প্রতিযোগিতার ৭ম সপ্তাহ - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্র অঙ্কন

in Steem For Tradition2 years ago

আসসালামু আলাইকুম?
আজ মঙ্গলবার। ২১ শে ফেব্রুয়ারী ২০২৩
সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
সকলে কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মহান ২১ শে ফেব্রুয়ারী দিবসে শহীদ মিনার এর ছবি অঙ্কন করার চেষ্টা করছি।

Picsart_23-02-21_15-11-41-785.jpg

শহীদ মিনার

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির এক গৌরবের দিবস। এ দিনটিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। যারা এই রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান নিয়ে গুলিবর্ষণ এ শহীদ হয়েছিল। তাদের মধ্যে রফিক, জব্বার, সলাম, বরকত আরো অনেকে সেই সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

উপকরণ
  • আর্ট পেপার
  • একটি স্কেল।
  • একটি রাবার।
  • একটি কালো মার্কার।
  • একটি কম্পাস।
  • বিভিন্ন রং পেন্সিল

IMG_20230221_102430_361.jpg


ধাপ ১
  • প্রথমে আপনাকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিতে হবে শহীদ মিনার এর ছবি অঙ্কণ করার জন্য।

IMG_20230221_122243_657.jpg


ধাপ ২
  • শহীদ মিনার আর্ট করার জন্য সর্বপ্রথম আর্ট পেপার নিতে হবে। এবং স্কেল এর সাহায্য নিয়ে 4B পেন্সিল দিয়ে বর্ডার টেনে নিতে হবে।

IMG_20230221_122932_058.jpg


ধাপ ৩
  • এই ধাপে আমরা বাম পাশে ছোট ছোট দুইটা পিলার তৈরি করে নিবো ।

IMG_20230221_124617_298.jpg


ধাপ ৪
  • এই ধাপে মাঝখানের পিলার সহ ডান পাশের পিলার তৈরি করে নিবো ।

IMG_20230221_132439_142.jpg


ধাপ ৫
  • এই ধাপে পিলার এর ভিতরে রট একে নিতে হবে এবং মাঝখানের পিলার এর উপরের অংশ একে নিতে হবে। এবং সিঁড়ি করে নিবো।

IMG_20230221_133643_145.jpg


ধাপ ৬
  • এই ধাপে মোটামুটি শহীদ মিনার আর্ট করা শেষ এখন পিছনের গাছ এঁকে নিতে হবে।

IMG_20230221_134027_624.jpg


ধাপ ৭
  • এই ধাপে রং করা শুরু করতে হবে।

IMG_20230221_140404_856.jpg


ধাপ ৮
  • এই ধাপে সিঁড়ি সহ পিছনের বাগান রং করে নিতে হবে।

IMG_20230221_141132_875.jpg


ধাপ ৯
  • শহীদ মিনার এর ভিতর এর বিত্ত টাকে লাল রং করে নিতে হবে

IMG_20230221_141926_367.jpg


ধাপ ১০
  • এই ধাপে সবকিছু শেষ শুধু আকাশ এর জন্য রং করে নিতে হবে তাহলেই হয়ে গেলো আমার শহীদ মিনার।

IMG_20230221_142455_533.jpg


ধাপ ১১
  • সর্বশেষ আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার এর ছবি আর্ট করা হয়ে গেছে। এখন আমি একটা সেলফি তুলে নিলাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ
Sort:  
 2 years ago 

আপনার পোস্ট দেখে সত্যি অসাধারণ লাগল। আপনার পোস্ট কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে। তবে আরো ভালো করার চেষ্টা করবেন। তবে দিন দিন আপনার অগ্রগতি দেখে সত্যি ভালো লাগল। ধন্যবাদ ভাই 💞💞

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে আঁকতে পারেন। প্রতিটা ধাপ অসাধারণ হয়েছে। আপনার প্রেজেনটেশন ও সুন্দর। শহীদের স্বরনে শহীদ মিনার অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার অংকনটি। একুশে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির এক গৌরবের দিবসে আপনি মোট ১১টি ধাপে সুন্দর ভাবে প্রজেন্টেশনর মাধ্যমে উপস্থাপন করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের জানাই বিনম্র শ্রদ্ধা।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

শহীদ মিনার নিয়ে অনেক সুন্দর ছবি অংকন করেছেন।আপনি অনেক সুন্দর ছবি আঁকতে পারেন।বলতে গেলে অসাধারণ হয়েছে ভাই । ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি শহীদ মিনার অংকন করেছেন। এবং খুব সুন্দর ভাবে তা ধাপে ধাপে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

বাহ্ আপনি তো অনেক সুন্দর ভাবে শহীদ মিনার অংকর করেছেন, আপনার অংকন দেখে আমি আসলেই মুগ্ধ হলাম ভাই, আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

ওয়াও! অসাধারণ একটি আর্ট অঙ্কন করেছেন ভাই। সত্যিই দারুণ হয়েছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাই আপনি তো দেখতেছি অলরাউন্ডার।ভালো গান গাওয়ার পাশাপাশি তো ভালো আর্ট ও করতে পারেন। আর্টের রং গুলো অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল ভাই আপনার জন্য

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68123.34
ETH 2416.53
USDT 1.00
SBD 2.35