আগের দিনে ঘরের সাজ সজ্জায় ব্যবহৃত হতো মাটির তৈরি শোপিস

in Steem For Traditionlast year

আজ মঙ্গলবার
১১ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টীম বাসী সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালবাসো শুভকামনা। আজকে আমি আপনাদের কে মাটির তৈরি আগের দিনের শোপিস সম্পর্কে বলবো এবং দেখাবো আশাকরি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

Picsart_23-07-11_14-14-46-848.jpg
কভার ফটো
মাটির তৈরি শোপিস

আগের দিনের মানুষ মাটির তৈরি জিনিস এর প্রতি বেশি নির্ভরশীল ছিলো। মাটির তৈরি আসবাবপত্রের প্রতি যেমন তাদের আকর্ষণ ছিলো। ঠিক তেমনি ঘর সাজানোর জন্য ঘরের সাজ সজ্জায় ব্যবহৃত হতো মাটির তৈরি শোপিস। মাটির তৈরি বিভিন্ন রকমের খেলনা দিয়ে তারা ঘর সাজিয়ে রাখতো। শোকেসে তারা সাজিয়ে রাখতো এসব শোপিস। গ্রামের কুমারেরা এসব খেলনা তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতো।

IMG_20230707_212342_421.jpg

আগের দিনে ছোট ছোট পুতুল পাওয়া যেতো যেগুলো দিয়ে ছেলে মেয়েরা বর বউ খেলতো। অনেক মধুর ছিলো সোনালী শৈশব। আমি যখন ছোট ছিলাম তখন এই খেলনা গুলো মেলায় থেকে কিনে আনতাম। আমার আপু সেগুলো ঘরে সাজিয়ে রাখতো। গ্রামের মানুষ এসব শোপিস সবাই কিনে আনতো ঘর সাজাতে।

IMG_20230707_212435_319.jpg
IMG_20230707_212428_791.jpg

একদিন আমি আর আমার এক বন্ধু গুরতে যাচ্ছিলাম। যেতে যেতে দেখতে পেলাম ভ্যানের উপর এসব মাটির তৈরি শোপিস বিক্রি করতে। এসব শোপিস এর ক্রেতাও অনেক। আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। বেশ চমৎকার এসব শোপিস। দেখে মনটা ভরে গেলো। সেই ছোটবেলার কথা মনে পরে গেলো।

IMG_20230707_212422_471.jpg
IMG_20230707_212414_249.jpg
IMG_20230707_212405_350.jpg
IMG_20230707_212358_289.jpg

এক সময় এসব শোপিস ছিলো সৌখিনতার প্রতীক। পূজার সময় বেশি পাওয়া যেত এসব শোপিস। এখন তেমন একটা দেখা যায় না। এখন মানুষের ঘরেও এসব রাখা হয় না। আগের দিনে প্রত্যেকটি বাড়িতে রাখা হতো। মাটির তৈরি পুতুল দিয়ে বাচ্চারা খেলা করতো। এসব শিল্প আমাদের ঐতিহ্যবাহী একটি শিল্প।

IMG_20230707_212349_236.jpg

ছোটবেলায় এসব খেলনা কেনার জন্য বায়না ধরতাম। কিনে এনে সাজিয়ে রাখতাম। মেলায় চলে যেতাম এগুলো কিনতে। পূজার সময় এলে দলবেঁধে পূজায় যেতাম এসব শোপিস কিনতে। কুমারদের ভিতরে এগুলো তৈরি করার জন্য কারিগর থাকতো। নিখুঁতভাবে তারা তৈরি করতো এসব শোপিস। নিপুন হাতের রং দিয়ে রাঙিয়ে দিতো এসব শোপিস। মাটির তৈরি এসব শিল্প এখন বিলুপ্তপ্রায়। এখন আর মেলাতে দেখা যায় না এসব শিল্প। এক সময় হয়তো হারিয়ে যাবে এসব মাটির তৈরি শোপিস। কে কে মেলায় থেকে এসব শোপিস কিনেছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারো লিখবো অন্য কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে। আজ এ পর্যন্তই।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণমাটির তৈরি শোপিস
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

আগেকার সময়ে যখন মেলা হতো তখন মাটির তৈরি জিনিসপত্র গুলোর চাহিদা বেশি ছিল। বিশেষ করে ঘর সাজানোর শোপিস গুলোর চাহিদা ছিল। আর মাটির তৈরি পুতুল গুলো ঘরের শোপিস হিসেবে সাজিয়ে রাখা হতো।

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মাটির তৈরি এই ধরনের শোপিস গুলো বিভিন্ন মেলা এবং পূজার সময় অনেক বেশি পাওয়া যায় ৷ মাটির তৈরি শোপিস গুলো বিভিন্ন ধরনের রং করার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগে ৷ সুন্দর ছবি তুলেছেন আপনি ৷ ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আগের দিনে ঘরের সাজ সজ্জায় ব্যবহৃত হতো মাটির তৈরি শোপিস।এই শোপিস নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ছোট বেলায় মাটির তৈরি এসব খেলনা দিয়ে অনেক খেলেছি। এসব খেলনার উপরে বিভিন্ন ধরনের কালার দিয়ে নকশা করা থাকে। এই খেলনাগুলো গ্রামীণ মেলাতেই বেশি দেখা যায়। ধন্যবাদ ভাইয়া মাটির তৈরি খেলনা নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মাটির তৈরি এই শোপিস গুলো আমি বিভিন্ন মেলা থেকে আগে অনেক কিনতাম। এখনো আমার বাসায় অনেকগুলো রয়েছে। এখন আর তেমন এগুলো পাওয়া যায় না।ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাই। শুভকামনা রইল

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

আগের দিনে ঘরের সাজ সজ্জায় ব্যবহৃত হতো মাটির তৈরি শোপিস এখন আর বেশিটা দেখা যায় না। কালের বিবর্তনে এখন সুন্দর সুন্দর জিনিস শোপিস হিসেবে ব্যবহার করা হয়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এইসব মাটির তৈরি শপিজ দিয়ে আমি ছোটোদেরকে খেলা করতে দেখেছি। তবে এখন মানুষের বাড়িতে এইসব শপিজ দেখা যায় না। এখন মানুষ কাচের ও প্লাস্টিকের শপিজ বেশী ব্যবহার করে। মাটির তৈরি শপিজ সম্পর্কে সুন্দর লিখেছেন।

 last year (edited)

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 last year 

এখনো অনেকেই গৃহ সজ্জায় এই ধরনের মাটির শোপিস গুলো ব্যবহার করে থাকেন। আমাদের বাসায় এরকম মাটির তৈরি কিছু শোপিস রয়েছে যা দীর্ঘদিন ধরে আমাদের বাসায় রয়েছে এবং আমরা ঘর সাজানোর জন্যই এই শোপিছগুলো কিনেছিলাম।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44