ঐতিহ্যবাহী দেশীয় শুটকি মাছের রেসিপি

in Steem For Tradition2 years ago (edited)

আসসালামু আলাইকুম? প্রিয় ষ্টীমবাসী সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের কে ঐতিহ্য বাহী দেশীয় শুটকি পুঁটিমাছ এর রেসিপি শেয়ার করবো।


দেশীয় শুটকি মাছ

IMG_20230207_124557_153.jpg

আমরা বাঙ্গালী সেই জন্য মাছ আমাদের প্রিয় খাবার। সেই সাথে দেশীয় শুটকি মাছ ও আমাদের পছন্দের খাবার, তবে আজ আমি আপনাদের একদম বিলের যে দেশি পুঁটি মাছ পাওয়া যায় সেই পুটি মাছের শুটকির রেসিপি শেয়ার করবো। রেসিপি তৈরি করতে যে উপকরণ লাগে সেগুলো হলো।


উপকরণ

  • দেশীয় পুঁটি মাছ এর শুটকি।
  • পিঁয়াজ কুঁচি।
  • মরিচ কাটা।
  • রসুন বাটা।
  • দেশি আলু।
  • বেগুন ফালি।
  • হলুদ গুড়া।
  • মরিচ গুড়া।
  • ধনিয়ার গুড়া।
  • লবণ।
  • তৈল।

ধাপ ১

প্রথমে আপনাকে দেশি শুটকি নিতে হবে। যেহেতু আমার রেসিপি টা দেশীয় মাছের।

IMG_20230207_122149_596.jpg

IMG_20230207_121728_988.jpg

আমার এখানে দেশীয় শুটকি পুঁটির সাথে টাকি এবং অন্য কিছু মাছের মিশ্রণ রয়েছে। তাহলে আমার শুটটি প্রস্তুত।


ধাপ ২

এখন আমাকে শুটকি মাছ চুলায় হালকা আচে টেলে নিতে হবে এবং পানি গরম করে ভালোভাবে ধুইয়ে নিতে হবে।

IMG_20230207_125326_767.jpg

IMG_20230207_125428_800.jpg

তাহলে আমার শুকটি মাছ ধুওয়ার কাজ শেষ।


ধাপ ৩

এবার শুটকি মাছের সাথে আমি যে সজবি ব্যবহার করবো সেগুলো প্রস্তুত করে নিতে হবে।

IMG_20230207_123109_083.jpg

IMG_20230207_124157_046.jpg

আমি সাথেও পিঁয়াজ কুচি এবং মরিচ ফালি এবং রসুনবাটা করে নিয়েছি, এবং আলু ফালি এবং বেগুন ও কেটে নিতে হবে। এরপর আমার রান্নার পালা।


ধাপ ৪

এবার আপনাকে চুলায় পিঁয়াজ কুচি সাথে মরিচ ফালি এবং রসুনবাটা ও লবন দিয়ে হালকা বাদামী করে নিতে হবে। এবং হলুদ এবং মরিচের গুড়ো এবং ধনিয়ার গুঁড়া একত্রে কশিয়ে নিতে হবে। কশানো হয়ে গেলে শুটকি মাছ দিতে হবে।

IMG_20230207_125917_749.jpg

IMG_20230207_130206_164.jpg

IMG_20230207_130241_145.jpg

IMG_20230207_130323_897.jpg


ধাপ ৫

এবার আপনাকে খুব ভালোভাবে শুটকি মাছ এবং সবজি ভালো করে কশীয়ে নিতে হবে ১৫থেকে ২০ মিনিট এর মতো ঢেকে দিতে হবে, এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ই সেই কাঙ্খিত শুটকি মাছের রেসিপি টা হয়ে যাবে।

IMG_20230207_131012_396.jpg

IMG_20230207_130420_563.jpg


শেষ ধাপ

IMG_20230207_134347_084.jpg

সম্পূর্ন তৈরি হয়ে গেছে সুস্বাদু দেশীয় শুটকি মাছের রেসিপি, এই শুটকি মাছ টা আমার মায়ের হাতের তৈরি, একদম রৌদ্রে শুকিয়ে এই শুটকি মাছ তৈরি করা হয়েছে। এই মাছ টা আমাদের বিলের একদম প্রাকৃতিক যা স্বাদে গন্ধে অতুলনীয়। আমি আপনাদের একদম ঘরোয়া ভাবে রান্না করার প্রক্রিয়া দেখানো এবং শিখানোর চেষ্টা করেছি। কেমন হলো আমার এই পুঁটি মাছের শুটকির রেসিপি টা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট এর মাধ্যমে। সবাই ভালো থাকবেন।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি শেষ পযন্ত পড়ার জন্য।

Sort:  
 2 years ago 

আলু বেগুন দিয়ে শুটকির এই রেসিপি নিশ্চিত অনেক সুস্বাদু হয়েছে। বেগুন আর শুটকির কমবিনেশন বৃষ্টির দিনে খিচুড়ির স্বাদের মত মনে হয়। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

অতি চমৎকার একটি শুটকি মাছ এর রেসিপি আমাদের জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। আশা করি আপনার ওখানে গেলে শুটকি রান্না করে আমাদের খাওয়াবেন।

 2 years ago 

খাওয়াবো ভাই চলে আইসেন।

 2 years ago (edited)
শুটকি মাছ দেখতে ভালো লাগে কিন্তু আমি খাই না🫣🫣 তবে মনে হচ্ছে ভাবির হাতের রান্না অনেক সুস্বাদু । সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ
 2 years ago 

চলে আইসেন ভাই খাওয়া শিখাবো

 2 years ago 

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। খেতে সুস্বাদু হয়েছিল মনে হয়।

 2 years ago 

জি ভাই অনেক সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

শুঁটকি মাছের সাথে আলু ও বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

শুটকি মাছের রেসিপি অসাধারণ হয়েছে, আপনার পোস্টের রেসিপি দেখে আমার জল চলে আসতেছে ভাই, আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

শুটকি মাছের রেসিপি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।শুটকি মাছ আমার অনেক পছন্দের একটি খাবার। অসাধারণ হয়েছে পোস্টি।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

শুঁটকি মাছের রান্না খেতে অনেক ভাল লাগে আমার । আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুটকি মাছের রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

পুঁটি মাছের শুটকি খেতে বেশ দারুন। পুঁটি মাছের শুটকি কিভাবে তৈরি করেছেন তার উপকরণ গুলো ভালোভাবে তুলে ধরেছেন। আপনার পোস্ট বেশ দারুন হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56