প্রতিযোগিতার ৮ম সপ্তাহ - কবুতরের মাংসের রেসিপি

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম?

আজ মঙ্গলবার ২৮ এ ফেব্রুয়ারী

প্রিয় ষ্টীম বাসী সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের কবুতরের মাংসের রেসিপি শেয়ার করবো। আশি করি আপনাদের ভালো লাগবে।

কবুতরের মাংসের রেসিপি

Picsart_23-02-26_11-58-41-786.jpg

কভার ফটো
উপকরণ
উপাদানপরিমান
কবুতর২ টা
আলু৪ পিস
আদা বাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
পিয়াজ কুঁচি১ কাপ
মরিচ ফালি৭/৮ টা
মরিচের গুড়া১ টেবিল চামচ
হলুদ এর গুড়াহাফ টেবিল চামচ
ধনিয়া গুড়াহাফ টেবিল চামচ
জিরা গুড়া১ টেবিল চামচ
তেজপাতা১ বা ২পিস
দারচিনি৩ পিস
এলাচ৩/৪ টা
লবণপরিমান মতো
তৈলপরিমান মতো
আস্ত রসুন২ থেকে ৪ টা
ধাপ ১

যেহেতু আমার রেসিপি টা কবুতরের মাংসের। সেই জন্য প্রথমে সুস্থ সবল দেখে ২ টি কবুতরের বাচ্চা নিতে হবে। সেটা আপনার পালিত হতে পারে বা বাজার থেকে কেনাও হতে পারে।


IMG_20230224_094112_979.jpg


ধাপ ২

কবুতরের বাচ্চা জবাই করে ভালো করে ডেসিং করে নিতে হবে। যাতে গায়ে কোনো লোম না থাকে। একদম পরিষ্কার করে নিতে হবে যাতে চামড়া চকচকা হয়ে যায়।


IMG_20230224_115610_623.jpg

IMG_20230224_115547_747.jpg


ধাপ ৩

আমার কবুতরের বাচ্চা ডেসিং করা হয়ে গেছে এবার চুলায় হালকা আচে, ডেসিং করা কবুতর ঝাঁজিয়ে নিতে হবে। এতে করে সমস্ত চামড়া একদম ক্লিয়ার হয়ে যাবে। কোনো প্রকার সন্দেহ থাকবে না লোম থাকার।


IMG_20230224_114624_002.jpg

IMG_20230224_114604_495.jpg


ধাপ ৪

আমার প্রসেসিং এর প্রক্রিয়া মোটামুটি শেষ এখন আমার মাংস কেটে নিতে হবে।


IMG_20230224_122532_501.jpg

IMG_20230224_122541_006.jpg


ধাপ ৫

আমার মাংস কাটা শেষ এখন আমাকে কাঁচা মরিচ, পিঁয়াজ কুচি, আদা বাটা রসুন বাটা এবং আলু কেটে নিতে হবে।


IMG_20230224_122650_728.jpg

IMG_20230224_122635_519.jpg


ধাপ ৬

এখন আমি রান্নায় চলে যাবো, কড়াইতে তৈল দিয়ে পিঁয়াজ কুচি মরিচ ফালি চুলা হালকা আজে রেখে বাদামী করে নিতে হবে।


IMG_20230224_123142_180.jpg


ধাপ ৭

এখন পিঁয়াজ কুচি এবং মরিচ ফালি হালকা বাদামী রং ধারণ করলে আমাকে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। হলুদ গুড়া এবং মরিচ গুড়া ও ধনিয়া গুড়া, জিরা গুড়া দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।


IMG_20230224_123549_181.jpg

IMG_20230224_123715_493.jpg


ধাপ ৮

মসলা কষানো হয়ে গেছে এখন আমি আলু ও মাংস যোগ করবো।


IMG_20230224_124141_087.jpg

IMG_20230224_124201_901.jpg


ধাপ ৯

এবার ভালোভাবে নড়াচড়া করে কষিয়ে নিতে হবে। আমি কয়েকটা রসুন যোগ করছি কারণ রসুন আমার কাছে এভাবে খেতে ভালো লাগে।


IMG_20230224_124501_605.jpg


ধাপ ১০

১০ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। যাতে সব কিছু মিশ্রণ এ তৈল ছেড়ে দেয়। তারপর পানি যোগ করতে হবে। পানি যোগ করে ১০ মিনিট ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। তাহলেই হয়ে যাবে।


IMG_20230224_124520_631.jpg

IMG_20230224_130757_212.jpg


ধাপ ১১

আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। সব কিছু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা প্লেট এ ঢেলে নিলাম।


IMG_20230224_144909_195.jpg


শেষ ধাপ

আমার রান্না শেষ। প্লেট এ রাখাও শেষ। হালকা গরম ভাতের সাথে খেতে আমার কাছে অসাধারণ লাগে।


IMG_20230224_144858_619.jpg


কেমন হলো আমার এই রান্নাটা সবাই কমেন্ট এর মাধ্যমে জানাবেন। এবং এভাবে বাড়িতে ট্রাই করবেন। আশাকরি অনেক সুস্বাদু হবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
লোকোশন :সৈয়দপুর
ডিভাইস :TECNO 16 CAMON PRO
Sort:  
 last year 

আপনি বেশ চমৎকার রান্না করতে পারেন।কবুতর এর মাংস রান্নার রেসিপি টি বেশ চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের কাছে তুলে ধরেছেন।

 last year 

ধন্যবাদ দাদা

 last year 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 last year 

কবুতরের মাংস দেখে জিবে জল চোলে আসল। অনেকদিন ধরে কবুতরের মাংস খাওয়া হয়নি। সুন্দর একটি রেসিপির পোস্ট করেছেন।অসাধারণ হয়েছে।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

কবুতরের মাংস আমি খুব ভালোবাসি। আমি আগে কবুতর পুষতাম। কাজের ব্যস্ততায় এখন নেই। মাঝে মাঝে কবুতরের মাংস খাওয়া হয়। আপনি বেশ চমৎকার রান্না করতে পারেন।কবুতর এর মাংস রান্নার রেসিপি টি বেশ চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার উপস্থাপনা অনেক ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

কবুতরের মাংস অনেক সুস্বাদু,আমার কবুতরের মাংস খেতে খুব ভালো লাগে, আপনার রেসিপি দেখে আমার জল চলে আসতেছে, আপনার রেসিপি দেখে মনে হচ্ছে মাংস গুলো অনেক সুস্বাদু হয়েছে,আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

কবিতরের মাংস বেশ জনপ্রিয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার। কবিতরের মাংস আমার অনেক প্রিয়। আপনি অনেক সুন্দর করে রেসিপি পোস্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

কবুতরের মাংস এমনিতেও খুব খেতে সাধ করে।আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। কবুতর মাংস আমাকে খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবুতরের মাংস পুষ্টিগুণে ভরপুর। আর কবুতরের দামও মোটামুটি কম। বর্তমানে মুরগির আর গরুর মাংসের দাম জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। কবুতর পালন করা লাভজনক আবার এর মাংসও পুষ্টিকর। তাই আমাদের সবার কবুতর পালন করা উচিত।


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66494.63
ETH 3508.10
USDT 1.00
SBD 2.66