়ে অনেক সুন্দর লিখেছেন। আপনার পোস্ট পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আসলেই ছোটবেলায় প্লাস্টিকের খেলনা কিনে নিয়ে অনেক খেলছি বিশেষ করে প্লাস্টিকের ট্রাক আর মাইক্রো। এই ভ্রাম্যমাণ দোকান গুলো সাধারণত মেলায় কিংবা রাস্তার পাশে বসে।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ভ্রাম্যমাণ খেলনার দোকান নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন ভাই। ছোটবেলায় আমিও এই খেলনাগুলো দিয়ে খেলা করতাম। গ্রামের বাচ্চারা এখনো এগুলো দিয়ে খেলে। কিন্তু শহরের বাচ্চারা মোবাইলে ভিডিও গেম খেলে।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year (edited)

এইসব ছোটখাটো ভ্রাম্যমান খেলার দোকান সাধারণত ছোট বাচ্চাদের আকর্ষিত করে। খেলনার দোকানে প্রচুর পরিমাণ লাভ হয়ে থাকে। বাচ্চারা যদি খেলনা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে তাহলে সেটা নিয়েই থাকবে। আমার সময় তো স্কুল লাইফে কিরমির ট্যাবলেট দিত এখন সত্যিকারের ট্যাব দিচ্ছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য ।

 last year 

ভ্রাম্যমান প্লাস্টিকের খেলনার দোকান নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন। এই দোকানগুলো সাধারণত মেলাতেই বেশি দেখা যায়। ছোট বাচ্চাদের আর্কষণ করে এই খেলবার দোকানগুলো।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। লিখেছেন ও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43